আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

HTML Paragraph ট্যাগ এর ব্যবহার

HTML Paragraph ট্যাগ এর ব্যবহার


যে কোন ডকুমেন্ট এক বা একাধিক প্যারাগ্রাফের মাধ্যমে লেখা হয়। HTML এ প্যারাগ্রাফ তৈরির   জন্য <p> বা প্যরাগ্রাফ ট্যাগ ব্যবহার করা হয়। যেমন <p>This is a paragraph.</p>। ব্রাউজারের মাধ্যমে প্রতিটা প্যারাগ্রাফ প্রদর্শন করা হলে প্রতিটা প্যারাগ্রাফের পর একটা করে লাইন ব্রেক তৈরি হয়। যদি কখনো প্যারাগ্রাফের মধ্যেই লাইন ব্রেকের প্রয়োজন হয় তাহলে লাইনের শেষে <br /> ট্যাগ ব্যবহার করা হয়।  

  উদাহরণ প্রোগ্রাম:


<!DOCTYPE html>

<html>

<head>

  <title>এইচটিএমএল প্রদর্শনী</title>

</head>

<body>

  <p>সোর্স কোডের মধ্যে এই

  প্যারাগ্রাফটির কয়েকটি লাইন ছিল

  কিন্তু ব্রাউজার এগুলো প্রদর্শন করেনি।</p>


  <p>সোর্স  কোডের মধ্যে এই প্যারাগ্রাফটির    অনেক স্পেস ছিল কিন্তু   ব্রাউজার     এগুলো    প্রদর্শন করেনি।</p>


  <p>একটি প্যারাগ্রাফের লাইনগুলো নির্ভর করে তার ব্রাউজারের উইন্ডোর উপর। আপনি যদি ব্রাউজারের উইন্ডোর সাইজ

  পরিবর্তন করেন তাহলে প্যারাগ্রাফের লাইন সংখ্যাও পরিবর্তন হবে।</p>

</body>


</html>


    বি:দ্র:  Output  দেখার জন্যে একটা  নোটপ্যাড  open  করে  উপরের উদাহরনের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি যে কোন Browser  দিয়ে open করুন.


  যা জানা দরকার:

      *এইচটিএমএল ডকুমেন্টের কোডের অতিরিক্ত স্পেস এবং লাইন ব্রেক ব্রাউজারে প্রদর্শিত হয় না।

*এইচটিএমএল <p> এলিমেন্টের মাধ্যমে প্যারাগ্রাফ তৈরি করা হয়।

*এইচটিএমএল এলিমেন্টে ক্লোজিং ট্যাগ ব্যবহার না করলেও আধুনিক সকল ব্রাউজার সঠিক ফলাফল দেখাবে।
কিন্তু আমরা আপনাকে সর্বদা ক্লোজিং ট্যাগ ব্যবহার করার পরামর্শ দিচ্ছি।


☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "HTML Paragraph ট্যাগ এর ব্যবহার"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel