আজ ২৬ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
Comment
আজ ২৬ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে |
২৬ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৯তম (অধিবর্ষে ২৭০তম) দিন। বছর শেষ হতে আরো ৯৬ দিন বাকি রয়েছে।
ঘটনা
১৭৭৭ - ব্রিটিশবাহিনী ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া দখল করে।
১৯০৭ - নিউজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৫০ - ইন্দোনেশিয়া জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়।
১৯৫৯ - জাপানের হনসুতে দু’দিনব্যাপী টাইফুনে সাড়ে চার হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৬০ - ফিদেল কাস্ত্রো ইউএসআর-এর প্রতি কিউবার সমর্থন জানান।
১৯৭৩ - কনকর্ড প্লেন রেকর্ড সময়ে কোথাও না থেমে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়।
জন্ম
১৭৭৪ - জনি আপেলসীড, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রোল মডেল পরিবেশবিদ।
১৮২০ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার।
১৮৭৬ - গোলাম ভিক নৈরাগ, ভারতীয় মুসলিম রাজনীতিবিদ ও কবি।
১৮৭৭ - এডমুন্ড গোয়েন, ইংরেজ অভিনেতা। (মৃ. ১৯৫৯)
১৮৮৮ - টি এস এলিয়ট, ইংরেজ কবি ও সাহিত্যিক।
১৯২৩ - দেব আনন্দ, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।
১৯৩২ - মনমোহন সিং, ভারতীয় রাজনীতিবিদ ও ১৪শ প্রধানমন্ত্রী।
১৯৩৬ - উইনি ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেত্রী ও জাতীয় কংগ্রেসের মহিলা শাখার প্রধান।
১৯৪৩ - ইয়ান চ্যাপেল, অস্ট্রেলিয় ক্রিকেটার ও সাবেক অধিনায়ক।
১৯৮১ - সেরিনা উইলিয়ামস, মার্কিন টেনিস খেলোয়াড়।
মৃত্যু
১৯৮৯ - হেমন্ত মুখোপাধ্যায়, খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক ও প্রযোজক।
১৯৯০ - আলবার্টো মোরাভিয়া, ইতালির খ্যাতনামা উপন্যাসিক।
ইউরোপীয় ইউনিয়ন ভূক্ত দেশগুলো ইউরোপীয়ান ভাষা দিবস পালন করে।
Today-26-September
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২৬ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে"
একটি মন্তব্য পোস্ট করুন