আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ২২ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে

আজ ২২ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে

আজ ২২ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে
আজ ২২ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে  
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

২২ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৪তম (অধিবর্ষে ২৩৫তম) দিন। বছর শেষ হতে আরো ১৩১ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি
১৬৪২ - ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু।
১৬৯৮ - সুইডেনের বিরুদ্ধে রাশিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯১০ - জাপান কোরিয়াকে চুক্তির মাধ্যমে অন্তর্ভুক্ত করে নেয় ও এভাবে চলতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত।
১৯৩২ - বিবিসি প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু করে।
১৯৪২ - ব্রাজিল জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪২ - জার্মান নাজি বাহিনী স্তালিনগ্রাদে অবরোধ করে।
১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রোমানিয়া দখল করে।
১৯৮৯ - নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায়।

জন্ম
১৮৬২ - ক্লাউড ডেবুসয়,ফরাসি সুরকার।
১৮৭৪ - মাক্স সচেলের,জার্মান দার্শনিক ও লেখক।
১৮৭৭ - এ কে কুমারস্বামীর,সিংহলি শিল্পী।
১৯০২ - লিনি রিয়েফেন্সটাহল, জার্মান অভিনেত্রী ও পরিচালক।
১৯০৯ - জুলিয়াস জে. এপস্টাইন,আমেরিকান চিত্রনাট্যকার ও প্রযোজক।
১৯১৫ - নাট্যকার ও পরিচালক শম্ভু মিত্র।
১৯৩৯ - ভালেরি হারপার, আমেরিকান অভিনেত্রী ও গায়ক।
১৯৫৫ - চিরঞ্জীবি, ভারতীয় অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ।
১৯৬৩ - টোরি আমস, আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক ও প্রযোজক।
১৯৭১ - রিচার্ড আরমিটাগে, ইংরেজ অভিনেতা।
১৯৯১ - ফেদেরিকো মাচেডা, তিনি ইতালিয়ান ফুটবলার।

মৃত্যু
১৮১৮ - ওয়ারেন হেস্টিংস, তিনি ছিলেন ভারতের ব্রিটিশ গভর্নর জেনেরেল।
১৮৫০ - নিকোলাস লেনাউ, তিনি ছিলেন রোমানিয়ান বংশোদ্ভূত অস্ট্রিয়ান কবি।
১৯০৪ - কেট ছপিন, তিনি ছিলেন আমেরিকান লেখক।
১৯২২ - মাইকেল কলিন্স, তিনি ছিলেন আইরিশ রাজনীতিবিদ ও ২য় মন্ত্রী।
১৯৫৮ - রজার মারটিন ডু গার্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক।
১৯৭৭ - সেবাস্টিয়ান কাবট, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেতা ও গায়ক।
১৯৭৮ - কেনিয়ার নেতা জোমো কেনিয়াত্তা।
২০১৩ - আন্ড্রেয়া শেরভি, তিনি ছিলেন ইতালীয় ফুটবল খেলোয়াড়।
২০১৫ - আর্থার মরিস, অস্ট্রেলীয় ক্রিকেটার।



বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২২ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel