আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

HTML List/লিস্ট ট্যাগের ব্যবহার

HTML List/লিস্ট ট্যাগের ব্যবহার


এইচটিএমএল লিষ্ট:



একটা ওয়েব পেজকে সুন্দর করে সাজানো এবং তথ্য উপস্থাপনার অন্যতম পদ্ধতি লিষ্ট । 


এক নজরে এইচটিএমএল লিস্ট সংক্রান্ত ট্যাগসমূহ

ট্যাগবর্ণনা
<ul>আন-অর্ডার লিস্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়।
<ol>অর্ডার লিস্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়।
<li>আন-অর্ডার এবং অর্ডার লিস্টের লিস্ট আইটেম তৈরি করার জন্য ব্যবহার করা হয়।
<dl>ডেস্ক্রিপশন লিস্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়।
<dt>ডেস্ক্রিপশন লিস্টের মধ্যে যেই আইটেমটি বর্ণনা করা হবে সেটিকে নির্দেশ করে।
<dd>ডেস্ক্রিপশন লিস্টের কোন একটি আইটেম বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়।


এইচটিএমএল আন-অর্ডার লিস্ট

আন-অর্ডার লিস্ট তৈরি করার জন্য <ul> ট্যাগ এবং আনঅর্ডার লিস্টের লিস্ট আইটেম তৈরি করার জন্য <li> ট্যাগ ব্যবহার করা হয়।

আন-অর্ডার লিস্টের লিস্ট আইটেমগুলো ডিফল্টভাবে বুলেট চিহ্ন(ছোট কালো বৃত্ত) দ্বারা চিহ্নিত হয়।


উদাহরণ প্রোগ্রাম:

<!DOCTYPE html>

<html>

<head>

<title>এইচটিএমএল আন-অর্ডার লিস্ট</title>

</head>

<body>

<h4>একটি আনঅর্ডার লিস্ট</h4>

<ul>

<li>Coffee</li>

<li>Tea</li>

<li>Cold-Drinks</li>

</ul>

</body>

</html>


এইচটিএমএল অর্ডার লিস্ট

অর্ডার লিস্ট তৈরি করার জন্য <ol> ট্যাগ এবং অর্ডার লিস্টের লিস্ট আইটেমগুলো তৈরি করার জন্য <li> ট্যাগ ব্যবহার করা হয়।

লিস্ট আইটেমগুলো ডিফল্টভাবে সংখ্যা দ্বারা চিহ্নিত হবে।


উদাহরণ প্রোগ্রাম:

<!DOCTYPE html>

<html>

<head>

<title>এইচটিএমএল উদাহরণ</title>

</head>

<body>

<h4>এইচটিএমএল অর্ডার লিস্ট</h4>

<ol>

<li>Coffee</li>

<li>Tea</li>

<li>Cold-Drinks</li>

</ol>

</body>

</html>


এইচটিএমএল ডেস্ক্রিপশন লিস্ট

ডেস্ক্রিপশন লিস্ট(Description Lists) হলো এমন লিস্ট যার প্রতিটি আইটেমের বর্ণনা দেয়া থাকে।

<dl> ট্যাগের মাধ্যমে ডেস্ক্রিপশন লিস্ট তৈরি করা হয়। <dt> ট্যাগের মাধ্যমে লিস্ট আইটেমকে নির্দিষ্ট করা হয় এবং <dd> ট্যাগের মাধ্যমে ডেস্ক্রিপশন লিস্টের প্রতিটি আইটেমের বর্ণনা দেয়া হয়।


উদাহরণ প্রোগ্রাম:

<!DOCTYPE html>

<html>

<head>

<title>এইচটিএমএল উদাহরণ</title>

</head>

<body>

<h4>একটি লিস্টের বর্ণনা</h4>

<dl>

<dt>Coffe</dt>

<dd> - black hot drink</dd>

<dt>Milk</dt>

<dd> - white cold drink</dd>

</dl>

</body>

</html>


    বি:দ্র:  Output  দেখার জন্যে একটা  নোটপ্যাড  open  করে  উপরের উদাহরনের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি যে কোন Browser  দিয়ে open করুন।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "HTML List/লিস্ট ট্যাগের ব্যবহার "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel