HTML Text/টেক্সট ফরমেটিং এর ব্যবহার
শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
Comment
একনজরে এইচটিএমএল টেক্সট ফর্ম্যাটিং এলিমেন্টসমূহ:
ট্যাগবিবরণ
<b>বোল্ড/গাঢ় টেক্সট বুঝায়।
<del>ডিলেটকৃত টেক্সট বুঝায়।
<em>এম্ফেসাইজ/গুরুত্বপূর্ণ টেক্সট বুঝায়।
<i>ইটালিক টেক্সট বুঝায়।
<ins>ইনসারটেড টেক্সট বুঝায়।
<mark>মার্ক/হাইলাইট টেক্সট বুঝায়।
<pre>স্পেস এবং ফাকা লাইন সংরক্ষন করে টেক্সটকে হুবুহু প্রদর্শনের জন্য এই ট্যাগ ব্যবহৃত হয়।
<small>অপেক্ষাকৃত ছোট টেক্সট বুঝায়।
<strong>গুরুত্বপূর্ণ টেক্সট বুঝায়।
<sub>সাবস্ক্রিপ্ট টেক্সট বুঝায়।
<sup>সুপারস্ক্রিপ্ট টেক্সট বুঝায়।
<b> এলিমেন্ট:
এইচটিএমএল <b> এলিমেন্ট দ্বারা টেক্সটকে বোল্ড/গাঢ় করা হয়, কিন্তু এটার মাধ্যমে ঐ টেক্সটটি অতিরিক্ত কোন গুরুত্ব বহন করে না।
উদাহরণ প্রোগ্রাম:
<!DOCTYPE html>
<html>
<head>
<title>এইচটিএমএল b এলিমেন্ট</title>
</head>
<body>
<p>এই লেখাটি নরমাল।</p>
<p><b>এই লেখাটি বোল্ড।</b></p>
</body>
</html>
<del> এলিমেন্ট:
এইচটিএমএল <del> এলিমেন্ট
ডিলেট করা টেক্সটকে বুঝায়।
উদাহরণ প্রোগ্রাম:
<!DOCTYPE html>
<html>
<head>
<title>এইচটিএমএল del এলিমেন্ট</title>
</head>
<body>
<p> <del>সাদা</del> আমার প্রিয় রং।</p>
</body>
</html>
<mark> এলিমেন্ট:
এইচটিএমএল <mark> এলিমেন্টের মাধ্যমে টেক্সটকে হাইলাইট বা চিহ্নিত করা হয়।
উদাহরণ প্রোগ্রাম:
<!DOCTYPE html>
<html>
<head>
<title>এইচটিএমএল mark এলিমেন্ট</title>
</head>
<body>
<p>এইচটিএমএল <mark>টেক্সট</mark> ফর্ম্যটিং</p>
</body>
</html>
বি:দ্র: Output দেখার জন্যে একটা নোটপ্যাড open করে উপরের উদাহরনের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি যে কোন Browser দিয়ে open করুন.সুতারং বাকীগুলো উপরের নিয়মে চেস্টা করবেন।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "HTML Text/টেক্সট ফরমেটিং এর ব্যবহার"
একটি মন্তব্য পোস্ট করুন