আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

লালমনিরহাট জেলা

লালমনিরহাট জেলা


লালমনিরহাট জেলা

লালমনিরহাট জেলা

লালমনিরহাট জেলা(মোট আয়তন)☞☞১২৪০.৯৩ কিমি২ (৪৭৯.১৩ বর্গমাইল)।

লালমনিরহাট জেলা(নামকরণ)☞☞লালমনিরহাট নামকরণ নিয়ে জনশ্রুতি আছে যে, বৃটিশ সরকারের আমলে বর্তমান লালমনিরহাট শহরের মধ্যে দিয়ে রেলপথ বসানোর সময় উল্লিখিত অঞ্চলের রেল শ্রমিকরা বন-জঙ্গল কাটতে গিয়ে জনৈক ব্যক্তি ’লালমনি’ পেয়েছিলেন। সেই লালমনি থেকেই পর্যায়ক্রমে লালমনিরহাট নামের উৎপত্তি হয়েছে। অন্য এক সূত্র থেকে জানা যায়, বিপ্লবী কৃষক নেতা নুরুলদীনের ঘনিষ্ঠ সাথী লালমনি নামে এক ধনাঢ্য মহিলা ছিলেন। যার নামানুসারে লালমনিরহাট নামকরণ করা হয়েছে।

লালমনিরহাট জেলা(প্রতিষ্ঠা  সাল)☞☞ ১৯৮৪ সালে গঠিত হয় লালমনিরহাট জেলা ।

লালমনিরহাট জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে রংপুর জেলা, পূর্বে কুড়িগ্রাম ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, পশ্চিমে নীলফামারী ও রংপুর জেলা।
                                               লালমনিরহাট জেলা
লালমনিরহাট জেলা(মৌজা )☞☞সর্বমোট ৩৮২টি  মৌজা।

লালমনিরহাট জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ২টি পৌরসভা☞লালমনিরহাট ও পাটগ্রাম। 

লালমনিরহাট জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৪২টি ইউনিয়ন।

লালমনিরহাট জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ৪৭৬টি গ্রাম।

লালমনিরহাট জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৫টি উপজেলা☞লালমনিরহাট সদর, পাটগ্রাম, আদিতমারী, কালিগঞ্জ ও হাতিবান্ধা।

লালমনিরহাট জেলা(রেল যোগাযোগ)☞☞ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি এখানে আসা যায়। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

 লালমনিরহাট জেলা(আকাশ পথ)☞☞লালমনিরহাটে সরাসরি আকাশ পথে আসা যায় না; যদিও এখানে একটি পরিত্যক্ত বিমান বন্দর রয়েছে। ঢাকা থেকে লালমনিরহাটের সাথে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা রয়েছে সৈয়দপুর বিমানবন্দর হয়ে - বিমানে সৈয়দপুর এসে তারপর সড়ক পথে লালমনিরহাট আসতে হয়।

লালমনিরহাট জেলা(সড়কপথ)☞☞ঢাকার গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, শ্যামলী, কল্যানপুর, কলাবাগান, ফকিরাপুল - প্রভৃতি বাস স্টেশন থেকে লালমনিরহাট আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৬.৩০ হতে ৮ ঘন্টা।

লালমনিরহাট জেলা(নৌপথ )☞☞অপ্রচলিত মাধ্যম হিসাবে নৌপথ ব্যবহৃত হয়ে থাকে; তবে কেবলমাত্র স্থানীয় পর্যায় ছাড়া অন্য কোনো এলাকার সাথে, কিংবা ঢাকা থেকে বা অন্যান্য বড় শহর হতে সরাসরি কোনো নৌযান চলাচল করে না। তবে, চরাঞ্চলে যোগাযোগের একমাত্র বাহন নৌযান।

লালমনিরহাট জেলা(নদনদী)☞☞তিস্তা, ধরলা।

লালমনিরহাট জেলা(কৃতী ব্যক্তিত্ব)☞☞
শেখ ফজলল করিম (১৮৮২ বাংলা ৩০শে চৈত্র ১২৮৯ - সেপ্টেম্বর ২৮, ১৯৩৬) একজন স্বনামধন্য বাঙালি সাহিত্যিক
ফকির মজনু শাহ

লালমনিরহাট জেলা( চিত্তাকর্ষক স্থান)☞☞
তিস্তা সেচ প্রকল্প
প্রাচীন লালমনিরহাট বিমান বন্দর
বুড়িমাড়ি জিরো পয়েন্ট
তিনবিঘা করিডর
শীণ্ডূড়মটীর দীঘি
কবি শেখ ফজলুল করিমের বসত ভিটা
তিস্তা ব্যারেজ
কাকিনা জমিদার বাড়ি
বোতল বা‌ড়ি (কালীগঞ্জ- নওদাবাস)
তুষভাণ্ডার জমিদার বাড়ি

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "লালমনিরহাট জেলা"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel