আজ ২১ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
Comment
আজ ২১ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে |
২১ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৩তম (অধিবর্ষে ২৩৪তম) দিন। বছর শেষ হতে আরো ১৩২ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
১৮৭৮ - প্রথম আমেরিকান বার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা।
১৯১১ - লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরি হয়ে যায়।
১৯১৫ – ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৫৯ - হাওয়াই আমেরিকার ৫০তম রাজ্যে পরিণত হয়।
১৯৯১ - লাটিভা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।
২০০৪-ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন।
জন্ম
১৭৮৯ - অগুস্তাঁ লুই কোশি, ফরাসি গণিতবিদ।
১৯৮৬ - বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।
মৃত্যু
১৬১৩ - বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁ।
১৬১৩ - বাংলায় শাসনকর্তা ইসলাম খাঁ।
১৯৪০ - রুশ বিপ্লবী নেতা লিও ট্রটস্কি।
১৯৪৩ - সাহিত্যে নোবেলজয়ী [১৯১৭] ডেনিশ লেখক হেইনরিক পন্টোপপিডান।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২১ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে"
একটি মন্তব্য পোস্ট করুন