ঝিনাইদহ জেলা
বুধবার, ১৫ মে, ২০১৯
Comment
ঝিনাইদহ জেলা
ঝিনাইদহ জেলা(মোট আয়তন)☞☞১৯৬৪.৭৭ কিমি২ (৭৫৮.৬০ বর্গমাইল)।
ঝিনাইদহ জেলা(নামকরণ)☞☞প্রাচীনকালে বর্তমান ঝিনাইদহের উত্তর-পশ্চিম দিকে নবগঙ্গা নদীর ধারে ঝিনুক কুড়ানো শ্রমিকের বসতি গড়ে ওঠে বলে জানা যায। কলকাতা থেকে ব্যবসায়ীরা ঝিনুকের মুক্তা সঙগ্রহরের জন্য এখানে ঝিনুক কিনতে আসতো। সে সময় ঝিনুক প্রাপ্তির স্থানটিকে ঝিনুকদহ বলা হত। অনেকের মতে ঝিনুককে আঞ্চলিক ভাষায় ঝিনেই বা ঝিনাই বলে। দহ অর্থ বড় জলাশয়, দহ ফার্সী শব্দ যার অর্ত গ্রাম। সেই অর্থে ঝিনুক দহ বলতে ঝিনুকের জলাশয় অথবা ঝিনুকের গ্রাম। ঝিনুক এবং দহ থেকেই ঝিনুকদহ বা ঝিনেইদহ যা রূপান্তরিত হয়ে আজকের এই ঝিনাইদহ।
ঝিনাইদহ জেলা(প্রতিষ্ঠা সাল)☞☞ঝিনাইদাহ জেলাটি ১৮৬২ সালে মহাকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে এটি একটি পৃথক জেলা হয়।স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদাহ জেলা ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।
ঝিনাইদহ জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে কুষ্টিয়া জেলা, দক্ষিণে যশোর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, পূর্বে রাজবাড়ী ও মাগুরা জেলা, পশ্চিমে চুয়াডাঙ্গা জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।
ঝিনাইদহ জেলা(মৌজা )☞☞সর্বমোট ৯৪৫টি মৌজা।
ঝিনাইদহ জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০৬টি পৌরসভা।
ঝিনাইদহ জেলা(ওয়ার্ড )☞☞ সর্বমোট টি ওয়ার্ড।
ঝিনাইদহ জেলা(মহল্লা )☞☞সর্বমোট ১৩৬টি মহল্লা।
ঝিনাইদহ জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৬৭টি ইউনিয়ন।
ঝিনাইদহ জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ১১৪৪টি গ্রাম।
ঝিনাইদহ জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৬টি উপজেলা☞ঝিনাইদাহ সদর, শৈলকূপা, কালীগঞ্জ, হরিণাকুণ্ডু, কোঁটচাদপুর, এবং মহেশপুর।
ঝিনাইদহ জেলা(নদনদী)☞☞ঝিনাইদহ জেলায় অনেকগুলো নদী রয়েছে। নদীগুলো হচ্ছে কপোতাক্ষ নদী, নবগঙ্গা নদী, গড়াই নদী, কুমার নদ, ডাকুয়া নদী, বেতনা নদী, চিত্রা নদী, ভৈরব নদী ও বেগবতী নদী।
ঝিনাইদহ জেলা(নামকরণ)☞☞প্রাচীনকালে বর্তমান ঝিনাইদহের উত্তর-পশ্চিম দিকে নবগঙ্গা নদীর ধারে ঝিনুক কুড়ানো শ্রমিকের বসতি গড়ে ওঠে বলে জানা যায। কলকাতা থেকে ব্যবসায়ীরা ঝিনুকের মুক্তা সঙগ্রহরের জন্য এখানে ঝিনুক কিনতে আসতো। সে সময় ঝিনুক প্রাপ্তির স্থানটিকে ঝিনুকদহ বলা হত। অনেকের মতে ঝিনুককে আঞ্চলিক ভাষায় ঝিনেই বা ঝিনাই বলে। দহ অর্থ বড় জলাশয়, দহ ফার্সী শব্দ যার অর্ত গ্রাম। সেই অর্থে ঝিনুক দহ বলতে ঝিনুকের জলাশয় অথবা ঝিনুকের গ্রাম। ঝিনুক এবং দহ থেকেই ঝিনুকদহ বা ঝিনেইদহ যা রূপান্তরিত হয়ে আজকের এই ঝিনাইদহ।
ঝিনাইদহ জেলা(প্রতিষ্ঠা সাল)☞☞ঝিনাইদাহ জেলাটি ১৮৬২ সালে মহাকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে এটি একটি পৃথক জেলা হয়।স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদাহ জেলা ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।
ঝিনাইদহ জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে কুষ্টিয়া জেলা, দক্ষিণে যশোর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, পূর্বে রাজবাড়ী ও মাগুরা জেলা, পশ্চিমে চুয়াডাঙ্গা জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।
ঝিনাইদহ জেলা(মৌজা )☞☞সর্বমোট ৯৪৫টি মৌজা।
ঝিনাইদহ জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০৬টি পৌরসভা।
ঝিনাইদহ জেলা(ওয়ার্ড )☞☞ সর্বমোট টি ওয়ার্ড।
ঝিনাইদহ জেলা(মহল্লা )☞☞সর্বমোট ১৩৬টি মহল্লা।
ঝিনাইদহ জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৬৭টি ইউনিয়ন।
ঝিনাইদহ জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ১১৪৪টি গ্রাম।
ঝিনাইদহ জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৬টি উপজেলা☞ঝিনাইদাহ সদর, শৈলকূপা, কালীগঞ্জ, হরিণাকুণ্ডু, কোঁটচাদপুর, এবং মহেশপুর।
ঝিনাইদহ জেলা(নদনদী)☞☞ঝিনাইদহ জেলায় অনেকগুলো নদী রয়েছে। নদীগুলো হচ্ছে কপোতাক্ষ নদী, নবগঙ্গা নদী, গড়াই নদী, কুমার নদ, ডাকুয়া নদী, বেতনা নদী, চিত্রা নদী, ভৈরব নদী ও বেগবতী নদী।
ঝিনাইদহ জেলা(প্রধান ফসল ও ফলমুল)☞☞ধান, পাট, গম, আখ, সরিষা, রসুন, পেয়াজ, বিভিন্ন ধরনের ডাল শাকসবজি হলো এই এলাকার প্রধান ফসল।
তাছাড়াও প্রধান ফলমুলের মধ্যে রয়েছে আম, কাঁঠাল, কলা, লিচু, নারকেল, খেজুর, তাল ইত্যাদি। পাট, ধান, রসুন পেয়াজ, খেজুর গুড়, পান পাতা প্রয়োজন মিটিয়ে রপ্তানি করা হয়।
ঝিনাইদহ জেলা(বিখ্যাত খাবার)☞☞হরি ও ম্যানেজারের ধান।
ঝিনাইদহ জেলা(কৃতী ব্যক্তিত্ব)☞☞
লতিফুর রহমান - বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা;
গোলাম মোস্তফা - কবি;
হামিদুর রহমান - বাংলাদেশের বীরশ্রেষ্ঠ;
লালন - বাউল সাধক, গায়ক, গীতিকার;
মুস্তফা মনোয়ার - চিত্রশিল্পী;
পাগলা কানাই - সাধক
মনির খান - গায়ক;
বাঘা যতীন - বিপ্লবী;
কে.পি. বসু - গণিতবিদ।
জামাল নজরুল ইসলাম- দেশ বরেন্য পৃথিবীর বিখ্যাত গণিতবিদ ও পদার্থ বিজ্ঞানী
ইলা মিত্র - তেভাগা আন্দোলনের অন্যতম নেতা
গোলাম মোস্তফা - কবি;
হামিদুর রহমান - বাংলাদেশের বীরশ্রেষ্ঠ;
লালন - বাউল সাধক, গায়ক, গীতিকার;
মুস্তফা মনোয়ার - চিত্রশিল্পী;
পাগলা কানাই - সাধক
মনির খান - গায়ক;
বাঘা যতীন - বিপ্লবী;
কে.পি. বসু - গণিতবিদ।
জামাল নজরুল ইসলাম- দেশ বরেন্য পৃথিবীর বিখ্যাত গণিতবিদ ও পদার্থ বিজ্ঞানী
ইলা মিত্র - তেভাগা আন্দোলনের অন্যতম নেতা
ঝিনাইদহ জেলা(দর্শনীয় স্থান ও স্থাপনা)☞☞
নলডাঙ্গা রাজবাড়ি
সাতগাছিয়া মসজিদ
বারবাজারের প্রাচীন মসজিদ
গাজীকালু চম্পাবতীর মাজার
শৈলকূপা জমিদার বাড়ি
খালিশপুর নীলকুঠি
গলাকাটা মসজিদ
জোড় বাংলা মসজিদ
পায়রা দূয়াহ্
শাহী মসজিদ
শিব মন্দির
ঢোল সমুদ্রের দীঘি
মিয়া বাড়ির দালান
পাঞ্জু শাহ'র মাজার
কে,পি, বসুর বাড়ী
সুইতলা মল্লিকপুর
বলুদেওয়ানের মাজার
নলডাঙ্গা রাজবাড়ি
সাতগাছিয়া মসজিদ
বারবাজারের প্রাচীন মসজিদ
গাজীকালু চম্পাবতীর মাজার
শৈলকূপা জমিদার বাড়ি
খালিশপুর নীলকুঠি
গলাকাটা মসজিদ
জোড় বাংলা মসজিদ
পায়রা দূয়াহ্
শাহী মসজিদ
শিব মন্দির
ঢোল সমুদ্রের দীঘি
মিয়া বাড়ির দালান
পাঞ্জু শাহ'র মাজার
কে,পি, বসুর বাড়ী
সুইতলা মল্লিকপুর
বলুদেওয়ানের মাজার
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "ঝিনাইদহ জেলা"
একটি মন্তব্য পোস্ট করুন