আজ ১৮ ডিসেম্বর: ইতিহাসের আজকের এই দিনে
বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
Comment
আজ ১৮ ডিসেম্বর: ইতিহাসের আজকের এই দিনে |
১৮ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫২তম (অধিবর্ষে ৩৫৩তম) দিন। বছর শেষ হতে আরো ১৩ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি:
১৩৯৮ - তৈমুর লঙ দিল্লির সুলতান মুহম্মদ তুঘলকের কাছ থেকে দিল্লি দখল করে নেন।
১৮৬৫ - মার্কিন যুক্তরাষ্ট্রের দাসপ্রথার বিলোপ সাধন করা হয়।
১৯১২ - মার্কিন কংগ্রেস সেদেশে অশিক্ষিত অভিবাসীর প্রবেশ নিষিদ্ধ করে।
১৯৬৯ - ব্রিটেনে খুনের জন্য মৃত্যুদণ্ডের বিধান রহিত করা হয়।
১৯৭১ - সদ্য স্বাধীন বাংলাদেশে অস্থায়ী সরকারের মন্ত্রীসভার প্রথম বৈঠক ঢাকায় অনুষ্ঠিত।
১৯৭২ - সংবিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রথম কার্যক্রম শুরু করে।
১৯৯৯ - স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন।
জন্ম:
১৮৫৬ – জে জে টমসন, ইংরেজ পদার্থবিদ্যাবিৎ এবং অধিবিদ্যাবিৎ, নোবেল পুরস্কার বিজয়ী (মৃত্যু: ১৯৪০)
১৮৭০ – সাকি, ব্রিটিশ ছোট গল্পকার (মৃত্যু: ১৯১৬)
১৮৭৮ – জোসেফ স্ট্যালিন, জর্জিয়ান-রাশিয়ান মার্শাল এবং রাজনীতিবিদ, ৪র্থ সোভিয়েত ইউনিয়ন প্রধান (মৃত্যু: ১৯৫৩)
১৮৯০ – এডউইন হাওয়ার্ড আর্মস্ট্রং, মার্কিন প্রকৌশলী, এফএম রেডিওর জনক (মৃত্যু: ১৯৫৪)
১৯৩৯ – হ্যারল্ড ইলিয়ট ভারমাস, মার্কিন জীববিজ্ঞানী এবং অধিবিদ্যাবিৎ, নোবেল পুরস্কার বিজয়ী
১৯৪৬ – স্টিভেন স্পিলবার্গ, মার্কিন পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার, ড্রিমওয়ার্কসের সহ-প্রতিষ্ঠাতা
১৯৫০ – শরৎ ফনসেকা, শ্রীলংকার জেনারেল ও রাজনীতিবিদ
১৯৬১ – লালচাঁদ রাজপুত, সাবেক ভারতীয় ক্রিকেটার
১৯৬৩ – ব্র্যাড পিট, মার্কিন অভিনেতা এবং প্রযোজক
১৯৬১ - লালচাঁদ রাজপুত, ভারতীয় ক্রিকেটার।
১৯৭৫ – সিয়া, অস্ট্রেলিয়ান গায়িকা-গীতিকার
১৯৮৬ – উসমান খাজা, পাকিস্তানি-অস্ট্রেলিয়ান ক্রিকেটার
১৯৮৮ – ইমাদ ওয়াসিম, পাকিস্তানি ক্রিকেটার
১৯৮৯ - আল্লামা ইকবাল অনিক, বাংলাদেশী সাংবাদিক।
মৃত্যু:
১৯৬২ - পদার্থ বিদ্যায় নোবেলজয়ী ডেনিশ বিজ্ঞানী নিলস বোর।
১৯৭৩ - কমরেড মুজফ্ফর আহমদ, ভারতের কমিউনিস্ট পার্টির নেতা।
২০০৪ - বিজয় হাজারে, ভারতীয় ক্রিকেটার।
দিবস:
আন্তর্জাতিক অভিবাসী দিবস - জাতিসংঘের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে পালিত দিবস।
সুপ্রিম কোর্ট দিবস (বাংলাদেশ)
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ১৮ ডিসেম্বর: ইতিহাসের আজকের এই দিনে"
একটি মন্তব্য পোস্ট করুন