আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

HTML Color/রং code এর ব্যবহার

HTML Color/রং code এর ব্যবহার


ইচটিএমএল এ যেকোন এলিমেন্ট এর রং সেট করার তিনটি পদ্ধতি আছে। ১. রংয়ের নাম দিয়ে, ২. রংয়ের RGB মান দিয়ে এবং ৩. রংয়ের হেক্সাডেসিমাল মান দিয়ে



১।কালার এর নাম ব্যবহার করে কালার সেট:

এইচটিএমএল style এট্রিবিউটের মাধ্যমে color এবং background-color প্রোপার্টিতে কালার এর নাম ব্যবহার করে কালার নির্ধারণ করা যায়।


উদাহরণ প্রোগ্রাম:

 <!DOCTYPE html>

<html>

<head>

<title>এইচটিএমএল কালার নাম</title>

</head>

<body>

<h3 style="background-color:red; color:white;">

ব্যাকগ্রাউন্ডের জন্য লাল কালার  এবং টেক্সটের জন্য সাদা কালার সেট করা হয়েছে।

</h3>


<h3 style="background-color:yellow; color:green;">

ব্যাকগ্রাউন্ডের জন্য হলুদ কালার এবং টেক্সটের জন্য সবুজ কালার সেট করা হয়েছে।

</h3>


<h3 style="background-color:cyan; color:red">

ব্যাকগ্রাউন্ডের জন্য সায়ান কালার এবং টেক্সটের জন্য লাল কালার সেট করা হয়েছে।

</h3>

</body>

</html>


২. RGB মান মান দিয়ে

আমি আপনাদেরকে নিরাপদ web design এর জন্য HTML rgb ব্যবহারের পরামর্শ দেব না কারন Non-IE browser,  HTML rgb সাপোর্ট করে না। আপনারা যদি CSS শিখতে চান তাহলে আপনাদের উচিত এই বিষয় সম্বন্ধে জানা।

Red, Green এবং Blue এই তিনটি কালারের সমষ্টি হচ্ছে  rgb । প্রত্যেকের মান ০(যখন কোন কালার থাকে না) হতে ২৫৫(যখন ঐ কালারটি সম্পুর্ন থাকে)। rgb ফরমেটটি হল rgb(RED,GREEN,BLUE)।


উদাহরণ প্রোগ্রাম:

<!DOCTYPE html>

<html>

<head>

<title>এইচটিএমএল কালার</title>

</head>

<body>

<h3 style="background-color:rgb(255,0,0)">

rgb(255,0,0) ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড-কালার করা হয়েছে।

</h3>


<h3 style="background-color:rgb(0,255,0)">

rgb(0,255,0) ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড-কালার করা হয়েছে।

</h3>


<h3 style="background-color:rgb(0,255,255)">

rgb(0,255,255) ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড-কালার করা হয়েছে।

</h3>

</body>

</html>


৩।হেক্স ভ্যালু ব্যবহার করে কালার সেট:

হেক্সাডেসিমেল ভ্যালুর মাধ্যমেও এইচটিএমএলের কালার নির্ধারণ করা যায়। যেমন- #RRGGBB, এখানে RR লাল(red), GG সবুজ(green) এবং BB নীল(blue)। হেক্সাডেসিমেল ভ্যালুর সর্বনিম্ন মান হলো 00 এবং সর্বোচ্চ মান হলো FF ।

উদাহরণস্বরূপঃ #FF0000 এর মাধ্যমে লাল কালার প্রদর্শিত হবে, কারণ এখানে লালের ভ্যালুটি সর্বোচ্চ FF দেওয়া হয়েছে এবং অন্যান্য কালার এর জন্য সর্বনিম্ন ভ্যালু 00 ব্যবহার করা হয়েছে।


উদাহরণ প্রোগ্রাম:

<!DOCTYPE html>

<html>

<head>

<title>এইচটিএমএল কালার</title>

</head>

<body>


<h3 style="background-color:#FF0000">

#FF0000 ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড-কালার করা হয়েছে।

</h3>


<h3 style="background-color:#00FF00">

#00FF00 ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড-কালার করা হয়েছে।

</h3>


<h3 style="background-color:#00FFFF">

#00FFFF ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড-কালার করা হয়েছে।

</h3>


</body>

</html>


       বি:দ্র:  Output  দেখার জন্যে একটা  নোটপ্যাড  open  করে  উপরের উদাহরনের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি যে কোন Browser  দিয়ে open করুন।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "HTML Color/রং code এর ব্যবহার"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel