আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ১৫ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে

আজ ১৫ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে

আজ ১৫ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
আজ ১৫ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৫ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৬তম দিন। বছর শেষ হতে আরো ৩১৯ (অধিবর্ষে ৩২০) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

৫৯০ - দ্বিতীয় খসরু পারস্যের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন।
৭০৬ - বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান তার পূর্বসূরি লেওন্টিওস ও তৃতীয় টাইবেরিয়াসকে কনস্টান্টিনোপলে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেন।
১১১৩ - পোপ দ্বিতীয় প্যাসকেল নাইটস হস্পিটালার প্রতিষ্ঠার অনুমোদন দেন।
১৭৬৪ - স্প্যানিশ লুইসিয়ানায় (বর্তমানে মিসৌরিতে অবস্থিত) সেইন্ট লুইস শহর প্রতিষ্ঠিত হয়।
১৭৯৮ - রোমান প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৮০৪ - সার্বী‌য় বিপ্লব শুরু।
১৮৩৫ - আধুনিক সার্বিয়ার প্রথম সাংবিধানিক আইন গৃহীত হয়।
১৮৬২ - আমেরিকার গৃহযুদ্ধ: জেনারেল উলিসেস এস. গ্রান্ট টেনেসির ফোর্ট‌ ডেনেলসন আক্রমণ করেন।
১৮৭৯ - নারী অধিকার: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রাদারফোর্ড বি. হেইজ সুপ্রিম কোর্টে নারী আইনজীবীদেরকে মামলায় অংশগ্রহণের অনুমতি সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন।
১৯২৩ - গ্রীস ইউরোপের এষ রাষ্ট্র হিসেবে গ্রেগরীয় বর্ষপঞ্জী গ্রহণ করে।
১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: সিঙ্গাপুরের পতন। জাপানের আক্রমণের পর ব্রিটিশ জেনারেল আর্থা‌র পার্সি‌ভিল আত্মসমর্পণ করেন। এসময় প্রায় ৮০,০০০ ভারতীয়, ইংরেজ ও অস্ট্রেলীয় সৈনিক যুদ্ধবন্দী হয়।
১৯৭৬ - গণভোটে কিউবার সংবিধান গৃহিত।
১৯৮৯ - সোভিয়েত-আফগান যুদ্ধ: আফগানিস্তান থেকে সকল সৈনিক ফেরত এসেছে এই মর্মে সোভিয়েত ইউনিয়ন ঘোষণা করে।
১৯৯৬ - বাংলাদেশে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন।
১৯৯৯ - কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির নেতা আবদুল্লাহ ওচালান কেনিয়ায় গ্রেপ্তার হন।

জন্ম
১৫৬৪ - গ্যালিলিও গ্যালিলি, ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী (মৃত্যু ১৬৪২)।
১৭১০ - পঞ্চদশ লুইস, ফ্রান্সের রাজা (মৃত্যু ১৭৭৪)।
১৭৫৯ - ফ্রিড্‌রিশ আউগুস্ট ভোল্‌ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক (মৃত্যু ১৮২৪)।
১৮২০ - সুসান বি. এন্থনি, আমেরিকান সামাজিক সংস্কারক, নারী ভোটাধিকার ও দাসপ্রথাবিরোধী আন্দোলনের কর্মী (মৃত্যু ১৯০৬)।
১৮২৫ - কার্টার হ্যারিসন সিনিয়র, আমেরিকান রাজনীতিবিদ, শিকাগোর ২৯তম মেয়র (মৃত্যু ১৮৯৩)।
১৮৬১ - আলফ্রেড নর্থ হোয়াইডহেড, ইংরেজ গণিতবিদ ও দার্শনিক (মৃত্যু ১৯৪৭)।
১৮৭৪ - আর্নেস্ট শেকলটন, আইরিশ অভিযাত্রী (মৃত্যু ১৯২২)।
১৯১৬ - শাহ আবদুল করিম, একজন বাংলাদেশি বাউল গানের শিল্পী।
১৯২১ - রাধা কৃষ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ ও লেখক (মৃত্যু ১৯৮৫)।
১৯৩১ - ক্লেয়ার ব্লুম, ইংরেজ অভিনেত্রী।
১৯৩৫ - সুসান ব্রাউনমিলার, মার্কিন সাংবাদিক ও লেখিকা, এবং একজন আমূল নারীবাদী তাত্ত্বিক।
১৯৪০ - হামজা হাজ, ইন্দোনেশীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার ৯ম উপরাষ্ট্রপতি।
১৯৪৭ - কাজী হায়াৎ, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।

মৃত্যু
৭০৬ - লেওন্টিওস, বাইজেন্টাইন সম্রাট
৭০৬ - তৃতীয় টাইবেরিয়াস, বাইজেন্টাইন সম্রাট
১১৪৫ - পোপ দ্বিতীয় লুসিয়াস
১৮৪২ - আলফ্রেড মেনজিস, স্কটিশ শল্যচিকিৎসক ও উদ্ভিদবিজ্ঞানী (জন্ম ১৭৫৪)
১৮৬৯ - মির্জা গালিব, ভারতীয় কবি (জন্ম ১৭৯৬)
১৯৪৮ - সুভদ্রা কুমারি চৌহান ভারতীয় কবি (জন্ম ১৯০৪)
১৯৫৯ - ওয়েন উইলান্স রিচার্ডসন, ইংরেজ পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী (জন্ম ১৮৭৯)
১৯৮৮ - রিচার্ড ফাইনম্যান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯৯৯ - হেনরি ওয়ে কেন্ডাল, আমেরিকান পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী (জন্ম ১৯২৬)
২০০২ - হাওয়ার্ড‌ কে. স্মিথ, আমেরিকান সাংবাদিক ও অভিনেতা (জন্ম ১৯১৪)
২০১৯ - বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক আল মাহমুদ।


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ১৫ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel