আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

বাগেরহাট জেলা

বাগেরহাট জেলা


বাগেরহাট জেলা

বাগেরহাট জেলা

বাগেরহাট জেলা(মোট আয়তন)☞☞৩৯৫৯.১১ কিমি২(১৫২৮.৬২ বর্গমাইল)।

বাগেরহাট জেলা(নামকরণ)☞☞সুন্দরবনে বাঘের বাস দাড়টানা ভৈরব পাশ সবুজ শ্যামলে ভরা নদী বাঁকে বসতো যে হাট তার নাম বাগের হাট। এক সময় বাগেরহাটের নাম ছিল খলিফাতাবাদ বা প্রতিনিধির শহর। খানজাহান আলী (রঃ) গৌড়ের সুলতানদের প্রতিনিধি হিসেবে এ অঞ্চল শাসন করতেন। কেউ কেউ মনে করেন, বরিশালের শাসক আঘা বাকের এর নামানুসারে বাগেরহাট হয়েছে। কেউবা বলেন, পাঠান জায়গীদার বাকির খাঁ এর নামানুসারে বাগেরহাট হয়েছে। আবার কারো মতে, বাঘ শব্দ হতে বাগেরহাট নাম হয়েছে। জনশ্রুতি আছে খানজাহান আলী (রঃ) এর একটি বাগ(বাগান, ফার্সী শব্দ) বা বাগিচা ছিল। এ বাগ শব্দ হতে বাগেরহাট। কাো মতে, নদীর বাঁকে হাট বসতো বিধায় বাঁকেরহাট। বাঁকেরহাট হহতে বাগেরহাট।

বাগেরহাট জেলা(প্রতিষ্ঠা  সাল)☞☞১৯৮৪ সালে বাগেরহাট জেলা গঠিত হয়।

বাগেরহাট জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে গোপালগঞ্জ এবং নড়াইল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে গোপালগঞ্জ, পিরোজপুর ও বরগুনা জেলা, পশ্চিমে খুলনা জেলা।
                                         বাগেরহাট জেলা

বাগেরহাট জেলা(মৌজা )☞☞সর্বমোট ৭২০টি  মৌজা।

বাগেরহাট জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০৩টি পৌরসভা।

বাগেরহাট জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৭৫টি ইউনিয়ন।

বাগেরহাট জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ১,০৪৭টি গ্রাম।

বাগেরহাট জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৯টি উপজেলা☞কচুয়া,চিতলমারী,ফকিরহাট,বাগেরহাট সদর,মোংলা,মোড়েলগঞ্জ,মোল্লাহাট,রামপাল,শরণখোলা।

বাগেরহাট জেলা(নদনদী)☞☞ মধুমতি, বলেশ্বরী, কালীগঙ্গা।

বাগেরহাট জেলা(বিখ্যাত খাবার)☞☞ চিংড়ি,সুপারি।

বাগেরহাট জেলা(কৃতী ব্যক্তিত্ব)☞☞  
রুদ্র মোঃ শহিদুল্লাহ, কবি
ড. নীলিমা ইব্রাহীম, লেখক
প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা 
অধ্যাপক ডঃ স্বরোচিষ সরকার, লেখক ও গবেষক
দিব্যেন্দু দ্বীপ, লেখক ও সাংবাদিক

বাগেরহাট জেলা(চিত্তাকর্ষক স্থান)☞☞
ষাট গম্বুজ মসজিদ
খান জাহান আলী-এর মাজার
সুন্দরবন
মংলা বন্দর
রেজা খোদা মসজিদ
জিন্দা পীর মসজিদ
ঠান্ডা পীর মসজিদ
সিংগাইর মসজিদ
বিবি বেগুনি মসজিদ
চুনাখোলা মসজিদ
নয় গম্বুজ মসজিদ
কোদলা মঠ
রণবিজয়পুর মসজিদ
দশ গম্বুজ মসজিদ
সুন্দরবন রিসোর্ট, বারাকপুর
চন্দ্রমহল, রনজিতপুর।
খান জাহান আলী বেসামরিক বিমান বন্দর।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বাগেরহাট জেলা"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel