![নড়াইল জেলা নড়াইল জেলা](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLKt35RXrFTpsLyv15zBNuk2s59dGRnATdk8KDXWqGQJaXCBq8FIeWeVDH8RchLXfTTbQxb-l8Foh9Y_i4LmHB8omCTguwol4xj7PSvBZxWAjRMNKQ_LUfPTSUPuYNEKO7ovL0p_9YDPq4/s1600/download.jpg)
নড়াইল জেলা
বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
2 Comments
নড়াইল জেলা
নড়াইল জেলা(নামকরণ)☞☞নড়াইল নামকরণ নিয়ে ঐতিহাসিকবিদরা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেন। কিংবদন্তী আছে, নড়িয়াল ফকিরের আশীর্বাদপুষ্ট নড়ি থেকে নড়িয়াল নামের উৎপত্তি। নড়িয়াল ফকিরের আশীর্বাদপুষ্ট তাই নাম হয় নড়িয়াল। পরবর্তীতে লোকমুখে বিকৃত হয়ে নড়িয়াল থেকে নড়াইল।
নড়াইল জেলা(প্রতিষ্ঠা সাল)☞☞১৯৩৪ সালে প্রশাসনিক সীমানা পূর্নগঠনের সময় অভয়নগরের পেড়লী, বিছালী ও শেখহাটি এই তিনটি ইউনিয়নকে নড়াইল জেলা ভুক্ত করে অবশিষ্ট অভয়নগর যশোর জেলা ভুক্ত করা হয়।
নড়াইল জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে মাগুরা জেলা, দক্ষিণে খুলনা ও বাগেরহাট জেলা, পূর্বে ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা, পশ্চিমে যশোর জেলা।
![নড়াইল জেলা নড়াইল জেলা](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYOT2IVCdJaPL9Tu4_cpcLNKa5dPNgvle20ZHl53Pvlwe61_PcUK9rElcKFnIm5Dvf2vDDtqdQZVrc9noW7_6xGMnTud5laG_-n5-qoUTnrmoxVOyn1xl_0L93nuye917oW-NUY4ix7tel/s1600/250px-BD_Narail_District_locator_map.svg.png)
নড়াইল জেলা(মৌজা )☞☞সর্বমোট ৪৪৫টি মৌজা।
নড়াইল জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০২টি পৌরসভা।
নড়াইল জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৩৭টি ইউনিয়ন।
নড়াইল জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ৬৫১টি গ্রাম।
নড়াইল জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৩টি উপজেলা☞কালিয়া,নড়াইল সদর,লোহাগড়া।
নড়াইল জেলা(স্থল পথ)☞☞ঢাকা থেকে নড়াইল সাধারনত সড়ক পথেই যাতায়েত করা হয়ে থাকে। ঢাকা থেকে নড়াইল জেলায় সড়ক পথে যাতায়েত করতে সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টা, তবে ফেরী পারাপারের সময় যানজট থাকলে সময় বেশী লাগে।
গাবতলী ও সায়েদাবাদ টার্মিনাল থেকে বেশ কয়েকটি বাস নড়াইলের উদ্দেশ্য ছেড়ে যায়। এ সব বাস গুলোর মধ্যে পর্যটক পরিবহন, দিগন্ত পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, সুন্দরবন সার্ভিস প্রা: লি:, দ্রুতি পরিবহন, আরা পরিবহন ও নড়াইল এক্সপ্রেস অন্যতম।
নড়াইল জেলা(আকাশ পথ)☞☞বিমানবন্দর না থাকায় সরাসরি আকাশপথ ভ্রমণ সম্ভব নয়।
নড়াইল জেলা(বিখ্যাত খাবার)☞☞ পেড়ো সন্দেশ,খেজুর গুড়,খেজুর রস।
নড়াইল জেলা(প্রখ্যাত ব্যক্তিত্ব)☞☞
মাশরাফি বিন মর্তুজা
চিত্রশিল্পী এস, এম সুলতান
কমরেড অমল সেন
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
রবি শংকর
নিহার রজ্ঞন গুপ্ত
কবিয়াল বিজয় সরকার
উদয় শংকর
কমল দাস গুপ্ত
সর্বকনিষ্ঠ শহীদ বুদ্ধীজীবি শেখ আব্দুস সালাম
জারী সম্রাট মোসলেম উদ্দিন বয়াতী
অমৃতনাল দাস অমৃত নগর জমিদার বাড়ী
মাশরাফি বিন মর্তুজা
চিত্রশিল্পী এস, এম সুলতান
কমরেড অমল সেন
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
রবি শংকর
নিহার রজ্ঞন গুপ্ত
কবিয়াল বিজয় সরকার
উদয় শংকর
কমল দাস গুপ্ত
সর্বকনিষ্ঠ শহীদ বুদ্ধীজীবি শেখ আব্দুস সালাম
জারী সম্রাট মোসলেম উদ্দিন বয়াতী
অমৃতনাল দাস অমৃত নগর জমিদার বাড়ী
নড়াইল জেলা(বিখ্যাত স্থান)☞☞
►সুলতান কমপ্লেক্স
►বাধাঘাট
►নিরিবিলি পিকনিক স্পট
►অরুনিমা ইকো পার্ক
►চিত্রা রিসোর্ট
►বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স
►অরুণিমা কান্ট্রিসাইড এন্ড গলফ রিসোর্ট
►তপনভাগ দিঘী
►বাধাঘাট
►নিরিবিলি পিকনিক স্পট
►অরুনিমা ইকো পার্ক
►চিত্রা রিসোর্ট
►বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স
►অরুণিমা কান্ট্রিসাইড এন্ড গলফ রিসোর্ট
►তপনভাগ দিঘী
উপজেলা ১টি কম কানো আমি
উত্তরমুছুনজানি ৪টা
নড়াগাতি বাদ দিছেন
উত্তরমুছুন