ভোলা জেলা
বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
Comment
ভোলা জেলা
ভোলা জেলা(মোট আয়তন)☞☞৩৪০৩.৪৮ কিমি২ (১৩১৪.০৯ বর্গমাইল)।ভোলা জেলা(নামকরণ)☞☞ভোলা জেলার নামকরণের পিছনে স্থায়ীভাবে একটি লোককাহিনী প্রচলিত আছে যে, ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মত অপ্রশস্ত ছিলনা। একসময় এটি পরিচিত ছিল বেতুয়া নদী নামে। খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার করা হত। বুড়ো এক মাঝি এখানে খেয়া নৌকার সাহায্যে লোকজন পারাপার করতো। তাঁর নাম ছিল ভোলা গাজী পাটনী। বর্তমানে যোগীরঘোলের কাছেই তাঁর আস্তানা ছিল। এই ভোলা গাজীর নামানুসারেই এক সময় স্থানটির নাম দেয়া হয় ভোলা। সেই থেকে আজ অব্দী ভোলা নামে পরিচিত।
ভোলা জেলা(প্রতিষ্ঠা সাল)☞☞ভোলা পৌরসভা গঠিত হয় ১৯২০ সালে। ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি এটিকে জেলায় রূপান্তর করা হয়।
ভোলা জেলা(ভাষা)☞☞ভোলা দেশের একমাত্র জেলা যে জেলার কোনো আঞ্চলিক ভাষা নেই। ভোলার মানুষ সব ধরনের ভাষায় সহজেই কথা বলতে পারে। ভোলা'ই দেশের একমাত্র জেলা যে জেলার মানুষ সবচেয়ে অতিথি পরায়ণ।
ভোলা জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে লক্ষ্মীপুর ও বরিশাল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা, মেঘনা নদী এবং শাহবাজপুর চ্যানেল, পশ্চিমে পটুয়াখালী ও বরিশাল জেলা এবং তেঁতুলিয়া নদী।
ভোলা জেলা(মৌজা )☞☞সর্বমোট ৪০৯টি মৌজা।
ভোলা জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০৫টি পৌরসভা।
ভোলা জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৬২টি ইউনিয়ন।
ভোলা জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ৪৬১টি গ্রাম।
ভোলা জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৭টি উপজেলা☞ভোলা সদর উপজেলা,তজমুদ্দিন উপজেলা,দৌলতখান উপজেলা,বোরহানউদ্দিন উপজেলা,মনপুরা উপজেলা,লালমোহন উপজেলা,চরফ্যাশন উপজেলা।
ভোলা জেলা(নৌপথ )☞☞ভোলা শহর ঢাকা থেকে নদী পথে দূরত্ব ১৯৫ কি.মি.।লঞ্চযোগে (সরাসরি)৮/৯ ঘন্টা সময় লাগে।
ভোলা জেলা(নদনদী)☞☞মেঘনা, শাহবাজপুর চ্যানেল, তেঁতুলিয়া ও গণেশপুরা নদী এবং দারোগার খাল উল্লেখযোগ্য।
ভোলা জেলা(বিখ্যাত খাবার)☞☞ নারিকেল,মহিষের দুধের দই।
ভোলা জেলা(বিশিষ্ট ব্যক্তিত্ব)☞☞
মোস্তফা কামাল
কবি মোজাম্মেল হক,
কবি নাসির আহমেদ
নলিনী দাস
মোহাম্মদ আবদুল মুহিত
শহিদ মোতাহার উদ্দিন মাস্টার
অধ্যক্ষ ফারুকুর রহমান
আন্দালিব রহমান
মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম)
নাজিউর রহমান মন্জু (এমপি)
তোফায়েল আহমেদ (এমপি)
মরহুম মোশারফ হোসেন শাহজাহান (এমপি)
অালহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি)
আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (এমপি)
নাজিম উদ্দিন আলম (এমপি)
আমিনুল হক
এ কেমকবুল আহমেদ
মোঃ হোসেন চৌধুরী
এডভোকেট ইউছুফ হোসেন হুমায়ুন
তৌসিফ (অভিনেতা)
ডাঃ আজাহার উদ্দিন আহমদ
আজিজুদ্দিন আহমদ
আবদুল হাই চৌধুরী
এম. মোকাম্মেল হক
মোস্তফা কামাল
কবি মোজাম্মেল হক,
কবি নাসির আহমেদ
নলিনী দাস
মোহাম্মদ আবদুল মুহিত
শহিদ মোতাহার উদ্দিন মাস্টার
অধ্যক্ষ ফারুকুর রহমান
আন্দালিব রহমান
মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম)
নাজিউর রহমান মন্জু (এমপি)
তোফায়েল আহমেদ (এমপি)
মরহুম মোশারফ হোসেন শাহজাহান (এমপি)
অালহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি)
আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (এমপি)
নাজিম উদ্দিন আলম (এমপি)
আমিনুল হক
এ কেমকবুল আহমেদ
মোঃ হোসেন চৌধুরী
এডভোকেট ইউছুফ হোসেন হুমায়ুন
তৌসিফ (অভিনেতা)
ডাঃ আজাহার উদ্দিন আহমদ
আজিজুদ্দিন আহমদ
আবদুল হাই চৌধুরী
এম. মোকাম্মেল হক
ভোলা জেলা(চিত্তাকর্ষক স্থান )☞☞
মনপুরা দ্বীপ
শাহবাজপুর গ্যাস ক্ষেত্র
চর কুকরী মুকরী
শিশু পার্ক
জ্যাকব ওয়াচ টাওয়ার, চরফ্যাশন
তারুয়া সমূদ্র সৈকত
উপকূলীয় সবুজ বেষ্টনী
তুলাতলী পর্যটন কেন্দ্র, ভোলা সদর।
মনপুরা দ্বীপ
শাহবাজপুর গ্যাস ক্ষেত্র
চর কুকরী মুকরী
শিশু পার্ক
জ্যাকব ওয়াচ টাওয়ার, চরফ্যাশন
তারুয়া সমূদ্র সৈকত
উপকূলীয় সবুজ বেষ্টনী
তুলাতলী পর্যটন কেন্দ্র, ভোলা সদর।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "ভোলা জেলা "
একটি মন্তব্য পোস্ট করুন