আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ২৫ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে

আজ ২৫ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে

আজ ২৫ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে
আজ ২৫ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে 
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

২৫ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৮তম (অধিবর্ষে ২৬৯তম) দিন। বছর শেষ হতে আরো ৯৭ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি:
১৩৪০ - ইংল্যান্ড ও ফ্রান্স নিরস্ত্রীকরণ চুক্তি করে।
১৩৯৬ - দানিউব নদীর তীরে নিকোপোলিস-এর যুদ্ধ সংঘটিত হয়।
১৪৯৩ - কলম্বাস ১৭টি জাহাজ নিয়ে দ্বিতীয়বারের মতো সমুদ্রযাত্রা করেন।
১৫২৪ - বিশিষ্ট নৌ-অভিযাত্রী ভাস্কো-দা-গামা পর্তুগালের ভাইসরয় হিসেবে তৃতীয় ও শেষবারের মতো ভারতে আসেন।
১৬৩৯ - আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়।
১৬৫৪ - ইংল্যান্ড ও ডেনমার্ক বাণিজ্যচুক্তি করে।
১৮০৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত হয়।
১৮৯৭ - প্রথম ব্রিটিশ বাস সার্ভিস চালু হয়।
১৯১২ - কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতক পর্যন্ত প্রতিষ্ঠিত হয়।
১৯১৭ - কেরেনেস্কির নেতৃত্বে রাশিয়ায় তৃতীয় কোয়ালিশন সরকার দায়িত্ব নেয়।
১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সুইজারল্যান্ড পুলিশ আদেশ জারি করেছিল, ইহুদি শরণার্থী সে দেশে ঢুকতে পারবে না।
১৯৬৯ - ওআইসি-এর চার্টার স্বাক্ষরিত হয়।
১৯৭২ - নরওয়তে গণভোটে কমন মার্কেটে যোগদানের বিপক্ষে ভোট পড়ে।
১৯৭৪ - জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন।
১৯৭৭ - শিকাগো মেরাথন দৌড়ে প্রায় চার হাজার ২০০ লোক অংশ নিয়েছিল।
১৯৯৭ - ইহুদীবাদী ইসরাইলী গুপ্তচর সংস্থা মোসাদ ফিলিস্তিনের সংগ্রামী নেতা খালেদ মাশালকে হত্যার ব্যর্থ চেষ্টা চালায় ।
২০০৩ - জাপানের হোক্কাইদো শহরে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত করেছিল।

জন্ম
১৬৪৪ - ওলে রয়মা, ডেনীয় জ্যোতির্বিজ্ঞানী। (মৃ. ১৭১০)
১৮৬৬ - টমাস হান্ট মর্গান, মার্কিন বংশগতিবিদ ও ভ্রূনতত্ত্ববিদ। (মৃ. ১৯৪৫)
১৯২৫ - স্যামসন এইচ চৌধুরী, বাংলাদেশী ব্যবসায়ী ও শিল্পপতি। (মৃ. ২০১২)
১৯৪২ - পিটার পেথেরিক, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার। (মৃ. ২০১৫)
১৯৫০ - জাফর ইকবাল, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও গায়ক। (মৃ. ১৯৯২)
১৯৫২ - ক্রিস্টোফার রিভ, মার্কিন চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ২০০৪)
১৯৬৫ - মিনহাজুল আবেদীন নান্নু, বাংলাদেশী ক্রিকেটার।
১৯৬৬ - দোয়েল, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। (মৃ. ২০১১)
১৯৬৮ - উইল স্মিথ, মার্কিন অভিনেতা ও গায়ক।
১৯৬৯ক্যাথরিন জিটা-জোন্স, ওয়েলসীয় চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেত্রী।
১৯৬৯হানসি ক্রনিয়ে, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (মৃ. ২০০২)
১৯৮৭ - অ্যাডাম লিথ, ইংরেজ ক্রিকেটার।

মৃত্যু
১৯৭০ - এরিখ মারিয়া রেমার্ক, জার্মান লেখক। (জ. ১৮৯৮)
১৯৭২ - আলেহানদ্রা পিসারনিক, আর্জেন্টিনীয় কবি। (জ. ১৯৩৬)
১৯৮০ - লুইস মাইলস্টোন, মার্কিন চলচ্চিত্র পরিচালক। (জ. ১৮৯৫)
১৯৮৪ - ওয়াল্টার পিজেয়ন, কানাডীয়-মার্কিন চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা। (জ. ১৯৯৭)
২০০১ - সমর দাস, বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক। (জ. ১৯২৯)

ওআইসি প্রতিষ্ঠা দিবস ৷


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২৫ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel