আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

চুয়াডাঙ্গা জেলা

চুয়াডাঙ্গা জেলা


চুয়াডাঙ্গা জেলা

চুয়াডাঙ্গা জেলা


চুয়াডাঙ্গা জেলা(মোট আয়তন)☞☞১১৭৪.১০ কিমি২ (৪৫৩.৩২ বর্গমাইল)।

চুয়াডাঙ্গা জেলা(নামকরণ)☞☞চুয়াডাঙ্গার নামকরণ সম্পর্কে কথিত আছে যে, এখানকার মল্লিক বংশের আদিপুরুষ চুঙ্গো মল্লিকের নামে এ জায়গার নাম চুয়াডাঙ্গা হয়েছে। ১৭৪০ খ্রিষ্টাব্দের দিকে চুঙ্গো মল্লিক তাঁর স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে ভারতের নদীয়া ও মুর্শিদাবাদ জেলার সীমানার ইটেবাড়ি- মহারাজপুর গ্রাম থেকে মাথাভাঙ্গা নদীপথে এখানে এস প্রথম বসতি গড়েন। ১৭৯৭ সালের এক রেকর্ডে এ জায়গার নাম চুঙ্গোডাঙ্গা উল্লেখ রয়েছে। ফারসি থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় উচ্চারণের বিকৃতির কারণে বর্তমান চুয়াডাঙ্গা নামটা এসেছে। চুয়াডাঙ্গা নামকরণের আরো দুটি সম্ভাব্য কারণ প্রচলিত আছে।

চুয়াডাঙ্গা জেলা(প্রতিষ্ঠা  সাল)☞☞১৯৪৭ সালে ভারত বিভাগের সময় কৃষ্ণগঞ্জ থানা বাদ দিয়ে সমগ্র চুয়াডাঙ্গা মহকুমা পূর্ব বাংলার কুষ্টিয়া জেলার অধীন হয়। ১৯৮৪ সালে কুষ্টিয়া থেকে পৃথক করে চুয়াডাঙ্গাকে স্বতন্ত্র জেলার মর্যাদা দেয়া হয়।

চুয়াডাঙ্গা জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে কুষ্টিয়া ও মেহেরপুর জেলা, পূর্ব এবং দক্ষিণে ঝিনাইদহ জেলা, পশ্চিমে মেহেরপুর জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।
                                                       চুয়াডাঙ্গা জেলা

চুয়াডাঙ্গা জেলা(মৌজা )☞☞সর্বমোট ৩৬৪টি  মৌজা।

চুয়াডাঙ্গা জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০৪টি পৌরসভা। 

চুয়াডাঙ্গা জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৩১টি ইউনিয়ন।

চুয়াডাঙ্গা জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ৫১৪টি গ্রাম।

চুয়াডাঙ্গা জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৪টি উপজেলা☞চুয়াডাঙ্গা সদর উপজেলা,আলমডাঙ্গা উপজেলা,দামুড়হুদা উপজেলা,জীবননগর উপজেলা ।


চুয়াডাঙ্গা জেলা(আকাশ পথ)☞☞এখানে কোন বিমানবন্দর না থাকায় সরাসরি আকাশপথে ভ্রমণ সম্ভব নয়।

চুয়াডাঙ্গা জেলা(সড়কপথ)☞☞রাজধানী শহরের সংগে সরাসরি বাস যোগাযোগ আছে। আন্তঃজেলা বাস যোগাযোগব্যবস্থা আছে।

চুয়াডাঙ্গা জেলা(নদনদী)☞☞চুয়াডাঙ্গা জেলায় অনেকগুলো নদী রয়েছে। নদীগুলো হচ্ছে নবগঙ্গা নদী, চিত্রা নদী, ভৈরব নদ, কুমার নদ, মাথাভাঙ্গা নদী।

চুয়াডাঙ্গা জেলা(কৃতী ব্যক্তিত্ব)☞☞
খোদা বক্স সাঁই - (গীতিকার সুরকার ও গায়ক - ১৯৯১ সালে একুশে পদকপ্রাপ্ত
অনন্তহরি মিত্র (১৯০৬ - ২৮ সেপ্টেম্বর ১৯২৬) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী;
সোলায়মান হক জোয়ার্দার (সেলুন) - বিশিষ্ট রাজনীতিবিদ ও সংসদ সদস্য;
মোঃ মোজাম্মেল হক (শিল্পপতি) - বিশিষ্ট রাজনীতিবিদ ও শিল্পপতি, সাবেক সংসদ সদস্য;
সুবেদার মেজর সাইদুর রহমান (বীর প্রতীক) - খেতাবপ্রাপ্ত বীরপ্রতীক;
হারুনুর রশীদ (বীর প্রতীক) - খেতাবপ্রাপ্ত শহীদ বীরপ্রতীক।

চুয়াডাঙ্গা জেলা(বিখ্যাত খাবার)☞☞ পান,তামাক,ভুট্টা। 

চুয়াডাঙ্গা জেলা(দর্শনীয় স্থান ও স্থপনা)☞☞
পুলিশ পার্ক - পুলিশ সুপার-এর কার্যালয় সংলগ্ন;
দত্তনগর কৃষি খামার, জীবননগর
শিশু স্বর্গ - ফেরি ঘাট রোড
নাটুদহের আট কবর - মুক্তিযুদ্ধে শহীদ আটজন বীর মুক্তিযোদ্ধার কবর;
কেরু সুগার মিলস এন্ড ডিস্টিলারি - দর্শনা;
তিন গম্বুজবিশিষ্ট চুয়াডাঙ্গা বড় মসজিদ;
ঘোলদাড়ি জামে মসজিদ (১০০৬ খ্রিস্টাব্দ) - আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি গ্রামে;
তিয়রবিলা বাদশাহী মসজিদ - আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রাম;
ঠাকুরপুর মসজিদ;
শিবনগর মসজিদ;
জামজামি মসজিদ;
আট কবর- দামুড়হুদা
হাজারদুয়ারি স্কুল - দামুড়হুদা;
নীলকুঠি - কার্পাসডাঙ্গা ও ঘোলদাড়ি;
আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন - ব্রিটিশ আমলে নীলকুঠি হিসেবে ব্যবহৃত হত;
খাজা মালিক উল গাউস-এর মাজার - তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি গ্রাম।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "চুয়াডাঙ্গা জেলা"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel