আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

খাগড়াছড়ি জেলা

খাগড়াছড়ি জেলা


খাগড়াছড়ি জেলা

খাগড়াছড়ি জেলা


খাগড়াছড়ি জেলা(মোট আয়তন)☞☞২৬৯৯.৫৬ কিমি২ (১০৪২.৩১ বর্গমাইল)।

খাগড়াছড়ি জেলা(নামকরণ)☞☞খাগড়াছড়ি একটি নদীর নাম। নদীর পাড়ে খাগড়া বন থাকায় পরবর্তী কালে তা পরিষ্কার করে জনবসতি গড়ে উঠে, ফলে তখন থেকেই এটি খাগড়াছড়ি নামে পরিচিতি লাভ করে।

খাগড়াছড়ি জেলা(প্রতিষ্ঠা  সাল)☞☞ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির মাধ্যমে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে রূপান্তরিত হয়।

খাগড়াছড়ি জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা, পূর্বে রাংঙ্গামাটি জেলা এবং ভারতের মিজোরাম রাজ্য ও ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে চট্টগ্রাম জেলাও ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত।
                                            খাগড়াছড়ি জেলা
খাগড়াছড়ি জেলা(মৌজা )☞☞সর্বমোট ১২১টি  মৌজা।

খাগড়াছড়ি জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০৩টি পৌরসভাখাগড়াছড়ি,মাটিরাঙ্গা,রামগড়।

খাগড়াছড়ি জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৩৮টি ইউনিয়ন।

খাগড়াছড়ি জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ১৩৮৮টি গ্রাম।

খাগড়াছড়ি জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৯টি উপজেলা☞খাগড়াছড়ি সদর,গুইমারা, দীঘিনালা,পানছড়ি,মহালছড়ি, মাটিরাঙ্গা,মানিকছড়ি,রামগড়,লক্ষ্মীছড়ি।

 খাগড়াছড়ি জেলা(আকাশ পথ)☞☞আকাশপথে সরাসরি যোগাযোগ নাই।

খাগড়াছড়ি জেলা(সড়কপথ)☞☞সড়কপথে ঢাকা থেকে প্রতিদিন বিভিন্ন কোম্পানীর একাধিক বাস দিনে ও রাতে ছেড়ে যায়। ঢাকা থেকে সরাসরি খাগড়াছড়ির সাথে এখনো কোনো রেল যোগাযোগ গড়ে ওঠেনি। রেলে করে রাঙ্গামাটি যেতে চাইলে আপনাকে প্রথমে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হবে। চট্টগ্রাম থেকে বিভিন্ন পরিবহনের অসংখ্য বাস রয়েছে সরাসরি খাগড়াছড়ি যাওয়ার।

খাগড়াছড়ি জেলা(নদনদী)☞☞মাইনি ও চেঙ্গী।

খাগড়াছড়ি জেলা(বিখ্যাত খাবার)☞☞ হলুদ।

খাগড়াছড়ি জেলা(বিখ্যাত ব্যক্তিবর্গ)☞☞
ওয়াদুদ ভূইয়া
অনন্ত বিহারী খীসা
যতীন্দ্র লাল ত্রিপুরা,
একেএম,আলীম উল্যাহ,
কুজেন্দ্র লাল ত্রিপুরা,
সমীরণ দেওয়ান
কংজরী চৌধুরী
মোঃ জাহেদুল আলম,
ডঃসুধীন চন্দ্র চাকমা,
হাজী দোস্ত-মোহাম্মদ চৌধুরী (মুক্তিযোদ্ধা কমান্ডার)
প্রবীন চন্দ্র চাকমা
প্রসীত বিকাশ খীসা
সুদিব্য কান্তি চাকমা
জজ দর্শন চাকমা
মেজর অমূল্য ধন চাকমা
সমির দত্ত চাকমা
জনাব শামসুল হক
ওয়াফেস ওসমান

খাগড়াছড়ি জেলা(দর্শনীয় স্থান সমূহ)☞☞
কেন্দ্রীয় শাহী জামে মসজিদ
আলুটিলা গুহা
জেলা পরিষদ হর্টিকালচার পার্ক (ঝুলন্ত ব্রীজ)
মং রাজবাড়ি
গুইমারা
পুরাতন চা বাগান
দেবতা পুকুর
সিন্ধুকছড়ি পুকুর
বৌদ্ধ মন্দির
রামগড় জঙ্গল
রামগড় পাহাড় ও টিলা
লক্ষীছড়ি জলপ্রপাত
স্বার্থক
পানছড়ি অরণ্য কুঠির
হাতিমাথা পাহাড়: পাহাড়িরা একে এ্যাডোশিরা মোন বলে। এ্যাডো শব্দের মানে হাতি আর শিরা মানে মাথা।
সাপমারা রিসাং ঝর্ণা
পানছড়ি রাবার ড্রাম
খাগড়াছড়ি গেইট
শিবছড়ি ঝর্ণা
দীঘিনালার ঝুলন্ত ব্রীজ
মায়াবিনী লেক, ভাইবোনছড়া

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "খাগড়াছড়ি জেলা"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel