আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

মাগুরা জেলা

মাগুরা জেলা


মাগুরা জেলা

মাগুরা জেলা


মাগুরা জেলা(মোট আয়তন)☞☞১০৪৮.৬১ কিমি২ (৪০৪.৮৭ বর্গমাইল)।

মাগুরা জেলা(নামকরণ)☞☞আজকের যেখানে মাগুরা জেলা শহর গড়ে ওঠেছে প্রাচীনকাল থেকেই এর গুরুত্ব অত্যধিক ছিল। কখন থেকে মাগুরা নাম হয়েছে তার সঠিক হিসেব মিলানো কষ্টকর। মাগুরা প্রাচীন আমলের একটি গ্রাম। মাগুরা দু’টি অংশে বিভক্ত ছিল। মহকুমা সদরের পূর্বে মাগুরা ও পশ্চিমে ছিল দরি মাগুরা। দরি শব্দের অর্থ মাদুর বা সতরঞ্জি। দরি মাগুরায় মাদুর তৈরি সম্প্রদায়ের লোক বাস করতো বলে নাম হয়েছিল দরি মাগুরা। ধর্মদাস নামে জনৈক মগ আরাকান খেকে এসে আগুরা শহরের পূর্ভ কোণের সোজাসুজি গড়াই নদীর তীরে খুলুমবাড়ি মৌজা প্রভুতি দখল করে। লোকে তাকে মগ জায়গীর বলে আখ্যায়িত করেছিল। অনেকের মতে মগরা থেকে মাগুরা নামের উৎপত্তি। লোক মুখে শোনা যায় এককালে মাগুরা এলাকায় বড় বিল ছিল সেই বিলে পাওয়া যেতো প্রচুর মাগুর মাছ। এই মাগুর মাছের নাম থেকেও মাগুরা নামের উৎপত্তি হতে পারে। মাগুরা নামের উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মধে্য মতভেদ রয়েছে।
মাগুরা জেলা(প্রতিষ্ঠা  সাল)☞☞ ১৯৮৪ সালের ১ মার্চ মাগুরা মহকুমাকে জেলায় উন্নীত করা হয়।

মাগুরা জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে রাজবাড়ী জেলা, দক্ষিণে যশোর ও নড়াইল জেলা, পূর্বে ফরিদপুর এবং পশ্চিমে ঝিনাইদহ জেলা।
                                            মাগুরা জেলা

মাগুরা জেলা(মৌজা )☞☞সর্বমোট ৫৩৭টি  মৌজা।

মাগুরা জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০১টি পৌরসভা।

মাগুরা জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৩৬টি ইউনিয়ন।

মাগুরা জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ৭০০টি গ্রাম।

মাগুরা জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৪টি উপজেলামাগুরা সদর উপজেলা,শ্রীপুর উপজেল,মহম্মদপুর উপজেলা,শালিখা উপজেলা।

মাগুরা জেলা(বিখ্যাত খাবার)☞☞রসমালাই।

মাগুরা জেলা(সড়কপথ)☞☞রাজধানী শহরের সংগে সরাসরি বাস যোগাযোগ আছে। আন্তঃজেলা বাস যোগাযোগব্যবস্থা আছে। গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে মাগুরা জেলায় ভ্রমণের জন্য সরাসরি বাস পাওয়া যায়।

মাগুরা জেলা(আকাশ পথ)☞☞এখানে কোন বিমানবন্দর না থাকায় সরাসরি আকাশপথে ভ্রমণ সম্ভব নয়।

মাগুরা জেলা(নদনদী)☞☞জেলায় অনেকগুলো নদী রয়েছে। নদীগুলো হচ্ছে গড়াই নদী, নবগঙ্গা নদী, ফটকি নদী, আলমখালি নদী, মধুমতি নদী, মুচিখালি নদী, মরাকুমার নদ, কুমার নদ, চিত্রা নদী, ভৈরব নদী, সিরাজপুর হাওর নদী, বেগবতী নদী।

মাগুরা জেলা(বিশিষ্ট ব্যক্তিত্ব)☞☞ 
সৈয়দ আতর আলি এমপি
এ্যাডভোকেট সোহরাব হোসেন
আব্দুর রশিদ বিশ্বাস এমপি
এ্যডভোকেট আসাদুজ্জামান এমপি
প্রফেসর ডাক্তার সিরাজুল আকবর এমপি
শ্রী বিরেন শিকদার এমপি, যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী
মেজর জেনারেল (অবঃ) এম মজিদুল-উল-হক এমপি
নিতাই রায় চৌধুরী এমপি
মেজর জেনারেল (অবঃ) এটি এম আব্দুল ওহাব এমপি
কাজী সালিমুল হক কামাল এমপি
মোঃ গোলাম ইয়াকুব বীর প্রতীক
সাহিত্যিক মোহাম্মদ লুৎফর রহমান
সাহিত্যক নিমাই ভট্টাচার্য
কবি কাজী কাদের নেওয়াজ
কবি ফররুখ আহমদ
কবি মোহাম্মদ গোলাম হোসেন
কবি যতীন্দ্রমোহন বাগচী
শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন
চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার
বনানী চৌধুরী
দিদার ইসলাম
আবু সালেহ
মিয়া আকবর হোসেন
সৈয়দ আলী আহসান
ক্রিকেটার সাকিব আল হাসান
শ্যুটার শারমিন রত্না
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড প্রাপ্ত আব্দুল হালিম

মাগুরা জেলা(চিত্তাকর্ষক স্থান )☞☞
রাজা সীতারাম রায়ের প্রাসাদ-দুর্গ -এর রাজবাড়ী
কবি কাজী কাদের নেওয়াজ এর বাড়ী
বিড়াট রাজার বাড়ী
পীর তোয়াজউদ্দিন -এর মাজার ও দরবার শরীফ
চন্ডীদাস ও রজকিনীর ঐতিহাসিক ঘাট
সিদ্ধেশ্বরী মঠ
মুক্তিযুদ্ধের চিহ্নঃ মাগুরা পিটিআই চত্ত্বরে গণকবর, ওয়াবদাপাড়া খাল, বিনোদপুর বাজার, গলাকাটা সেতু (ছাইঘারিয়া)। ছাইঘারিয়া স্মৃতি সৌধ পিটিআই প্রধান ফাটক মাগুরা বিশ্বরোড সংলগ্ন।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "মাগুরা জেলা"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel