চাঁদপুর জেলা
বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
Comment
চাঁদপুর জেলা
চাঁদপুর জেলা(মোট আয়তন)☞☞ ১৭০৪.০৬ কিমি২ (৬৫৭.৯৪ বর্গমাইল)।
চাঁদপুর জেলা(নামকরণ)☞☞১৭৭৯ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনামলে ইংরেজ জরিপকারী মেজর জেমস রেনেল তৎকালনি বাংলার যে মানচিত্র অংকন করেছিলেন তাতে চাঁদপুর নামে এক অখ্যাত জনপদ ছিল। তখন চাঁদপুরের দক্ষিণে নরসিংহপুর নামক ( বর্তমানে যা নদীগর্ভে বিলীন) স্থানে চাঁদপুরের অফিস-আদালত ছিল। পদ্মা ও মেঘনার সঙ্গমস্থল ছিল বতৃমান স্থান থেকে পাওয়া প্রায় ৬০ মাইল দক্ষিণ-পশ্চিমে। মেঘনা নদীর ভাঙ্গাগড়ার খেলায় এ এলাকা বর্তমানে বিলীন। বার ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের দখলে ছিল। ঐতিহাসিক জে.এম সেনগুপ্তের মতে চাঁদরায়ের নামানুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর। কথিত আছে চাঁপুরের (কোড়ালিয়া) পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নামানুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর। কারো কারো মতে, শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাষক দিল্লী থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি নদী বন্দর স্থাপন করেছিলেন। তাঁর নামানুসারে চাঁদপুর।
চাঁদপুর জেলা(প্রতিষ্ঠা সাল)☞☞১৮৭৮ সালে প্রথম চাঁদপুর মহকুমার সৃষ্টি হয়। ১৮৯৬ সালের ১ অক্টোবর চাঁদপুর শহরকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। ১৯৮৪ সালের ১৫ ই ফেব্রুয়ারী চাঁদপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।
চাঁদপুর জেলা(ভৌগোলিক সীমানা)☞☞পূর্বে কুমিল্লা জেলা, পশ্চিমে মেঘনা নদী, শরীয়তপুর ও বরিশাল জেলা, উত্তরে মুন্সিগঞ্জ ও কুমিল্লা জেলা এবং দক্ষিণে লক্ষ্মীপুর, নোয়াখালী ও বরিশাল জেলা।
চাঁদপুর জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০৮টি পৌরসভা☞চাঁদপুর, শাহরাস্তি, মতলব, ছেংগারচর, হাজীগঞ্জ, কচুয়া, নারায়ণপুর ও ফরিদগঞ্জ।
চাঁদপুর জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৮৯টি ইউনিয়ন।
চাঁদপুর জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ১২৩০টি গ্রাম।
চাঁদপুর জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৮টি উপজেলা☞চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাইমচর, হাজীগঞ্জ, কচুয়া, শাহরাস্তি ও ফরিদগঞ্জ।
চাঁদপুর জেলা(বিখ্যাত খাবার)☞☞ ইলিশ।
চাঁদপুর জেলা(আকাশ পথ)☞☞চাঁদপুর জেলায় কোন বিমানবন্দর নেই।
চাঁদপুর জেলা(সড়কপথ)☞☞কা থেকে চাঁদপুরের উদ্দেশ্য যেসব গাড়ি ছেড়ে যায় সেগুলোর মধ্যে পদ্ম এক্সপ্রেস ও মতলব এক্সপ্রেস অন্যতম।
চাঁদপুর জেলা(নৌপথ )☞☞চাঁদপুর জেলার আওতাধীন ২০৩ কিঃ মিঃ নৌপথ রয়েছে,ঢাকা সদরঘাট নদী বন্দর লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুরের উদ্দেশ্য যে অনেক লঞ্চ ছেড়ে যায়।
চাঁদপুর জেলা(নদনদী)☞☞চাঁদপুর জেলা নদীর জেলা হিসেবে পরিচিত।এখানে জালের মতো বিস্তৃত আছে অনেক নদী।এখানে ৮ টি নদী আছে যা অন্য যে কোনো জেলা থেকে অনেক বেশি। নদীগুলো হচ্ছে:
মেঘনা নদী
পদ্মা নদী
ডাকাতিয়া নদী
গোমতী নদী
ধনাগোদা নদী
মতলব নদী
উধামধি নদী
চারাতভোগ নদী
পদ্মা নদী
ডাকাতিয়া নদী
গোমতী নদী
ধনাগোদা নদী
মতলব নদী
উধামধি নদী
চারাতভোগ নদী
চাঁদপুর জেলা(চিত্তাকর্ষক স্থান)☞☞
বড়স্টেশন মোলহেড নদীর মোহনা (চাঁদপুর সদর)
জেলা প্রশাসকের বাংলোয় অবস্থিত দুর্লভ জাতের নাগলিঙ্গম গাছ।
চাঁদপুর জেলার ঐতিহ্যের প্রতীক ইলিশ চত্বর।
ভাষ্কর্য(৯টি)
প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ এলাকা
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুক্তিযুদ্ধের স্মারক।
চাঁদপুর চিড়িয়াখানা, সাচার।
মত্স্য জাদুঘর,চাঁদপুর।
সরকারী বোটানিকাল গার্ডেন,চাঁদপুর।
সরকারী শিশু পার্ক
হাজীগঞ্জ বড় মসজিদ(৬ষ্ঠ বৃহত্তম)
প্রাচীন স্থানসমূহে উল্লেখিত স্থান
মেঘনা-পদ্মার চর
ফাইভ স্টার পার্ক
গুরুর চর
রূপসা জমিদার বাড়ি
কড়ৈতলী জমিদার বাড়ি
লোহাগড় মঠ
জেলা প্রশাসকের বাংলোয় অবস্থিত দুর্লভ জাতের নাগলিঙ্গম গাছ।
চাঁদপুর জেলার ঐতিহ্যের প্রতীক ইলিশ চত্বর।
ভাষ্কর্য(৯টি)
প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ এলাকা
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুক্তিযুদ্ধের স্মারক।
চাঁদপুর চিড়িয়াখানা, সাচার।
মত্স্য জাদুঘর,চাঁদপুর।
সরকারী বোটানিকাল গার্ডেন,চাঁদপুর।
সরকারী শিশু পার্ক
হাজীগঞ্জ বড় মসজিদ(৬ষ্ঠ বৃহত্তম)
প্রাচীন স্থানসমূহে উল্লেখিত স্থান
মেঘনা-পদ্মার চর
ফাইভ স্টার পার্ক
গুরুর চর
রূপসা জমিদার বাড়ি
কড়ৈতলী জমিদার বাড়ি
লোহাগড় মঠ
চাঁদপুর জেলা(কৃতী ব্যক্তিত্ব)☞☞
লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী (৮ নং সেক্টর কমান্ডার)
মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম (১ নং সেক্টর কমান্ডার),সংসদ সদস্য
ড. মহিউদ্দীন খান আলমগীর, - সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
আ ন ম এহসানুল হক মিলন,সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী
মিজানুর রহমান চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী
হাশেম খান, বরেণ্য চিত্রশিল্পী
এম বি মানিক চিত্র পরিচালক, (বিএফডিসি)
নাসির উদ্দিন, সম্পাদক, সওগাত
নূরজাহান বেগম, সম্পাদক, মাসিক বেগম
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া(বীর বিক্রম) মন্ত্রী
নুরুল হুদা-প্রাক্তন মন্ত্রী
ডা. দীপু মনি-প্রাক্তনপররাষ্ট্র মন্ত্রী
ঢালী আল মামুন চিত্রশিল্পী
রাশেদা বেগম হীরা-সংসদ সদস্য, রাজনীতিবিদ, নারীনেত্রী
দিলদার, অভিনেতা
দিলারা জামান, অভিনেত্রী
শাইখ সিরাজ, গণ মাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান
কবির বকুল, গীতিকার ও সাংবাদিক
এসডি রুবেল- সংগীত শিল্পী
সাদেক বাচ্চু (মাহবুব আহমেদ সাদেক বাচ্চু ) বাংলা চলচ্চিত্রের অন্যতম খলঅভিনেতা।
আলমগীর হায়দার, ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য চাঁদপুর-৪ আসন থেকে
ড. শামছুল হক ভূঁইয়া, সংসদ সদস্য
মরহুম ওয়ালীউল্লা পাটওয়ারী (শিক্ষাবিদ )
মুনতাসীর মামুন ( একজন লেখক ও শিক্ষাবিদ)
মাও. আবদুল মান্নান, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "চাঁদপুর জেলা "
একটি মন্তব্য পোস্ট করুন