আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

HTML Text/টেক্সট ফরমেটিং এর ব্যবহার

HTML Text/টেক্সট ফরমেটিং এর ব্যবহার


Microsoft Word এ Bold, Italic, Underline, strikethrough, Subscript, Superscript ইত্যাদি টেক্সট ফরমেটিং এর জন্য ব্যবহৃত হয়। HTML এর ক্ষেত্রেও Microsoft Word এর মত টেক্সট ফরমেটিং এর বিশেষ গুরুত্ব রয়েছে। একটি ডকুমেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করতে টেক্সট ফরমেটিং বিষয়ে উপযুক্ত জ্ঞান থাকা দরকার। 


    একনজরে এইচটিএমএল টেক্সট ফর্ম্যাটিং এলিমেন্টসমূহ:

ট্যাগবিবরণ
<b>বোল্ড/গাঢ় টেক্সট বুঝায়।
<del>ডিলেটকৃত টেক্সট বুঝায়।
<em>এম্ফেসাইজ/গুরুত্বপূর্ণ টেক্সট বুঝায়। 
<i>ইটালিক টেক্সট বুঝায়।
<ins>ইনসারটেড টেক্সট বুঝায়।
<mark>মার্ক/হাইলাইট টেক্সট বুঝায়।
<pre>স্পেস এবং ফাকা লাইন সংরক্ষন করে টেক্সটকে হুবুহু প্রদর্শনের জন্য এই ট্যাগ ব্যবহৃত হয়।
<small>অপেক্ষাকৃত ছোট টেক্সট বুঝায়।
<strong>গুরুত্বপূর্ণ টেক্সট বুঝায়।
<sub>সাবস্ক্রিপ্ট টেক্সট বুঝায়।
<sup>সুপারস্ক্রিপ্ট টেক্সট বুঝায়।


 <b> এলিমেন্ট:

এইচটিএমএল <b> এলিমেন্ট দ্বারা টেক্সটকে বোল্ড/গাঢ় করা হয়, কিন্তু এটার মাধ্যমে ঐ টেক্সটটি অতিরিক্ত কোন গুরুত্ব বহন করে না।


উদাহরণ প্রোগ্রাম:

<!DOCTYPE html>

<html>

<head>

  <title>এইচটিএমএল b এলিমেন্ট</title>

</head>

<body>

  <p>এই লেখাটি নরমাল।</p>

  <p><b>এই লেখাটি বোল্ড।</b></p>

</body>

</html>


 <del> এলিমেন্ট:

এইচটিএমএল <del> এলিমেন্ট
ডিলেট করা টেক্সটকে বুঝায়।


উদাহরণ প্রোগ্রাম:

<!DOCTYPE html>

<html>

<head>

  <title>এইচটিএমএল del এলিমেন্ট</title>

</head>

<body>

  <p> <del>সাদা</del> আমার প্রিয় রং।</p>

</body>

</html>


 <mark> এলিমেন্ট:

এইচটিএমএল <mark> এলিমেন্টের মাধ্যমে টেক্সটকে হাইলাইট বা চিহ্নিত করা হয়।


উদাহরণ প্রোগ্রাম:

<!DOCTYPE html>

<html>

<head>

  <title>এইচটিএমএল mark এলিমেন্ট</title>

</head>

<body>

  <p>এইচটিএমএল <mark>টেক্সট</mark> ফর্ম্যটিং</p>

</body>

</html>


   

      বি:দ্র:  Output  দেখার জন্যে একটা  নোটপ্যাড  open  করে  উপরের উদাহরনের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি যে কোন Browser  দিয়ে open করুন.সুতারং বাকীগুলো উপরের নিয়মে চেস্টা করবেন।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "HTML Text/টেক্সট ফরমেটিং এর ব্যবহার"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel