আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ০৭ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে

আজ ০৭ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে

আজ ০৭ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে
আজ ০৭ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে  
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


৭ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৮০তম (অধিবর্ষে ২৮১তম) দিন। বছর শেষ হতে আরো ৮৫ দিন বাকি রয়েছে।


ঘটনাবলি:

১৮২৬ - প্রথম মধ্যাকর্ষণ শক্তি সম্পন্ন আমেরিকান রেল পথ চালু হয়।
১৮৭১ - শিকাগোতে ভয়াবহ অগ্নিকান্ডে ২৫০ জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হয় এবং ৯৫ হাজার লোক গৃহহীন হয়।
১৯০৬ - রেজাশাহ কর্তৃক পারস্যের জাতীয় সংসদ উদ্বোধন হয়।
১৯৩২ - রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।
১৯৫০ - কলকাতায় মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠিত হয়।
১৯৫৪ - হোচিমিনের নেতৃত্বে কমিউনিস্টদের হ্যানয় দখল করা হয়।
১৯৫৮ - প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা কর্তৃক পাকিস্থানে সামরিক শাসন জারি করা হয়।
১৯৭৬ - বাংলাদেশ ৭৭ জারি গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়।
১৯৮১ - হোসনি মোবারক মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৮৯ - হাঙ্গেরীতে কমিউন্সিপার্টির বিলুপ্ত ঘোষণা করা হয়।
১৯৮৯ - পূর্ব জার্মানিতে গনতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয় ।
১৯৯৫ - ইন্দোনেশিয়া সুমাত্রায় ভূমিকম্পে শতাধিক নিহত হয়।

জন্ম:
১৭৪৮ - দ্বাদশ চার্লস, তিনি ছিলেন সুইডেনের রাজা।
১৭৭৬ - গিলবার্তো সিলভা, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।
১৮৭৯ - জো হিল, তিনি ছিলেন নোবেল আমেরিকান কবি ও সমাজ কর্মী।
১৮৮৫ - নিল্‌স হেনরিক ডেভিড বোর, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ পদার্থবিজ্ঞানী ও দার্শনিক।
১৮৮৮ - হেনরি এ. ওয়ালেস, তিনি ছিলেন আমেরিকান রাজনীতিবিদ ও ৩৩ তম উপ-রাষ্ট্রপতি।
১৮৯৯ - গোলাম ফারুক খান, তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের গভর্নর।
১৯০০ - হাইনরিখ লুইটপোল্ট হিমলার, তিনি ছিলেন জার্মান সেনাপতি ও রাজনীতিবিদ।
১৯১৭ - জুন আলয়সন, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী এবং গায়িকা।
১৯২০ - জ্যাক রাউলি, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
১৯২৭ - আর. ডি. লাইং, তিনি ছিলেন স্কটিশ সাইকোলজিস্ট ও লেখক।
১৯৩১ - ডেসমন্ড পিলো টুটু, তিনি নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার ধর্মযাজক ও অধিকার আন্দোলন কর্মী।
১৯৩৪ - উলরিকে মেইনহোফ, তিনি ছিলেন জার্মান সাংবাদিক ও একটিভিস্ট।
১৯৩৯ - হ্যারল্ড ওয়াল্টার ক্রোটো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ ও অধ্যাপক।
১৯৪৪ - ডোনাল্ড টসাং, তিনি চীনা রাজনীতিবিদ ও হংকং এর ২য় প্রধান নির্বাহী।
১৯৫০ - জাকায়া কিক্বেটে, তিনি তাঞ্জানিয়া কর্নেল, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
১৯৫২ - ভ্লাদিমির পুতিন, তিনি রুশ প্রজাতন্ত্রের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব।
১৯৫২ - গ্রাহাম নিল ইয়ালপ, তিনি অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।
১৯৫৫ - ইয়ো-ইয়ো মা, তিনি ফরাসি বংশোদ্ভূত আমেরিকান একপ্রকার বাদ্যযন্ত্রকারী ও শিক্ষাবিদ।
১৯৬৭ - টনি ব্রাক্সটন, তিনি আমেরিকান গায়িকা, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
১৯৬৮ - থম ইয়রকে, তিনি ইংরেজ গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
১৯৭৩ - দিদা, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৭৬ - গিলবার্তো সিলভা, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৭৮ - জহির খান, তিনি ভারতীয় ক্রিকেটার।
১৯৮২ - জেরমাইন ডিফো, তিনি ইংরেজ ফুটবলার।
১৯৮৩ - ডোয়েন জেমস জন ব্র্যাভো, তিনি ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও গায়ক।
১৯৮৪ - সালমান বাট, তিনি পাকিস্তানি ক্রিকেটার।
১৯৮৮ - দিয়াগো দা সিলভা কস্তা, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৯০ - সেবাস্টিয়ান কোটস, তিনি উরুগুয়ের ফুটবল।

মৃত্যু:
০৭৭৫ - আবু জাফর মনসুর, তিনি ছিলেন বাগদাদের দ্বিতীয় খলিফা।
০৯২৯ - চার্লস দি সিম্পল, তিনি ছিলেন ফরাসি রাজা।
১৭০৮ - গুরু গোবিন্দ সিংহ, তিনি ছিলেন শিখধর্মের দশম গুরু।
১৭৯৬ - টমাস রিড, তিনি ছিলেন স্কটিশ গণিতবিদ ও দার্শনিক।
১৮৪৯ - এডগার অ্যালান পো, তিনি ছিলেন মার্কিন সাহিত্যিক।
১৯০৩ - রুডলফ লিপ্পসচিটয, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও অধ্যাপক।
১৯১৯ - আলফ্রেড ডেকিন, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।
১৯২১ - গ্যাঞ্জো, তিনি ছিলেন পর্তুগালের প্রধানমন্ত্রী।
১৯৫৯ - মারিও লানজা, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
১৯৬৭ - লর্ড এন্টর্নি, তিনি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
১৯৬৭ - নরম্যান এঞ্জেল, তিনি ছিলেন নোবেল পুরুস্কার বিজয়ী ইংলিশ সাহিত্যিক ও সাংবাদিক।
১৯৯২ - উইলি ব্রান্ট, তিনি ছিলেন জার্মান রাস্ট্রনায়ক।
১৯৯৪ - নিল্স কাজ জেরনে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ বংশোদ্ভূত ইংরেজ চিকিৎসক ও ইম্মুনলোগিস্ট।
২০০৬ - আন্না পলিটকোভস্কায়া, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত রাশিয়ান সাংবাদিক ও একটিভিস্ট।
২০১১ - রমিজ আলীয়া, তিনি ছিলেন আলবেনীয় রাজনীতিবিদ ও আলবেনিয়ার রাষ্ট্রপতি।
২০১৩ - প্যাট্রিস চেরেয়াউ, তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
২০১৪ - সিগফ্রায়েড লেনজ, তিনি ছিলেন পোলিশ বংশোদ্ভূত জার্মান লেখক ও নাট্যকার।


আজ বিশ্ব শিশু দিবস


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ০৭ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel