আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ২৫ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে

আজ ২৫ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে

আজ ২৫ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে
আজ ২৫ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে  
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

২৫ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৭তম (অধিবর্ষে ২৩৮তম) দিন। বছর শেষ হতে আরো ১২৮ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি
১০৯৫ - মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের ক্রুসেডের যুদ্ধ শুরু হয়।
১৬০৯- ইতালিয়ান পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলেই আইনপ্রণেতাদের সামনে তার আবিষ্কৃত দূরবীক্ষণ যন্ত্র (টেলিস্কোপ) জ্যোতির্বিদ্যায় সার্থকভাবে প্রয়োগ করেন।
১৮২৫ - উরুগুয়ে স্বাধীনতা ঘোষণা করে।
১৮৩০ - বেলজিয়াম নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
১৮৯৬ - উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘বসুমতি’ প্রথম প্রকাশিত হয়।
১৯১৯ - লন্ডন ও প্যারিসের মধ্যে নিয়মিত বিমান চলাচল শুরু হয়।
১৯২০ - এথেলডা ব্লেবট্রেই প্রথম মার্কিন নারী হিসেবে অলিম্পিক স্বর্ণপদক জয় করেন।
১৯২১ - মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির সঙ্গে শান্তিচুক্তি করে।
১৯৪৪ - জার্মান অধিকার থেকে প্যারিস মুক্ত হয়।
১৯৬০ - রোমে অলিম্পিক ক্রীড়া শুরু হয়।
১৯৭৫ - জিয়াউর রহমান বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।
১৯৮৯ - একটানা ৪৫ বছর কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডে প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রর্বতন।
১৯৯১ - সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্র বাইলোরাশিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৯২ - চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

জন্ম
১৫৩০ - প্রথম রাশিয়ান জার চতুর্থ আইভান।
১৯০০ - সাহিত্যিক-সম্পাদক সজনীকান্ত দাস।
১৯০৬ - ইংল্যান্ডের ক্রিকেটার জিম স্মিথ।
১৯১১ - ভো নগুয়েন গিয়াপ ভিয়েতনামের যুদ্ধজয়ী বীর।
১৯১৬ - নোবেলজয়ী [১৯৫৪] মার্কিন অণুজীব বিজ্ঞানী ফ্রেডেরিক রবিনস।
১৯৩০ - স্যার থমাস শন কনারি, একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা পুরস্কার বিজয়ী স্কটল্যান্ডীয় অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।
১৯৬২ - তসলিমা নাসরিন, বাংলাদেশের বহুল আলোচিত ও বিতর্কিত নারীবাদী সাহিত্যিক।

মৃত্যু
১৭৭৬ - খ্যাতনামা স্কটিশ দার্শনিক ডেভিড হিউম।
১৮১৯ - বাষ্পীয় ইঞ্জিনের উদ্ভাবক স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াট।
১৮২২ - উইলিয়াম হার্শেল, জার্মান বংশোদ্ভুত ইংরেজ জ্যোতির্বিদ এবং সুরকার।
১৮৬৭ - মাইকেল ফ্যারাডে, ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী।
১৯০০ - জার্মান দার্শনিক ফ্রেডরিখ ভিলহেলম নিটশ।
১৯০৮ - অঁরি বেকেরেল, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী একজন ফরাসি পদার্থবিজ্ঞানী।
১৯৬৬ - সাইয়েদ কুতুব শহীদ, একজন মিশরীয় ইসলামী চিন্তাবিদ এবং বিপ্লবী রাজনৈতিক সংগঠক।
১৯৭৬ - সাহিত্যে যুগ্মভাবে নোবেলজয়ী [১৯৭৪] সুইডিশ কথাশিল্পী আইভিন্ড জনসন।
২০১২ - নিল আর্মস্ট্রং, মার্কিন নভোচারী,চাঁদে অবতরণকারী প্রথম মানুষ।


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২৫ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel