আজ ১৮ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে
শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
Comment
আজ ১৮ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে |
১৮ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৮তম (অধিবর্ষে ১০৯তম) দিন। বছর শেষ হতে আরো ২৫৭ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
১৯৩০ – ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামে মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার দখল করেন।
১৯৪৬ - আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত, নেদারল্যান্ডের হেগ শহরে উদ্বোধনী বৈঠকে বসে।
১৯৪৬ - লীগ অব নেশনস গঠিত হয়।
১৯৫৪ - জামাল আব্দেল নাসের, মিশরের ক্ষমতা দখল করে।
১৯৭১ - কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন।
১৯৮০ - জিম্বাবুইয়ে স্বাধীনতা লাভ করে।
জন্ম
১৮০৯ - হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, একজন ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক।
১৮৪৭ - হের্মান অস্ট্হফ, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৯৫৮ - ম্যালকম মার্শাল, বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
মৃত্যু
১৯৫৫ - আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী।
১৯৫৯ - বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ।
১৯৬৩ - সাহিত্যিক হেমেন্দ্রকুমার রায়।
২০০৩ - এডগার কড, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।
২০১২ - এম এন আখতার - বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিল্পী।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ১৮ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে"
একটি মন্তব্য পোস্ট করুন