আজ ১৭ ডিসেম্বর: ইতিহাসের আজকের এই দিনে
বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
Comment
আজ ১৭ ডিসেম্বর: ইতিহাসের আজকের এই দিনে |
১৭ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫১তম (অধিবর্ষে ৩৫২তম) দিন। বছর শেষ হতে আরো ১৪ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
১৩৯৯ - পানিপথের যুদ্ধে তৈমুর লঙ দিল্লির সুলতান মুহম্মদ তুঘলককে পরাস্ত করেন।
১৮৭৩, বুদাপেস্ট নগরীর পত্তন হয়।
১৯০৩ - রাইট ভ্রাতৃদ্বয় প্রথম উড়োজাহাজে উড্ডয়ন করেন।
১৯৯৬ - পেরুর জিম্মি সংকট শুরু।
জন্ম
১৭৭০ - লুডউইগ ভ্যান বেটহোভেন, জার্মান সুরকার এবং পিয়ানো বাদক।
১৯৩৬ - দেবেশ রায়, বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক।
১৯২০ - কেনেথ আইভার্সন, টুরিং পুরস্কার বিজয়ী একজন কম্পিউটার বিজ্ঞানী।
১৯৭৯ - শাবনূর, বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী।
মৃত্যু
১৯৩১ - হরপ্রসাদ শাস্ত্রী, বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ।
২০১১ - কিম জং ইল, গণতান্ত্রিক উত্তর কোরিয়ার শাসক ও প্রধান ব্যক্তিত্ব। তিনি কিম জং উনের বাবা।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ১৭ ডিসেম্বর: ইতিহাসের আজকের এই দিনে"
একটি মন্তব্য পোস্ট করুন