মেহেরপুর জেলা
বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
Comment
মেহেরপুর জেলা
মেহেরপুর জেলা(মোট আয়তন)☞☞৭৫১.৬২ কিমি২ (২৯০.২০ বর্গমাইল)।
মেহেরপুর জেলা(নামকরণ)☞☞মেহেরপুর নামকরণ সম্পর্কে এ পর্যন্ত দুটি অনুমান ভিত্তিক তথ্য পাওয়া গেছে। প্রথমটি ইসলাম প্রচারক মরবেশ মেহের আলী নামীয় জনৈক ব্যক্তির নামের সঙ্গে সামঞ্জস্য রেখে মেহেরপুর রাখা হয়। দ্বিতীয়টি বচনকার মিহির ও তাঁর পুত্রবধু খনা এই শহরে বাস করতেন বলে প্রচলিত আছে। মিহিরের নাম থেকে মিহিরপুর এবং পরবর্তীতে তা মেহেরপুর হয়।
মেহেরপুর জেলা(প্রতিষ্ঠা সাল)☞☞ ১৯৮৪ সালের ২৪ শে ফেব্রুয়ারী মেহেরপুর জেলার মর্যাদা লাভ করে।
মেহেরপুর জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে কুষ্টিয়া জেলা ও পশ্চিমবঙ্গ (ভারত), দক্ষিণে চুয়াডাঙ্গা ও পশ্চিমবঙ্গ (ভারত), পূর্বে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা, পশ্চিমে পশ্চিমবঙ্গ (ভারত)।
মেহেরপুর জেলা(মৌজা )☞☞সর্বমোট ১৮০টি মৌজা।
মেহেরপুর জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০২টি পৌরসভা☞মেহেরপুর পৌরসভা,গাংনী পৌরসভা।
মেহেরপুর জেলা(ওয়ার্ড )☞☞ সর্বমোট ১৮টি ওয়ার্ড।
মেহেরপুর জেলা(মহল্লা )☞☞সর্বমোট ১০০টি মহল্লা।
মেহেরপুর জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ১৮টি ইউনিয়ন।
মেহেরপুর জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ২৮৫টি গ্রাম।
মেহেরপুর জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৩টি উপজেলা☞মেহেরপুর সদর উপজেলা,মুজিবনগর,গাংনী।
মেহেরপুর জেলা(সড়কপথ)☞☞রাজধানী শহরের সংগে সরাসরি বাস যোগাযোগ আছে। আন্তঃজেলা বাস যোগাযোগব্যবস্থা আছে। গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে মেহেরপুর জেলায় ভ্রমণের জন্য সরাসরি বাস পাওয়া যায়।এছাড়া রাজশাহী থেকে মেহেরপুর জেলার সরাসরি বাস যোগাযোগ আছে।
মেহেরপুর জেলা(রেল যোগাযোগ)☞☞মেহেরপুর জেলায় কোন রেলপথ নাই। সড়ক পথে চুয়াডাঙ্গা যাওয়ার পর চুয়াডাঙ্গা থেকে রেলপথে ঢাকা, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, চাপাইনবাবগঞ্জ, সৈয়দপুর যাওয়া যায়।
মেহেরপুর জেলা(আকাশ পথ)☞☞এখানে কোন বিমানবন্দর না থাকায় সরাসরি আকাশপথে ভ্রমণ সম্ভব নয়। তবে অভ্যন্তরীণ রুটে বিমানে ঢাকা থেকে যশোর; অতঃপর সড়ক পথে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা হয়ে মেহেরপুর আসা যায়।
মেহেরপুর জেলা(নদনদী)☞☞মেহেরপুর জেলায় ৩টি নদী রয়েছে। নদীগুলো হচ্ছে ভৈরব নদী, মাথাভাঙ্গা নদী ও কাজলা নদী।
মেহেরপুর জেলা(নামকরণ)☞☞মেহেরপুর নামকরণ সম্পর্কে এ পর্যন্ত দুটি অনুমান ভিত্তিক তথ্য পাওয়া গেছে। প্রথমটি ইসলাম প্রচারক মরবেশ মেহের আলী নামীয় জনৈক ব্যক্তির নামের সঙ্গে সামঞ্জস্য রেখে মেহেরপুর রাখা হয়। দ্বিতীয়টি বচনকার মিহির ও তাঁর পুত্রবধু খনা এই শহরে বাস করতেন বলে প্রচলিত আছে। মিহিরের নাম থেকে মিহিরপুর এবং পরবর্তীতে তা মেহেরপুর হয়।
মেহেরপুর জেলা(প্রতিষ্ঠা সাল)☞☞ ১৯৮৪ সালের ২৪ শে ফেব্রুয়ারী মেহেরপুর জেলার মর্যাদা লাভ করে।
মেহেরপুর জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে কুষ্টিয়া জেলা ও পশ্চিমবঙ্গ (ভারত), দক্ষিণে চুয়াডাঙ্গা ও পশ্চিমবঙ্গ (ভারত), পূর্বে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা, পশ্চিমে পশ্চিমবঙ্গ (ভারত)।
মেহেরপুর জেলা(মৌজা )☞☞সর্বমোট ১৮০টি মৌজা।
মেহেরপুর জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০২টি পৌরসভা☞মেহেরপুর পৌরসভা,গাংনী পৌরসভা।
মেহেরপুর জেলা(মহল্লা )☞☞সর্বমোট ১০০টি মহল্লা।
মেহেরপুর জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ১৮টি ইউনিয়ন।
মেহেরপুর জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ২৮৫টি গ্রাম।
মেহেরপুর জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৩টি উপজেলা☞মেহেরপুর সদর উপজেলা,মুজিবনগর,গাংনী।
মেহেরপুর জেলা(সড়কপথ)☞☞রাজধানী শহরের সংগে সরাসরি বাস যোগাযোগ আছে। আন্তঃজেলা বাস যোগাযোগব্যবস্থা আছে। গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে মেহেরপুর জেলায় ভ্রমণের জন্য সরাসরি বাস পাওয়া যায়।এছাড়া রাজশাহী থেকে মেহেরপুর জেলার সরাসরি বাস যোগাযোগ আছে।
মেহেরপুর জেলা(রেল যোগাযোগ)☞☞মেহেরপুর জেলায় কোন রেলপথ নাই। সড়ক পথে চুয়াডাঙ্গা যাওয়ার পর চুয়াডাঙ্গা থেকে রেলপথে ঢাকা, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, চাপাইনবাবগঞ্জ, সৈয়দপুর যাওয়া যায়।
মেহেরপুর জেলা(আকাশ পথ)☞☞এখানে কোন বিমানবন্দর না থাকায় সরাসরি আকাশপথে ভ্রমণ সম্ভব নয়। তবে অভ্যন্তরীণ রুটে বিমানে ঢাকা থেকে যশোর; অতঃপর সড়ক পথে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা হয়ে মেহেরপুর আসা যায়।
মেহেরপুর জেলা(নদনদী)☞☞মেহেরপুর জেলায় ৩টি নদী রয়েছে। নদীগুলো হচ্ছে ভৈরব নদী, মাথাভাঙ্গা নদী ও কাজলা নদী।
মেহেরপুর জেলা(চিত্তাকর্ষক স্থান)☞☞
মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও কমপ্লেক্স
পৌর ঈদগাহ
মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ
আমদহ গ্রামের স্থাপত্য নিদর্শন
সিদ্ধেশ্বরী কালী মন্দির
আমঝুপি নীলকুঠি
ভাটপাড়া নীলকুঠি, সাহারবাটি
ভবানন্দপুর মন্দির
মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও কমপ্লেক্স
পৌর ঈদগাহ
মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ
আমদহ গ্রামের স্থাপত্য নিদর্শন
সিদ্ধেশ্বরী কালী মন্দির
আমঝুপি নীলকুঠি
ভাটপাড়া নীলকুঠি, সাহারবাটি
ভবানন্দপুর মন্দির
মেহেরপুর জেলা(বিশিষ্ট ব্যক্তিত্ব)☞☞
ইমরুল কায়েস- ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দল
দীনেন্দ্রকুমার রায়
রাখী গুলজার
মেহেরপুর জেলা(বিখ্যাত খাবার)☞☞ মিষ্টি সাবিত্রি ও রসকদম্ব,আমড়া।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "মেহেরপুর জেলা "
একটি মন্তব্য পোস্ট করুন