![কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWspGrwrIrzLeErcfc0JCBRJDOSZAP9vzzksNxmygKTtXdzQmsNDWs2FEI3vck6tLMBlAMCOTb7P5KmcUSXfp5ARKN0bnSMFhn81D0DvQODkeEFmleZsVUdGHqf0jTaYwqv5P0HpGEqtPt/s1600/hqdefault.jpg)
কুষ্টিয়া জেলা
বুধবার, ১৫ মে, ২০১৯
Comment
কুষ্টিয়া জেলা(মোট আয়তন)☞☞১৬২১.১৫ কিমি২ (৬২৫.৯৩ বর্গমাইল)।
কুষ্টিয়া জেলা(নামকরণ)☞☞কুষ্টিয়া জেলার নামকরণ নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে, কুষ্টিয়ায় এক সময় কোস্টার(পাট) চাষ হতো বলে কোস্ট শব্দ থেকে কুষ্টিয়ার উৎপত্তি। হেমিলটনের গেজেটিয়ারে উল্লেখ্য করেন যে, স্থানীয় জনগণ একে কুষ্টি বলে ডাকত। কুষ্টি থেকে কুষ্টিয়া নামকরণ হয়েছে।
কুষ্টিয়া জেলা(প্রতিষ্ঠা সাল)☞☞১৯৮৪ সালে ৬ টি থানা নিয়ে কুষ্টিয়া জেলা গঠিত হয়।
কুষ্টিয়া জেলা(ভৌগোলিক সীমানা)☞☞ উত্তর পশ্চিম এবং উত্তরে পদ্মা নদীর অপর তীরে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা, দক্ষিণে ঝিনাইদহ জেলা, পশ্চিমে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা এবং ভারতের নদীয়া ও মুর্শিদাবাদ জেলা এবং পূর্বে রাজবাড়ী জেলা অবস্থিত।
![কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcn__4ywa4PWMyXh5cN93qEEiy-ThzN1K8jT5qpLN_mewDyHERMN8OaFbEK2LzSUTFCIs5McxvQke4dbEluSv5WzIiwMmV3VpFbQesYCO0q2HuOfJzD4ZZ9co8F9Oit-0zg9GAjKqcljTP/s1600/250px-BD_Kushtia_District_locator_map.svg.png)
কুষ্টিয়া জেলা(মৌজা )☞☞সর্বমোট ১৭০টি মৌজা।
কুষ্টিয়া জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০৫টি পৌরসভা☞কুষ্টিয়া, কুমারখালী, খোকসা, ভেড়ামারা, মিরপুর।
কুষ্টিয়া জেলা(ওয়ার্ড )☞☞ সর্বমোট ৫৭টি ওয়ার্ড।
কুষ্টিয়া জেলা(মহল্লা )☞☞সর্বমোট ৭০টি মহল্লা।
কুষ্টিয়া জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৭১টি ইউনিয়ন☞হরিনারায়নপুর, উজানগ্রাম, আলামপুর, মনোহরদিয়া, আব্দালপুর, ঝাউদিয়া, জগতি, আইলচারা, গোস্বামী দুর্গাপুর, পাটিকাবাড়ি, মজমপুর, হাটশ হরিপুর, বারখাদা, জিয়ারখী,রামকৃষ্ণপুর, প্রাগপুর, মথুরাপুর, চিলমারী, বোয়ালিয়া, আদাবাড়িয়া, খলিশাকুন্ডি, আড়িয়া, ফিলিপ নগর, দৌলতপুর, হোগলবাড়ীয়া, পিয়ারপুর, মরিচা, রিফাইতপুর,চিথলিয়া, বহলবাড়িয়া, তালবাড়িয়া, বারুইপাড়া, আমলা, সদরপুর ছাতিয়ান, পোড়াদহ, কুর্ষা, মালিদহ, আমবাড়ীয়া, মিরপুর পৌরসভা, ফুল বাড়ীয়া,যদুবয়রা, পান্টি, চাদপুর, বাগুলাট, সাদকি, জগন্নাথপুর, কয়া, নন্দিলালপুর, শিলাইদহ, চাপড়া, কুমারখালী পৌরসভা,বাহাদুরপুর, বাহিরচর, মোকারিমপুর, ধরমপুর, জুনিয়াদহ, চাদগ্রাম, ভেড়ামারা পৌরসভা,খোকসা, সমসপুর, জানিপুর, আমবাড়ী, গোপালগঞ্জ, জয়ন্তহাজরা, ওসমানপুর, বেতবাড়ীয়া, শিমুলিয়া, খোকসা পৌরসভা।
কুষ্টিয়া জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ৯৭৮টি গ্রাম।
কুষ্টিয়া জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৬টি উপজেলা।
কুষ্টিয়া জেলা(থানা)☞☞ সর্বমোট ০৭টি থানা।
:
কুষ্টিয়া জেলা(প্রধান ফসল)☞☞ধান, গম, ইক্ষু, পাট, তুলা, সুর্যমুখি, ভুট্টা, তামাক ইত্যাদি।
কুষ্টিয়া জেলা(আকাশ পথ)☞☞এখানে কোন বিমানবন্দর না থাকায় সরাসরি আকাশপথে ভ্রমণ সম্ভব নয়।
কুষ্টিয়া জেলা(রেল যোগাযোগ)☞☞কমলাপুর রেল ষ্টেশন থেকে যমুনা সেতু হয়ে কুষ্টিয়া ট্রেন যোগে ভ্রমণ করা যায়। এই রুটের ট্রেন গুলোর মধ্যে চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস এর মধ্যে অন্যতম।
কুষ্টিয়া জেলা(সড়কপথ)☞☞রাজধানী শহরের সংগে সরাসরি বাস যোগাযোগ আছে। আন্তঃজেলা বাস যোগাযোগব্যবস্থা আছে। গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে কুষ্টিয়া জেলায় ভ্রমণের জন্য সরাসরি বাস পাওয়া যায়।
কুষ্টিয়া জেলা(নদনদী)☞☞কুষ্টিয়া জেলায় অনেকগুলো নদী রয়েছে। নদীগুলো হচ্ছে পদ্মা নদী, মাথাভাঙ্গা নদী, কুমার নদ, কালীগঙ্গা নদী, গড়াই নদী ও ডাকুয়া খাল নদী।
কুষ্টিয়া জেলা(নামকরণ)☞☞কুষ্টিয়া জেলার নামকরণ নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে, কুষ্টিয়ায় এক সময় কোস্টার(পাট) চাষ হতো বলে কোস্ট শব্দ থেকে কুষ্টিয়ার উৎপত্তি। হেমিলটনের গেজেটিয়ারে উল্লেখ্য করেন যে, স্থানীয় জনগণ একে কুষ্টি বলে ডাকত। কুষ্টি থেকে কুষ্টিয়া নামকরণ হয়েছে।
কুষ্টিয়া জেলা(প্রতিষ্ঠা সাল)☞☞১৯৮৪ সালে ৬ টি থানা নিয়ে কুষ্টিয়া জেলা গঠিত হয়।
কুষ্টিয়া জেলা(ভৌগোলিক সীমানা)☞☞ উত্তর পশ্চিম এবং উত্তরে পদ্মা নদীর অপর তীরে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা, দক্ষিণে ঝিনাইদহ জেলা, পশ্চিমে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা এবং ভারতের নদীয়া ও মুর্শিদাবাদ জেলা এবং পূর্বে রাজবাড়ী জেলা অবস্থিত।
![কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcn__4ywa4PWMyXh5cN93qEEiy-ThzN1K8jT5qpLN_mewDyHERMN8OaFbEK2LzSUTFCIs5McxvQke4dbEluSv5WzIiwMmV3VpFbQesYCO0q2HuOfJzD4ZZ9co8F9Oit-0zg9GAjKqcljTP/s1600/250px-BD_Kushtia_District_locator_map.svg.png)
কুষ্টিয়া জেলা(মৌজা )☞☞সর্বমোট ১৭০টি মৌজা।
কুষ্টিয়া জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০৫টি পৌরসভা☞কুষ্টিয়া, কুমারখালী, খোকসা, ভেড়ামারা, মিরপুর।
কুষ্টিয়া জেলা(ওয়ার্ড )☞☞ সর্বমোট ৫৭টি ওয়ার্ড।
কুষ্টিয়া জেলা(মহল্লা )☞☞সর্বমোট ৭০টি মহল্লা।
কুষ্টিয়া জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৭১টি ইউনিয়ন☞হরিনারায়নপুর, উজানগ্রাম, আলামপুর, মনোহরদিয়া, আব্দালপুর, ঝাউদিয়া, জগতি, আইলচারা, গোস্বামী দুর্গাপুর, পাটিকাবাড়ি, মজমপুর, হাটশ হরিপুর, বারখাদা, জিয়ারখী,রামকৃষ্ণপুর, প্রাগপুর, মথুরাপুর, চিলমারী, বোয়ালিয়া, আদাবাড়িয়া, খলিশাকুন্ডি, আড়িয়া, ফিলিপ নগর, দৌলতপুর, হোগলবাড়ীয়া, পিয়ারপুর, মরিচা, রিফাইতপুর,চিথলিয়া, বহলবাড়িয়া, তালবাড়িয়া, বারুইপাড়া, আমলা, সদরপুর ছাতিয়ান, পোড়াদহ, কুর্ষা, মালিদহ, আমবাড়ীয়া, মিরপুর পৌরসভা, ফুল বাড়ীয়া,যদুবয়রা, পান্টি, চাদপুর, বাগুলাট, সাদকি, জগন্নাথপুর, কয়া, নন্দিলালপুর, শিলাইদহ, চাপড়া, কুমারখালী পৌরসভা,বাহাদুরপুর, বাহিরচর, মোকারিমপুর, ধরমপুর, জুনিয়াদহ, চাদগ্রাম, ভেড়ামারা পৌরসভা,খোকসা, সমসপুর, জানিপুর, আমবাড়ী, গোপালগঞ্জ, জয়ন্তহাজরা, ওসমানপুর, বেতবাড়ীয়া, শিমুলিয়া, খোকসা পৌরসভা।
কুষ্টিয়া জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ৯৭৮টি গ্রাম।
কুষ্টিয়া জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৬টি উপজেলা।
কুষ্টিয়া জেলা(থানা)☞☞ সর্বমোট ০৭টি থানা।
:
কুষ্টিয়া জেলা(প্রধান ফসল)☞☞ধান, গম, ইক্ষু, পাট, তুলা, সুর্যমুখি, ভুট্টা, তামাক ইত্যাদি।
কুষ্টিয়া জেলা(আকাশ পথ)☞☞এখানে কোন বিমানবন্দর না থাকায় সরাসরি আকাশপথে ভ্রমণ সম্ভব নয়।
কুষ্টিয়া জেলা(রেল যোগাযোগ)☞☞কমলাপুর রেল ষ্টেশন থেকে যমুনা সেতু হয়ে কুষ্টিয়া ট্রেন যোগে ভ্রমণ করা যায়। এই রুটের ট্রেন গুলোর মধ্যে চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস এর মধ্যে অন্যতম।
কুষ্টিয়া জেলা(সড়কপথ)☞☞রাজধানী শহরের সংগে সরাসরি বাস যোগাযোগ আছে। আন্তঃজেলা বাস যোগাযোগব্যবস্থা আছে। গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে কুষ্টিয়া জেলায় ভ্রমণের জন্য সরাসরি বাস পাওয়া যায়।
কুষ্টিয়া জেলা(চিত্তাকর্ষক স্থান)☞☞
কুষ্টিয়া একটি প্রাচীন জনপদ। পূর্বে কুষ্টিয়া নদীয়া জেলার একটি মহকুমা ছিল। এখানে দেখার মত অনেক স্থান রয়েছেঃ
রবীন্দ্রনাথের কুঠিবাড়ী - কুমারখালি উপজেলার শিলাইদহে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ী রয়েছে;
ফকির লালন সাঁইজির মাজার - বাউল ফকির লালন সাঁইজির মাজার কুমারখালি উপজেলার চাঁপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া গ্রামে;
টেগর লজ - কুষ্টিয়া শহরের মিলপাড়ায় অবস্থিত এই দোতলা ভবনটি;
পরিমল থিয়েটার - কুষ্টিয়া শহরের স্থায়ী রঙ্গমঞ্চ;
গোপীনাথ জিউর মন্দির - নলডাঙ্গার মহারাজা প্রমথ ভূষণ দেব রায় কর্তৃক দানকৃত জমির উপর নির্মিত;
মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা - বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের বাস্ত্তভিটা কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় অবস্থিত;
পাকশী রেল সেতু - কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু;
লালন শাহ সেতু - কুস্টিয়া জেলার পদ্মা নদীর উপর নির্মিত "লালন শাহ" সেতুটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু।
ফকির লালন সাঁইজির মাজার - বাউল ফকির লালন সাঁইজির মাজার কুমারখালি উপজেলার চাঁপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া গ্রামে;
টেগর লজ - কুষ্টিয়া শহরের মিলপাড়ায় অবস্থিত এই দোতলা ভবনটি;
পরিমল থিয়েটার - কুষ্টিয়া শহরের স্থায়ী রঙ্গমঞ্চ;
গোপীনাথ জিউর মন্দির - নলডাঙ্গার মহারাজা প্রমথ ভূষণ দেব রায় কর্তৃক দানকৃত জমির উপর নির্মিত;
মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা - বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের বাস্ত্তভিটা কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় অবস্থিত;
পাকশী রেল সেতু - কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু;
লালন শাহ সেতু - কুস্টিয়া জেলার পদ্মা নদীর উপর নির্মিত "লালন শাহ" সেতুটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু।
কুষ্টিয়া জেলা(বিখ্যাত খাবার)☞☞তিলের খাজা।
কুষ্টিয়া জেলা(বিশিষ্ট ব্যক্তিত্ব)☞☞
লালন শাহ্ - প্রখ্যাত বাউল ও মরমী গানের স্রষ্ঠা;
ব্যারিস্টার এম,আমীর-উল-ইসলাম - বিশিষ্ট আইনজীবী ও মুক্তিযোদ্ধা
প্যারীসুন্দরী দেবী - নীলকর টমাস আইভান কেনির কৃষকদের উপর অত্যাচারের বিরুদ্ধে কৃষক আন্দোলন করেন;
কাঙাল হরিনাথ - সাময়িক পত্রসেবী, সমাজ বিপ্লবী ও বাউল কবি;
জলধর সেন - ভ্রমণ কাহিনী ও উপন্যাস লেখক
মোহিনী মোহন চক্রবর্তী - প্রখ্যাত ব্যবসায়ী ও পূর্ববাংলার সর্ববৃহৎ কাপড়ের কল চক্রবর্তী এন্ড সন্স-এর প্রতিষ্ঠাতা;
গগন হরকরা - প্রথ্যাত সঙ্গীতজ্ঞ;
মীর মশাররফ হোসেন - প্রখ্যাত সাহিত্যিক;
অক্ষয়কুমার মৈত্রেয় - ইতিহা
লালন শাহ্ - প্রখ্যাত বাউল ও মরমী গানের স্রষ্ঠা;
ব্যারিস্টার এম,আমীর-উল-ইসলাম - বিশিষ্ট আইনজীবী ও মুক্তিযোদ্ধা
প্যারীসুন্দরী দেবী - নীলকর টমাস আইভান কেনির কৃষকদের উপর অত্যাচারের বিরুদ্ধে কৃষক আন্দোলন করেন;
কাঙাল হরিনাথ - সাময়িক পত্রসেবী, সমাজ বিপ্লবী ও বাউল কবি;
জলধর সেন - ভ্রমণ কাহিনী ও উপন্যাস লেখক
মোহিনী মোহন চক্রবর্তী - প্রখ্যাত ব্যবসায়ী ও পূর্ববাংলার সর্ববৃহৎ কাপড়ের কল চক্রবর্তী এন্ড সন্স-এর প্রতিষ্ঠাতা;
গগন হরকরা - প্রথ্যাত সঙ্গীতজ্ঞ;
মীর মশাররফ হোসেন - প্রখ্যাত সাহিত্যিক;
অক্ষয়কুমার মৈত্রেয় - ইতিহা
সবিদ, আইনজীবি ও সাহিত্যিক এবং বিজ্ঞান সম্মত প্রণালীতে বাংলা ভাষায় ইতিহাস রচনায় পথিকৃত;
মাহবুব উল আলম হানিফ - বর্তমান সংসদ সদস্য ও কুষ্টিয়ার উন্নয়নের রুপকার
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘা যতীন) - অগ্নিযুগের প্রখ্যাত স্বদেশী নেতা ও সশস্ত্র সংগ্রামী;
ড. রাধা বিনোদ পাল - প্রখ্যাত আইনজীবি, আইন সম্পর্কিত বহু গ্রন্থের রচয়িতা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আন্তর্জাতিক সামরিক আদালতের বিচারকের দায়িত্ব পালনকারী;
খগেন্দ্রনাথ মিত্র - খ্যাতনামা শিশু সাহিত্যিক।
ড. কাজী মোতাহার হোসেন - সাহিত্যিক, শিক্ষাবিদ, সঙ্গীতজ্ঞ ও দাবাড়ু;
মাহমুদা খাতুন সিদ্দিকা - বাঙ্গালী মুসলি
মাহবুব উল আলম হানিফ - বর্তমান সংসদ সদস্য ও কুষ্টিয়ার উন্নয়নের রুপকার
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘা যতীন) - অগ্নিযুগের প্রখ্যাত স্বদেশী নেতা ও সশস্ত্র সংগ্রামী;
ড. রাধা বিনোদ পাল - প্রখ্যাত আইনজীবি, আইন সম্পর্কিত বহু গ্রন্থের রচয়িতা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আন্তর্জাতিক সামরিক আদালতের বিচারকের দায়িত্ব পালনকারী;
খগেন্দ্রনাথ মিত্র - খ্যাতনামা শিশু সাহিত্যিক।
ড. কাজী মোতাহার হোসেন - সাহিত্যিক, শিক্ষাবিদ, সঙ্গীতজ্ঞ ও দাবাড়ু;
মাহমুদা খাতুন সিদ্দিকা - বাঙ্গালী মুসলি
ম মহিলাদের মধ্যে প্রথম সনেট ও গদ্য ছন্দে কবিতা লিখেছেন;
আজিজুর রহমান - কবি, গীতিকার ও কুষ্টিয়ার ইতিহাস সন্ধানী;
রোকনুজ্জামান খান দাদাভাই - খ্যাতনামা শিশু সংগঠক;
কাজী আরেফ আহমেদ - মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক ও বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার;
স্যার মন্মথনাথ মুখোপাধ্যায় - কলকাতা হাইকোর্টের বিচারপতি ও আইনশাস্ত্রবিদ
শিবেন্দ্রমোহন রায় - ব্রিটিশ আমলের কমিউনিস্ট কর্মী এবং মানবাধিকার আন্দোলনের শহীদ;
শাহ আজিজুর রহমান - রাজনীতিবিদ ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী;
আল্লামা আব্দুস সোবহান - বিশিষ্ট ইসলামীক চিন্তাবীদ;
সায়েম রানা - সহকারী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়;
আদিত্য শাহীন - নিউজ এডিটর চ্যানেল আই
হাবিবুল বাশার সুমন - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক;
এনামুল হক বিজয় - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার;
সালাউদ্দিন লাভলু - বিশিষ্ট নাট্য নির্মাতা ও অভিনেতা।
এস.আই.টুটুল - বিশিষ্ট সংগীত পরিচালক, সুরকার ও গায়ক।
আজিজুর রহমান - কবি, গীতিকার ও কুষ্টিয়ার ইতিহাস সন্ধানী;
রোকনুজ্জামান খান দাদাভাই - খ্যাতনামা শিশু সংগঠক;
কাজী আরেফ আহমেদ - মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক ও বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার;
স্যার মন্মথনাথ মুখোপাধ্যায় - কলকাতা হাইকোর্টের বিচারপতি ও আইনশাস্ত্রবিদ
শিবেন্দ্রমোহন রায় - ব্রিটিশ আমলের কমিউনিস্ট কর্মী এবং মানবাধিকার আন্দোলনের শহীদ;
শাহ আজিজুর রহমান - রাজনীতিবিদ ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী;
আল্লামা আব্দুস সোবহান - বিশিষ্ট ইসলামীক চিন্তাবীদ;
সায়েম রানা - সহকারী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়;
আদিত্য শাহীন - নিউজ এডিটর চ্যানেল আই
হাবিবুল বাশার সুমন - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক;
এনামুল হক বিজয় - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার;
সালাউদ্দিন লাভলু - বিশিষ্ট নাট্য নির্মাতা ও অভিনেতা।
এস.আই.টুটুল - বিশিষ্ট সংগীত পরিচালক, সুরকার ও গায়ক।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "কুষ্টিয়া জেলা"
একটি মন্তব্য পোস্ট করুন