আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

 HTML Heading/হেডিং ট্যাগ এর ব্যবহার

HTML Heading/হেডিং ট্যাগ এর ব্যবহার


 HTML এর মাধ্যমে কোন ডকুমেন্ট বা প্যারাগ্রাফের শিরোনাম লেখার জন্য যে  ট্যাগ ব্যবহার করা হয় তাকে Heading  ট্যাগ বলে।HTML এ মোট ছয় ধরণের হেডিং ট্যাগ রয়েছে এগুলো হল <h1> </h1> , <h2> </h2> , <h3> </h3> , <h4> </h4> , <h5> </h5> এবং <h6> </h6>  ।

এক নজরে এইচটিএমএল হেড ও হেডিং এলিমেন্ট

ট্যাগবিবরণ
<head>সকল হেড এলিমেন্টের একটি ধারক। যেমন- title, script, style, meta, link ইত্যাদি এলিমেন্টের ধারক এলিমেন্ট।
<h1> - <h6>এইচটিএমএল হেডিং লেখার জন্য ব্যবহার করা হয়।

<head> এলিমেন্ট

এইচটিএমএল <head> এলিমেন্টের সাথে হেডিং বা শিরোনামের কোন সম্পর্ক নেই।

<head> এলিমেন্ট মেটাডেটা রাখার জন্য একটি কন্টেইনার। এইচটিএমএল মেটাডেটা হচ্ছে এইচটিএমএল ডকুমেন্ট সম্পর্কে তথ্য। মেটাডেটা ব্রাউজারে প্রদর্শিত হয় না।

<head> এলিমেন্টটি <html> ট্যাগের পরে এবং <body> ট্যাগের পূর্বে লেখা হয়ঃ


উদাহরণ-



<!DOCTYPE html>

<html>

<head>

  <meta charset="UTF-8">

  <title>এইচটিএমএল head এলিমেন্ট</title>

</head>

<body>

  <p>এইচটিএমএল head এলিমেন্টে মেটা ডেটা লেখা হয়।</p>

  <p>মেটা ডেটা এইচটিএমএল ডকুমেন্ট সম্পর্কিত ডেটা।</p>

</body>

</html>


এইচটিএমএল হেডিং

<h1> থেকে <h6> ট্যাগ দ্বারা এইচটিএমএলে হেডিং বা শিরোনাম তৈরি করা হয়।

<h1> দ্বারা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হেডিং এবং <h6> দ্বারা সর্বনিম্ন গুরুত্বপূর্ণ হেডিং বুঝায়।

সিএসএস ব্যবহার করে আপনি অন্যান্য এলিমেন্ট এর ন্যায় হেডিংয়েরও ফন্ট সাইজ পরিবর্তন করতে পারেন।


উদাহরণ-


<!DOCTYPE html>

<html>

<head>

  <title>এইচটিএমএল হেডিং</title>

</head>

<body>

  <h1>h1 সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডিং</h1>

  <h2>h2, h1 এর চেয়ে কম গুরুত্বপূর্ণ হেডিং</h2>

  <h3>h3, h2 এর চেয়ে কম গুরুত্বপূর্ণ হেডিং</h3>

  <h4>h4, h3 এর চেয়ে কম গুরুত্বপূর্ণ হেডিং</h4>

  <h5>h5, h4 এর চেয়ে কম গুরুত্বপূর্ণ হেডিং</h5>

  <h6>h6 সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হেডিং</h6>

</body>

</html>


 বি:দ্র:  Output  দেখার জন্যে একটা  নোটপ্যাড  open  করে  উপরের উদাহরনের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি যে কোন Browser  দিয়ে open করুন.





☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ " HTML Heading/হেডিং ট্যাগ এর ব্যবহার"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel