আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ১৭ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে

আজ ১৭ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে

আজ ১৭ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে
আজ ১৭ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৭ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৭তম (অধিবর্ষে ১০৮তম) দিন। বছর শেষ হতে আরো ২৫৮ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি:
১৪৯২ - ক্রিস্টোফার কলম্বাস স্পেনের সঙ্গে ভারতীয় দ্বীপপুঞ্জ খোঁজার চুক্তি করেন।
১৬২৯ - প্রথম বাণিজ্যিক মাছের খামার চালু হয়।
১৭৮১ - ওয়ারেন হেস্টিংস কলকাতায় প্রথম মাদ্রাসা স্থাপন করেন।
১৮৩৯ - গুয়াতেমালা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৮৯৪ - রুশ জননেতা ও সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভের জন্ম।
১৮৯৯ - এই দিনে কলকাতায় প্রথম বিদ্যুত সরবরাহ শুরু হয়।
১৯১৫ - এক যুদ্ধে বিশ্বে প্রথমবারের মত শ্বাসরোধক গ্যাস ব্যবহৃত হয়।
১৯২০ - আমেরিকান প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়।
১৯৪১ - ব্রিটিশ সেনাবাহিনী ইরাকে প্রবেশ করে।
১৯৪৬ - সিরিয়া স্বাধীন দেশ হিসাবে আত্ম প্রকাশ করে।
১৯৫৩ - কম্বোডিয়া ফরাসীদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৭১ - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়। মুজিবনগরকে স্বাধীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাজধানী করা হয়।
১৯৭৫ - কম্বোডিয়ান গৃহযুদ্ধের অবসান ঘটে, খেমার রুজ রাজধানী প্‌নম পেন থেকে আটক হয়।

জন্ম:

১৬৭৬ - প্রথম ফ্রেডরিক, তিনি ছিলেন সুইডেনের রাজা।
১৮৩৮ - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন উনিশ শতকের বাঙালি কবি।
১৮৫৩ - অমৃতলাল বসু, তিনি ছিলেন বাঙালি নাট্যকার ও নাট্য অভিনেতা।
১৮৮২ - রবার্ট মরিসন ম্যাকাইভার, তিনি ছিলেন একজন স্কটীয় বংশোদ্ভূত মার্কিন সমাজবিজ্ঞানী।
১৮৯৭ - থর্নটন ওয়াইল্ডার, তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক ও নাট্যকার।
১৯১৫ - সিরিমা রাতওয়াত ডায়াস বন্দরনায়েকে, তিনি ছিলেন শ্রীলংকান রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।
১৯১৬ - শ্রীমাভো বন্দরনায়েক, তিনি ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী।
১৯২৩ - লিন্‌জি অ্যান্ডারসন, তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
১৯৫৯ - শন বিন, তিনি ইংরেজ অভিনেতা।
১৯৭২ - জেনিফার গার্নার, তিনি আমেরিকান অভিনেত্রী।
১৯৭২ - মুত্তিয়া মুরালিধরন, তিনি শ্রীলঙ্কান ক্রিকেট খেলোয়াড়।
১৯৭২ - ইয়ুইচি নিশিমুরা, তিনি জাপানি সাবেক ফুটবলার ও রেফারি।
১৯৭৪ - ভিক্টোরিয়া বেকহ্যাম, তিনি ইংরেজ গায়িকা, অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার।
১৯৮৪ - রাফায়েল পালাডিনও, তিনি ইতালিয়ান ফুটবল।

মৃত্যু:

১০৮০ - তৃতীয় হেরাল্ড, তিনি ছিলেন ডেনমার্কের রাজা।
০৭৪৪ - দ্বিতীয় আল ওয়ালিদ, তিনি ছিলেন উমাইয়া খলিফা।
১৭৯০ - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তিনি ছিলেন আমেরিকার প্রতিষ্ঠাতা জনকদের মধ্যে একজন ও একাধারে লেখক, চিত্রশিল্পী, রাজনীতিবিদ, রাজনীতিক, বিজ্ঞানী, সঙ্গীতজ্ঞ, উদ্ভাবক, রাষ্ট্রপ্রধান, কৌতুকবিদ, গণআন্দোলনকারী এবং কূটনীতিক।
১৮৯২ - আলেকজান্ডার ম্যাকেঞ্জি, তিনি ছিলেন স্কটিশ বংশোদ্ভূত কানাডিয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।
১৯২৯ - সৈয়দ নওয়াব আলী চৌধুরী, তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা।
১৯৪২ - জঁ-বাতিস্ত পেরাঁ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
১৯৭৫ - ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি ছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি।
১৯৭৬ - হেনরিক ডাম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ প্রাণরসায়নী ও শারীরবিজ্ঞানী।
১৯৯৪ - রজার ওয়ালকট স্পেরি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান স্নায়ুমনোবিজ্ঞানী।
২০০৪ - ইসরাইলের হেলিকপ্টার গানশিপ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ফিলিস্তিনের অন্যতম শীর্ষ সংগ্রামী ব্যক্তিত্ব ও ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা আব্দুল আযিয রানতিসি মর্মান্তিকভাবে শহীদ হন।
২০০৮ - এমে সেজায়ার, তিনি ছিলেন মার্তিনিকের একজন ফ্রাঙ্কোফোন কবি, লেখক ও রাজনীতিবিদ।
২০১৪ - গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কলম্বিয়ার সাংবাদিক ও লেখক।
২০১৫ - ইইজ্জাত ইব্রাহিম আদ-দাউরি, তিনি ছিলে ইরাক ফিল্ড মার্শাল ও রাজনীতিবিদ।

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। বিশ্ব হিমোফেলিয়া দিবস।

বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ১৭ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel