আজ ২৩ জুলাই: ইতিহাসের আজকের এই দিনে
সোমবার, ২৯ জুলাই, ২০১৯
Comment
আজ ২৩ জুলাই: ইতিহাসের আজকের এই দিনে |
২৩ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০৪তম (অধিবর্ষে ২০৫তম) দিন। বছর শেষ হতে আরো ১৬১ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
১৭৯৩ - ফ্রান্স-এর হাত থেকে মেইনজ পুনরুদ্ধার করে প্রুশিয়া।
১৮২৯ - আমেরিকাতে উইলিয়াম অস্টিন বার্ড টাইপরাইটারের পূর্বসুরী টাইপোগ্রাফার পেটেন্ট করেন।
১৮৮১ - আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা সমূহের মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।
১৯২৩ - মিত্র ও সহযোগী শক্তির সাথে তুরস্কের নতুন লোজান চুক্তি (Traité de Lausanne) স্বাক্ষরিত।
১৯৯৫ - হেল-বপ ধূমকেতু আবিস্কার হয়। পরের বছরের শুরুতে সেটি খালি চোখে দৃশ্যমান হয়।
জন্ম
৬৪৫ - প্রথম ইয়েজিদ উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা। (মৃ ৬৮৩)
১৮০৮ - হরচন্দ্র ঘোষ, উনিশ শতকের বাঙালি জজ।
১৯২৫ - তাজউদ্দীন আহমদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা।
১৯৭৬ - ইয়েহুডিট পোল্গার, হাঙ্গেরীয় দাবাড়ু।
মৃত্যু
১৮৮৫ - ইউলিসিস এস. গ্রান্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশ রাষ্ট্রপতি।
১৯১৬ - স্যার উইলিয়াম রামসে, স্কটিশ রসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী। (জ. ১৮৫২)
১৯৯৯ - এস এম আহমেদ হুমায়ুন, বাঙালি লেখক ও সাংবাদিক। (জ. ১৯৩৬)
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২৩ জুলাই: ইতিহাসের আজকের এই দিনে"
একটি মন্তব্য পোস্ট করুন