আজ ২৪ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
Comment
আজ ২৪ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে |
২৪ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৬তম (অধিবর্ষে ২৩৭তম) দিন। বছর শেষ হতে আরো ১২৯ দিন বাকি রয়েছে।
- ১৬০৮ সালের এই দিনে এই দিনে প্রথম সরকারিভাবে ইংলিশ প্রতিনিধি ভারতের সুরাতে আসেন।
- ১৬৯০ সালের এই দিনে ইংরেজ ব্যবসায়ী জব চার্নক সদলে সুতানুটিতে ইংল্যান্ডের জাতীয় পতাকা ওড়ান। দিনটিকে কলকাতা নগরীর পত্তন দিবস হিসেবে ধরা হয়।
- ১৮১৪ সালের এই দিনে ব্রিটিশ সেনাদল ওয়াশিংটন ডিসি অধিকার করে এবং হোয়াইট হাউস জ্বালিয়ে দেয়।
- ১৮১৫ সালের এই দিনে নেদারল্যান্ডসের আধুনিক সংবিধান এই দিনে গৃহীত হয়।
- ১৮২১ সালের এই দিনে মেক্সিকো স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে ।
- ১৮৭৫ সালের এই দিনে ক্যাপ্টেন ম্যাথুওয়েব প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন সাঁতার কেটে।
- ১৮৯০ সালের এই দিনে আর্জেন্টিনীয় সাহিত্যিক হোর্হে লুই বোর্হেসের জন্ম।
- ১৮৯৩ সালের এই দিনে সঙ্গীতশিল্পী ও সুরকার কৃষ্ণচন্দ্র দে’র জন্ম।
- ১৯০২ সালের এই দিনে জোয়ান অব আর্কের মূর্তি উন্মোচন করা হয় সেইন্ট পিয়েরে-লে-তে।
- ১৯১৩ সালের এই দিনে ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই দিনে চুক্তি স্বাক্ষরিত হয় পরস্পরকে আক্রমণ না করার।
- ১৯১৪ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী নামুর দখল করে।
- ১৯২৭ সালের এই দিনে মিশরের জাতীয় নেতা সাদ জগলুল পাশার মৃত্যু।
- ১৯২৯ সালের এই দিনে ফিলিস্তিনী নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইয়াসির আরাফাত জন্মগ্রহন করেন।
- ১৯২৯ সালের এই দিনে বায়তুল মোকাদ্দাসে নুদবা প্রাচীর আন্দোলন শুরু হয় ।
- ১৯৪৪ সালের এই দিনে জার্মান থেকে প্যারিস মুক্ত।
- ১৯৪৯ সালের এই দিনে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) গঠিত হয়।
- ১৯৬৬ সালের এই দিনে ভারতীয় সাঁতারু মিহির সেন জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন।
- ১৯৭৪ সালের এই দিনে ফখরুদ্দিন আলী আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হন।
- ১৯৮৮ সালের এই দিনে সাংবাদিক, সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীনের ইন্তেকাল।
- ১৯৮৯ সালের এই দিনে ৪৫ বছরের কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন তাদেউজ মাজোউইকি।
- ১৯৮৯ সালের এই দিনে আবু জাফর শামসুদ্দীনের মৃত্যু।
- ১৯৯১ সালের এই দিনে তুর্ক মেনিয়ার সার্বভৌমত্ব ঘোষণা।
- ১৯৯১ সালের এই দিনে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে ।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২৪ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে"
একটি মন্তব্য পোস্ট করুন