আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ১৪ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে

আজ ১৪ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে

আজ ১৪ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
আজ ১৪ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৪ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৫তম দিন। বছর শেষ হতে আরো ৩২০ (অধিবর্ষে ৩২১) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী
৭৪৮ - আব্বাসীয় বিপ্লব: আবু মুসলিম খোরাসানির নেতৃত্বে বিদ্রোহীরা উমাইয়া প্রদেশ খোরাসানের রাজধানী মার্ভ‌ দখল করে।
১১৩০ - পোপ দ্বিতীয় ইনোসেন্ট নির্বাচিত।
১৫০২ - স্প্যানিশ ইনকুইজিশন: ক্যাথলিক সম্রাটের জারিকৃত ফরমানে গ্রানাডার মুসলিমদেরকে ক্যাথলিক মত গ্রহণ বা স্পেন ত্যাগ করার নির্দেশ দেয়া হয়।
১৭৭৯ - আমেরিকান স্বাধীনতা যুদ্ধ: জর্জিয়ায় কেটল ক্রিকের যুদ্ধ সংঘটিত।
১৭৭৯ - হাওয়াই দ্বীপে জেমস কুক একজন স্থানীয় হাওয়াইয়ানের হাতে নিহত হন।
১৮০৪ - কারাডোর্ড‌ উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম সার্বী‌য় উত্থানে নেতৃত্ব দেন.
১৮৫৫ - টেক্সাস বাকি যুক্তরাষ্ট্রের সাথে টেলিগ্রাফের মাধ্যমে যুক্ত হয়।
১৮৫৯ - অরেগন যুক্তরাষ্ট্রের ৩৩তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
১৯১২ - অ্যারিজোনা যুক্তরাষ্ট্রের ৪৮তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
১৯১৮ - সোভিয়েত ইউনিয়ন কর্তৃক গ্রেগরীয় বর্ষপঞ্জী গৃহিত (জুলীয় বর্ষপঞ্জী অনুযায়ী ১ ফেব্রুয়ারি)।
১৯১৯ - পোলিশ-সোভিয়েত যুদ্ধ শুরু।
১৯৪৫ - যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ও সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ ইবনে সৌদ ইউএসএস কুইন্সি জাহাজে সাক্ষাত করেন। এর ফলে যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে সূচনা হয়।
১৯৪৬ - ব্যাংক অফ ইংল্যান্ড জাতীয়করণ করা হয়।
১৯৪৯ - ইসরায়েলের সংসদ নেসেটের অধিবেশন প্রথমবারের মত অনুষ্ঠিত হয়।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কানাডা (আমেরিকান দেশগুলোর মধ্যে প্রথম) ও ফ্রান্স।
১৯৮৯ - ইরানের নেতা আয়াতুল্লাহ খোমেনি দ্য স্যাটানিক ভার্সেস রচনার কারণে সালমান রুশদিকে হত্যার ফতোয়া জারি করেন।
১৯৯০ - ভারতের ব্যাঙ্গলোরে ভারতীয় এয়ারলাইন্স ফ্লাইট ৬০৫ বিধ্বস্ত হয়ে ৯২ জন নিহত।
২০০৫ - লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি বৈরুতে নিহত হন।
২০০৫ - ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব চালু হয়।

জন্ম
১৪৬৮ - জোহান্নেস ওয়ার্না‌র, জার্মান যাজক ও গণিতবিদ (মৃত্যু ১৫২২)
১৪৮৩ - বাবর, প্রথম মুঘল সম্রাট (মৃত্যু ১৫৩০)
১৮৪৬ - জুলিয়ান স্কট, মেডেল অফ অনার প্রাপ্ত আমেরিকান সৈনিক (মৃত্যু ১৯০১)
১৮৫৯ - জর্জ ওয়াশিংটন গেল ফেরিস জুনিয়র, আমেরিকান প্রকৌশলী, উদ্ভাবক (মৃত্যু ১৮৯৬)
১৮৬০ - ইউজেন স্কিফার, জার্মান রাজনীতিবিদ, জার্মানি ভাইস-চ্যান্সেলর (মৃত্যু ১৯৫৪)
১৮৮৫ - সৈয়দ জাফরুল হাসান, ভারতীয়-পাকিস্তানি দার্শনিক ও একাডেমিক (মৃত্যু ১৯৪৯)
১৯৩৩ - মধুবালা, ভারতীয় অভিনেত্রী ও গায়িকা (মৃত্যু ১৯৬৯)
১৯৪৪ - সন্তু লারমা, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আদিবাসীদের নেতা।
১৯৫২ - সুষমা স্বরাজ, ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
১৯৫৪ - জাম মুহাম্মদ ইউসুফ, পাকিস্তানি রাজনীতিবিদ, বালুচিস্তানের মুখ্যমন্ত্রী (মৃত্যু ২০১৩)

মৃত্যু
৮৬৯ - সেইন্ট সিরিল, গ্রীক বিশপ, ভাষাবিদ ও পণ্ডিত (জন্ম ৮২৭)
১১৬৬ - আব্দুল কাদের জিলানী মুসলিম ধর্মপ্রচারক।
১৩১৭ - ইংল্যান্ডের রাণী মার্গা‌রেট (জন্ম ১২৮২)
১৪০০ - দ্বিতীয় রিচার্ড ইংল্যান্ডের রাজা।
১৭৭৯ - জেমস কুক, ইংরেজ নাবিক।
১৯৪৩ - ডাভিড হিলবের্ট, জার্মান গণিতবিদ।
১৯৫৮ - আবদুর রব নিশতার, পাকিস্তানি রাজনীতিবিদ, পাঞ্জাবের দ্বিতীয় গভর্নর (জন্ম ১৮৯৯)
১৯৯০ - টনি হলিডে, জার্মান গায়ক-গীতিকার (জন্ম ১৯৫১)
২০০৫ - রফিক হারিরি, লেবানের ব্যবসায়ী ও রাজনীতিবিদ, লেবাননের ৬০তম প্রধানমন্ত্রী (জন্ম ১৯৪৪)
২০১৫ - ফিলিপ লেভিন, আমেরিকান কবি ও একাডেমিক (জন্ম ১৯২৮)

দিবস
সুন্দরবন দিবস ৷
ভালোবাসা দিবস।
স্বৈরাচার প্রতিরোধ দিবস।


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ১৪ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel