আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

নারায়ণগঞ্জ জেলা

নারায়ণগঞ্জ জেলা


নারায়ণগঞ্জ জেলা 


নারায়ণগঞ্জ জেলা

নারায়ণগঞ্জ জেলা(মোট আয়তন)☞☞২৯২ বর্গমাইল।

নারায়ণগঞ্জ জেলা (নামকরণ)☞☞১৭৬৬ সালে হিন্দু সম্প্রদায়ের নেতা বিকন লাল পান্ডে( বেণু ঠাকুর বা লক্ষীনায়ায়ণ ঠাকুর) ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এ অঞ্চলের মালিকানা গ্রহণ করে। তিনি প্রভু নারায়ণের সেবার ব্যয়ভার বহনের জন্য একটি উইলের মাধ্যমে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। তাই পরবর্তীকালে এ স্থানের নাম হয় নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জ জেলা(প্রতিষ্ঠা  সাল)☞☞ ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জকে জেলা হিসেবে ঘোষনা করা হয় ।

নারায়ণগঞ্জ জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে নরসিংদী এবং গাজীপুর জেলা, দক্ষিণে মুন্সিগঞ্জ জেলা, পূর্বে ব্রাহ্মণবাড়ীয়া ও কুমিল্লা জেলা, পশ্চিমে ঢাকা জেলা।
                                             নারায়ণগঞ্জ জেলা

নারায়ণগঞ্জ জেলা(শিক্ষা প্রতিষ্ঠান)☞☞সরকারি বেসরকারি মোট ২০ টি কলেজ, ২০ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়(একই সাথে স্কুল ও কলেজ),১২৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪২৫ টি প্রাথমিক বিদ্যালয়।

 নারায়ণগঞ্জ জেলা(সিটি কর্পোরেশন)☞☞০১টি সিটি কর্পোরেশননারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নারায়ণগঞ্জ পৌরসভা, বন্দর থানার কদমরসুল ও সিদ্ধিরগঞ্জ পৌরসভা নিয়ে এ কর্পোরেশন গঠিত হয়েছে)।

নারায়ণগঞ্জ জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ২টি পৌরসভা।

নারায়ণগঞ্জ জেলা(থানা)☞☞সর্বমোট ৭টি থানা☞নারায়ণগঞ্জ সদর,ফতুল্লা থানা,সিদ্ধিরগঞ্জ থানা,বন্দর থানা,আড়াইহাজার থানা,রূপগঞ্জ থানা,সোনারগাঁও থানা।

নারায়ণগঞ্জ জেলা(ওয়ার্ড )☞☞ সর্বমোট ৬৩টি ওয়ার্ড।

 নারায়ণগঞ্জ জেলা( মহল্লা )☞☞সর্বমোট ৭৪টি মহল্লা।

নারায়ণগঞ্জ জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৪৭ টি ইউনিয়ন।

নারায়ণগঞ্জ জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ১৩৩টি  গ্রাম।

নারায়ণগঞ্জ জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৫টি উপজেলা☞নারায়ণগঞ্জ সদর উপজেলা,বন্দর উপজেলা,আড়াইহাজার উপজেলা,রূপগঞ্জ উপজেলা,সোনারগাঁও উপজেলা।

নারায়ণগঞ্জ জেলা(নদী)☞☞শীতলক্ষ্যা, মেঘনা, পুরাতন ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা, বালু ও ধলেশ্বরী নদী।

নারায়ণগঞ্জ জেলা(বিখ্যাত খাবার)☞☞ রসমালাই।

নারায়ণগঞ্জ জেলা(কৃতী ব্যক্তিত্ব)☞☞
জ্যোতি বসু - সাবেক মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, ভারত।
পারভীন সুলতানা দিতি - অভিনেত্রী
মোনেম মুন্না - ফুটবলার
আবদুল্লাহ আল রাকিব - দাবা খেলোয়াড় (৪র্থ বাংলাদেশী গ্র্যান্ড মাস্টার খেতাবধারী)
শাহরিয়ার হোসেন - ক্রিকেটার
আতহার আলী খান - ক্রিকেটার, ধারাভাষ্যকার
বেনজির আহমেদ - কবি ও লেখক
সেলিনা হায়াৎ আইভী - মেয়র
এ কে এম শামিম ওসমান -এমপি
আঃমতিন চৌধুরী - সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
জেনারেল শফিউল্লাহ্ - সাবেক সেনা প্রধান ও এমপি।
সুফি মো: মিজানুর রহমান চৌধুরী,বিশিষ্ট ব্যাবসায়ী এবং সুফি সাধক
এডভোকেট তৈমূর আলম খন্দকার ,সাবেক চেয়ারম্যান,বিআরটিসি
নাজমুল ইসলাম অপু ,ক্রিকেটার

নারায়ণগঞ্জ জেলা(চিত্তাকর্ষক স্থান)☞☞ 
পানাম নগর, সোনারগাঁও
(অধুনা লুপ্ত) আদমজী জুট মিল
সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের সমাধি (১৩৮৯-১৪১১)
বাবা সালেহ মসজিদ (১৪৮১)
গোয়ালদী মসজিদ (১৫১৯)
সুলতান জালাল উদ্দিন ফতেহ শাহের এক গম্বুজবিশিষ্ট মসজিদ (১৪৮৪)
হাজীগঞ্জের দূর্গ
সোনাকান্দা দুর্গ
কাঁচপুর ব্রিজ
কদমরসুল দরগাহ
বন্দর শাহী মসজিদ
লোকশিল্প জাদুঘর
বিবি মরিয়মের সমাধি
লাঙ্গলবন্দ মন্দির (পূন্যস্নানের জন্য হিন্দু ধর্মালম্বীদের র্তীথস্থান)
মেরি এন্ডারসন (পর্যটনের ভাসমান রেস্তোরা)':
জাতীয় ক্রিকেট ষ্টেডিয়াম (৩য়), ফতুল্লা
এডভ্যানচার ল্যান্ড
রাসেল পার্ক ও মিনি চিড়িয়াখানা
জিন্দা পার্ক
পন্ডস গার্ডেন
পূর্বাচল উপশহর
কাঞ্চন সেতু
বাংলার তাজমহল
মুড়াপাড়া জমিদারবাড়ি ( বিশ্ববিদ্যালয় কলেজ)

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "নারায়ণগঞ্জ জেলা "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel