আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

নীলফামারী জেলা

নীলফামারী জেলা


নীলফামারী জেলা

নীলফামারী জেলা


নীলফামারী জেলা(মোট আয়তন)☞☞১৬৪৩.৪ কিমি২ (৬৩৪.৫ বর্গমাইল)।

নীলফামারী জেলা(নামকরণ)☞☞প্রায় দুই শতাধিক বছর পূর্বে এ অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে ইংরেজ নীলকরেরা। এ অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূল হওয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় নীলফামারীতে বেশি সংখ্যায় নীলকুঠি ও নীল খামার গড়ে ওঠে। ঊণবিংশ শতাব্দীর শুরুতেই দুরাকুটি, ডিমলা, কিশোরগঞ্জ, টেঙ্গনমারী প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয়। সে সময় বৃহত্তর রংপুর অঞ্চলের মধ্যে নীলফামারীতেই বেশি পরিমাণে শস্য উৎপাদিত মাটির ঊর্বরতার কারণে। সে কারণেই নীলকরদের ব্যাপক আগমন ঘটে এতদঅঞ্চলে। গড়ে ওঠে অসংখ্য নীল খামার। বর্তমান নীলফামারী শহরের তিন কিলোমিটার উত্তরে পুরাতন রেল স্টেশনের কাছেই ছিল একটি বড় নীলকুঠি। তাছাড়া বর্তমানে অফিসার্স ক্লাব হিসেবে ব্যবহৃত পুরাতন বাড়িটি ছিল একটি নীলকুঠি। ধারণা করা হয়, স্থানীয় কৃষকদের মুখে ‘নীল খামার’ রূপান্তরিত হয় ‘নীল খামারী’তে। আর এই নীলখামারীর অপভ্রংশ হিসেবে উদ্ভব হয় নীলফামারী নামের।

নীলফামারী জেলা(প্রতিষ্ঠা  সাল)☞☞১৮৭৫ সালে মহকুমা গঠিত হয় এবং মহকুমাকে জেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালে।

নীলফামারী জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে রংপুর জেলা, পূর্বে লালমনিরহাট জেলা, পশ্চিমে পঞ্চগড় ও দিনাজপুর জেলা।
                                        নীলফামারী জেলা
নীলফামারী জেলা(মৌজা )☞☞সর্বমোট ৩৭১টি  মৌজা।

নীলফামারী জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০৪ টি পৌরসভা☞নীলফামারী, জলঢাকা, সৈয়দপুর ও ডোমার।

নীলফামারী জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৬১টি ইউনিয়ন।

নীলফামারী জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ৩৭০টি গ্রাম।

নীলফামারী জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৬টি উপজেলা☞নীলফামারী সদর, কিশোরগঞ্জ, ডোমার, জলঢাকা, ডিমলা ও সৈয়দপুর।

নীলফামারী জেলা(রেল যোগাযোগ)☞☞ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে নীলফামারীর উদ্দেশ্যে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনে সরাসরি এখানে আসা যায়। কমলাপুর রেল স্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেন নীলফামারীর উদ্দেশ্যে ছেড়ে যায়।

নীলফামারী জেলা(আকাশ পথ)☞☞নীলফামারী জেলার অন্তর্গত সৈয়দপুর পৌরসভায় সৈয়দপুর বিমানবন্দর রয়েছে। শুধুমাত্র অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য ব্যবহৃত এই বিমানবন্দরের সাথে দেশের অন্যান্য বিমানবন্দরের দৈনিক একাধিক সরাসরি ফ্লাইট বিদ্যমান।

নীলফামারী জেলা(সড়কপথ)☞☞ঢাকার গাবতলী বা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে নীলফামারী জেলা যাওয়ার জন্য এসি ননএসি বাস পাওয়া যায়।এছাড়া বিআরটিসি বাসে করে ঢাকা, রাজশাহী, বগুড়া বা রংপুর হতে আসা যায়।

নীলফামারী জেলা(নৌপথ )☞☞এ জেলায় কোন জলপথ নেই। নদ-নদী প্রায় ভরাট।

নীলফামারী জেলা(নদনদী)☞☞তিস্তা, যমুনেশ্বরী, বুড়ি তিস্তা, ঘাঘট ।

নীলফামারী জেলা(বিশিষ্ট ব্যক্তিত্ব)☞☞ 
শাহ কলন্দর ইসলামী ব্যক্তিত্ব,
কাজী কাদের, সাবেক মন্ত্রী (পাকিস্তান আমল);
মশিউর রহমান (যাদু মিয়া) সাবেক মন্ত্রী;
শহীদ জননী জাহানারা ইমাম;
খয়রাত হোসেন, সাবেক মন্ত্রী;
বিচারপতি মোস্তফা কামাল, সাবেক প্রধান বিচারপতি;
শফিকুল গনি স্বপন, সাবেক মন্ত্রী;
মহেশ চন্দ্র রায়, উত্তরবঙ্গের বিখ্যাত ভাওয়াইয়া গানের শিল্পী।
হরলাল রায়, ভাওয়াইয়া শিল্পী;
রথীন্দ্রনাথ রায়, ভাওয়াইয়া শিল্পী;
আসাদুজ্জামান নূর, নাট্য ব্যক্তিত্ব; বর্তমান মন্ত্রী;জবান
আনিসুল হক, লেখক, নাট্যকার ও সাংবাদিক;
বেবি নাজনিন, কন্ঠশিল্পী।
জবান উদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য

নীলফামারী জেলা(বিখ্যাত স্থান)☞☞
►ধর্মপালের রাজবাড়ি
►ময়নামতি দুর্গ
►ভীমের মায়ের চুলা
►হরিশচন্দ্রের পাঠ
►সৈয়দপুরের চিনি মসজিদ
►তিস্তা ব্যারাজ প্রকল্প
►নীলফামারী জাদুঘর
►কুন্দুপুকুর মাজার
►দুন্দিবাড়ী স্লুইসগেট
►বাসার গেট
►স্মৃতি অম্লান
►নীলসাগর

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "নীলফামারী জেলা"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel