আজ ২৪ জুলাই: ইতিহাসের আজকের এই দিনে
সোমবার, ২৯ জুলাই, ২০১৯
Comment
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
২৪ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০৫তম (অধিবর্ষে ২০৬তম) দিন। বছর শেষ হতে আরো ১৬০ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
১৮২৩ - চিলিতে দাসত্ব প্রথা বিলোপ।
জন্ম
১৮০২ - আলেক্সাঁদ্র্ দ্যুমা, বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক।
১৮৯৮ - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, একজন ভারতীয় বাঙালী কথাসাহিত্যিক।
মৃত্যু
১৮৭০ - কালীপ্রসন্ন সিংহ, ঊনবিংশ শতকের একজন সাহিত্যকার, মহাভারতের বাংলায় অনুবাদ, এবং তার বই হুতোম প্যাঁচার নক্শা - এর জন্য চিরস্মরনীয় হয়ে আছেন।
১৯৩৯ - স্যার আবদুল করিম গজনভি, বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী।
১৯৭৫ - অরুণাচল বসু একজন বাঙালি কবি এবং অনুবাদক
১৯৮০ - উত্তম কুমার, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তম নায়কদের মধ্যে অন্যতম।
২৪ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০৫তম (অধিবর্ষে ২০৬তম) দিন। বছর শেষ হতে আরো ১৬০ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
১৮২৩ - চিলিতে দাসত্ব প্রথা বিলোপ।
জন্ম
১৮০২ - আলেক্সাঁদ্র্ দ্যুমা, বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক।
১৮৯৮ - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, একজন ভারতীয় বাঙালী কথাসাহিত্যিক।
মৃত্যু
১৮৭০ - কালীপ্রসন্ন সিংহ, ঊনবিংশ শতকের একজন সাহিত্যকার, মহাভারতের বাংলায় অনুবাদ, এবং তার বই হুতোম প্যাঁচার নক্শা - এর জন্য চিরস্মরনীয় হয়ে আছেন।
১৯৩৯ - স্যার আবদুল করিম গজনভি, বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী।
১৯৭৫ - অরুণাচল বসু একজন বাঙালি কবি এবং অনুবাদক
১৯৮০ - উত্তম কুমার, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তম নায়কদের মধ্যে অন্যতম।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ " আজ ২৪ জুলাই: ইতিহাসের আজকের এই দিনে"
একটি মন্তব্য পোস্ট করুন