আজ ১৩ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
Comment
আজ ১৩ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে |
১৩ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৪তম দিন। বছর শেষ হতে আরো ৩২১ (অধিবর্ষে ৩২২) দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
১৬৩৩ - ইনকুইজিশনের পূর্বে বিচারের জন্য গ্যালিলিও গ্যালিলি রোম ফিরে আসেন।
১৭৩৯ - কারনালের যুদ্ধ: ইরানি শাসক নাদির শাহর বাহিনী মুঘল সম্রাট মুহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে।
১৮৮০ - টমাস আলভা এডিসন এডিসন এফেক্ট পর্যবেক্ষণ করেন।
১৯৩১ - ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়া দিল্লিতে স্থানান্তর সম্পন্ন।
১৯৩৪ - সোভিয়েত বাষ্পীয় জাহাজ এসএস চেলয়ুসকিন আর্কটিক মহাসাগরে ডুবে যায়।
১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লাল ফৌজের কাছে নাৎসি জার্মানি ও হাঙ্গেরি বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে বুদাপেস্ট অবরোধের সমাপ্তি।
১৯৫৫ - ইসরায়েল সাতটি ডেড সী স্ক্রলের মধ্যে চারটি লাভ করে।
১৯৮২ - গুয়েতেমালায় রিও নিগ্রো গণহত্যা সংঘটিত।
১৯৯০ - জার্মান পুনঃএকত্রীকরণ: জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য দুইস্তর বিশিষ্ট পরিকল্পনার বিষয়ে সমঝোতা হয়।
১৯৯১ - উপসাগরীয় যুদ্ধ: দুইটি লেজার নিয়ন্ত্রিত বোমার আঘাতে বাগদাদের আমিরিয়া বাংকার ধ্বংস হয়। এতে ৪০০ জনেরও বেশি ইরাকি বেসামরিক লোক নিহত হলেও মিত্রবাহিনী দাবি করে যে বাংকারটি সামরিক যোগাযোগের জন্য ব্যবহৃত হচ্ছিল।
জন্ম
১৫৯৯ - পোপ সপ্তম আলেক্সান্ডার (মৃত্যু ১৬৬৭)।
১৮৭৯ - সরোজিনী নাইডু, ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী।
১৮৮৫ - বেস ট্রুমান, যুক্তরাষ্ট্রের ৩৫তম ফার্স্টলেডি (মৃত্যু ১৯৮২)।
১৮৯১ - গ্রান্ট উড, আমেরিকান চিত্রশিল্পী ও একাডেমিক (মৃত্যু ১৯৪২)।
১৮৯২ - রবার্ট এইচ. জ্যাকসন, আমেরিকান আইনজীবী, বিচারক ও রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্রের ৫৭তম এটর্নি জেনারেল (মৃত্যু ১৯৫৪)।
১৯১১ - ফয়েজ আহমেদ ফয়েজ, পাকিস্তানি কবি ও সাংবাদিক (মৃত্যু ১৯৮৪)।
১৯১৩ - খালিদ বিন আবদুল আজিজ, সৌদি আরবের বাদশাহ (মৃত্যু ১৯৮২)।
১৯১৫ - অং সান, মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক।
১৯২১ - আহমদ শরীফ
বাংলাদেশী ভাষাবিদ, খ্যাতনামা মনিষী।
১৯২৮ - গেরাল্ড রিগান, কানাডীয় আইনজীবী ও রাজনীতিবিদ, নোভা স্কটিয়ার ১৯তম প্রিমিয়ার।
১৯২৯ - গাজীউল হক, বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সাহিত্যিক ও ভাষা সৈনিক।
মৃত্যু
৮৫৮ - কেনেথ ম্যাকআলপিন, স্কটিশ রাজা (জন্ম ৮১০)
৯০৪ - ইয়ায়িয়া ইবনে জিকরাওয়াহ,কারমাতি নেতা
৯৪২ - মুহাম্মদ ইবনে রাইক, মুসলিম সামরিক কর্মকর্তা
১১৩০ - পোপ দ্বিতীয় হনোরিয়াস
১৫৮৫ - অলফনসো সালমেরন, স্প্যানিশ যাজক ও পণ্ডিত (জন্ম ১৫১৫)
১৭২৭ - উইলিয়াম উটন, ইংরেজ ভাষাবিদ ও পণ্ডিত (জন্ম ১৬৬৬)
১৯৫০ - রাফায়েল সাবাতিনি, ইতালীয়-সুইস লেখক (জন্ম ১৮৭৫)
১৯৯৬ - মার্টিন বেলসাম, আমেরিকান অভিনেতা (জন্ম ১৯১৯)
২০১২ - হুমায়ুন ফরীদি, বাংলাদেশি অভিনেতা (জন্ম ১৯৫২)
২০১৫ - কেশব রেড্ডি, ভারতীয় চিকিৎসক ও লেখক (জন্ম ১৯৪৬)
বিশ্ব রেডিও দিবস
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ১৩ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে"
একটি মন্তব্য পোস্ট করুন