নোয়াখালী জেলা
বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
Comment
নোয়াখালী জেলা
নোয়াখালী জেলা(মোট আয়তন)☞☞৪২০২.৭০ কিমি২ (১৬২২.৬৭ বর্গমাইল)।
নোয়াখালী জেলা(নামকরণ)☞☞নোয়াখালী জেলা প্রচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম ছিল সুধারাম। ইতিহাসবিদদের মতে, একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়ার উত্তর-পূর্বাঞ্চল ভয়াবহভঅবে প্লাবিত হয়ে ফসলি জমির ব্যপক ক্ষয়ক্ষতি করে।এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে ১৬৬০ সালে একটি বিশাল খাল খনন করা হয়, যা পানি প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্ঝ, সোইমুড়ী ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল খালকে নোয়াখালীর ভাষায় 'নোয়া (নুতুন) খাল' বলা হত এর ফলে 'ভুলুয়া' নামটি পরিবর্তিত হয়ে ১৬৬৮ সালে নোয়াখালী নামে পরিচিতি লাভ করে।
নোয়াখালী জেলা(প্রতিষ্ঠা সাল)☞☞ ১৮২১ সালে নোয়াখালী জেলা ভুলুয়া জেলা নামে পরিচিত ছিল। ১৮৬৮ সালে এ জেলার নোয়াখালী নামকরণ হয়।
নোয়াখালী জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে কুমিল্লা ও চাঁদপুর জেলা, দক্ষিণে মেঘনার মোহনা ও বঙ্গোপসাগর, পূর্বে ফেনী ও চট্টগ্রাম জেলা, পশ্চিমে লক্ষ্মীপুর ও ভোলা জেলা।
নোয়াখালী জেলা(মৌজা )☞☞সর্বমোট ৯১৪টি মৌজা।
নোয়াখালী জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০৮টি পৌরসভা☞ নোয়াখালী, চাটখিল, চৌমুহনী, বসুরহাট, কবিরহাট, সোনাইমুড়ি, সেনবাগ ও হাতিয়া।
নোয়াখালী জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৮৬টি ইউনিয়ন।
নোয়াখালী জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ৯৭৭টি গ্রাম।
নোয়াখালী জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৯টি উপজেলা☞চাটখিল, সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ, নোয়াখালী সদর (সুধারাম), হাতিয়া, সোনাইমুড়ী, সুবর্ণচর ও কবিরহাট।
নোয়াখালী জেলা (নদনদী)☞☞মেঘনা নদী, সন্দ্বীপ চ্যানেল, হাতিয়া চ্যানেল উল্লেখযোগ্য।
নোয়াখালী জেলা(বিখ্যাত খাবার)☞☞ নারকেল নাড়ু,ম্যারা পিঠা,খোলাজা পিঠা।
নোয়াখালী জেলা(আকাশ পথ)☞☞নোয়াখালীতে বিমানবন্দর এর জায়গা থাকলেও বর্তমানে তা বন্ধ থাকায় সরাসরি আকাশপথে যোগাযোগ এর সুযোগ নেই।
নোয়াখালী জেলা(সড়কপথ)☞☞নোয়াখালী জেলায় সাধারনত সড়ক পথেই ভ্রমণ করা হয়ে থাকে। ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্য যেসব গাড়ি ছেড়ে যায় সেগুলোর মধ্যে সেবা, হিমাচল, হিমালয় (আল-বারাকা), একুশে এক্সপ্রেস অন্যতম।
নোয়াখালী জেলা(উল্লেখযোগ্য ব্যক্তিত্ব)☞☞
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন
সার্জেন্ট জহুরুল হক
আবদুল মালেক উকিল
আনিসুল হক (রাজনীতিবিদ)
জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক
ওবায়দুল কাদের
মোফাজ্জল হায়দার চৌধুরী
শমসের গাজী
মুনীর চৌধুরী
কবীর চৌধুরী
শিরীন শারমিন চৌধুরী
মওদুদ আহমেদ
মোহাম্মদ তোয়াহা
ফেরদৌসী মজুমদার
মোহাম্মদ আবুল বাশার মুন্সী, বীর বিক্রম
মোহাম্মদ শহিদ উল্লাহ মুন্সী, বীর প্রতীক
চিত্তরঞ্জন সাহা
সা’দত হুসাইন
সিরাজুল আলম খান
বদরুল হায়দার চৌধুরী
মোঃ রুহুল আমিন
আ স ম আব্দুর রব
রোজী আফসারী
মফিদুল হক
জেনারেল মঈন ইউ আহমেদ
সার্জেন্ট জহুরুল হক
আবদুল মালেক উকিল
আনিসুল হক (রাজনীতিবিদ)
জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক
ওবায়দুল কাদের
মোফাজ্জল হায়দার চৌধুরী
শমসের গাজী
মুনীর চৌধুরী
কবীর চৌধুরী
শিরীন শারমিন চৌধুরী
মওদুদ আহমেদ
মোহাম্মদ তোয়াহা
ফেরদৌসী মজুমদার
মোহাম্মদ আবুল বাশার মুন্সী, বীর বিক্রম
মোহাম্মদ শহিদ উল্লাহ মুন্সী, বীর প্রতীক
চিত্তরঞ্জন সাহা
সা’দত হুসাইন
সিরাজুল আলম খান
বদরুল হায়দার চৌধুরী
মোঃ রুহুল আমিন
আ স ম আব্দুর রব
রোজী আফসারী
মফিদুল হক
জেনারেল মঈন ইউ আহমেদ
নোয়াখালী জেলা(চিত্তাকর্ষক স্থান)☞☞
নিঝুম দ্বীপ
শহীদ ভুলু স্টেডিয়াম
স্বর্ণ দ্বীপ
বজরা শাহী মসজিদ
গান্ধি আশ্রম
ম্যানগ্রোভ বনাঞ্চল, চর জব্বর
নোয়াখালী জেলা জামে মসজিদ, মাইজদী
নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার, মাইজদী
মাইজদী কোর্ট বিল্ডিং দীঘি, মাইজদী
বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, সোনাইমুড়ী
মহাত্মা গান্ধী জাদুঘর
মুছাপুর ক্লোজার, কোম্পানিগঞ্জ
এয়াকুব আলী ব্যাপারী জামে মসজিদ , বিনোদপুর,সোনাপুর
গোপালপুর চৌধুরীবাড়ী জামে মসজিদ
আলীপুর মিয়া বাড়ী জামে মসজিদ।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "নোয়াখালী জেলা "
একটি মন্তব্য পোস্ট করুন