আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

নরসিংদী জেলা

নরসিংদী জেলা


নরসিংদী জেলা 


 নরসিংদী জেলা(মোট আয়তন)☞☞১১৪০.৭৯ কিমি২ (৪৪০.৪৬ বর্গমাইল)।

নরসিংদী জেলা(নামকরণ)☞☞কথিত আছে, প্রাচীনকালে এ অঞ্চলটি নরসিংহ নামক একজন রাজার শাসনাধীন ছিল। আনুমানিক পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে রাজা নরসিংহ প্রাচীন ব্যক্ষ্মপুত্র নদের পশ্চিম তীরে নরসিংহপুর নামে একটি ছোট নগর স্থাপন করেছিলেনঅ তাঁরই নামানুসারে নরসিংদী নামটি আবির্ভূত হয়। নরসিংহ নামের সাথে 'দী' যুক্ত হয়ে নরসিংদী হয়েছে। নরসিংহদী শব্দের পরিবর্তিত রূপই "নরসিংদী"।

নরসিংদী জেলা(প্রতিষ্ঠা  সাল)☞☞১৯৮৪ সালে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব এবং রায়পুরা এ ০৬ টি উপজেলা এবং নরসিংদী পৌরসভা নিয়ে নরসিংদীকে জেলা ঘোষণা করে সরকার।

নরসিংদী জেলা(ভৌগোলিক সীমানা)☞☞মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়াল খাঁ ও পুরাতন ব্রক্ষ্মপুত্র নদীর তীর বিধৌত জেলা নরসিংদী। জেলাটির আয়তন ১,১১৪.২০ বর্গ কি:মি:। এ জেলাটি বাংলাদেশের মধ্য পূর্বাংশে অবস্থিত। এটি ২৩°৪৬’ হতে ২৪°১৪’ উত্তর অক্ষরেখা এবং ৯০°৩৫’ ও ৯০°৬০’ পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। এ জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা, দক্ষিণে নারায়ণগঞ্জ জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং পশ্চিমে গাজীপুর জেলা অবস্থিত।
                                                 

নরসিংদী জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০৩টি পৌরসভা।

নরসিংদী জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৬৯টি ইউনিয়ন☞শীলমান্দী,আমদিয়া,পাঁচদোনা,হাজীপুর, চিনিশপুর,কাঠালিয়া,নূরালাপুর,মেহেরপাড়া,মহিষাশুড়া,পাইকারচর,করিমপুর,নজরপুর,আলোকবালী,চরদিঘলদী,গজারিয়া,চরসিন্দুর,ডাংগা,জিনারদী,বাঘাব,জয়নগর,পুটিয়া,মাছিমপুর,দুলালপুর,আয়ুবপুর,চক্রধা,সাধারচর,যশোর,বেলাব,বাজনাব,পাটুলী,চরউজিলাব,নারায়নপুর,সল্লাবাদ,আমলাব,বিন্নাবাইদ,লেবুতলা,চালাকচর,চন্দনবাড়ী,বড়চাপা,কাচিকাটা,শুকুন্দী,দৌলতপুর,একদুয়ারিয়া,গোতাশিয়া,খিদিরপুর,চরমান্দালিয়া,কৃষ্ণপুর,চান্দেরকান্দী,অলিপুরা,রায়পুরা,রাধানগর,মির্জাপুর,চরআড়ালিয়া,আমীরগঞ্জ,শ্রীনগর,পাড়াতলী,চাঁনপুর,হাইরমারা,চরসুবুদ্দি,নিলক্ষ্যা,মির্জানগর,পলাশতলী,আদিয়াবাদ,ডৌকারচর,মরজাল,উ:বাখরনগর,চরমধূয়া,মুছাপুর,মহেষপুর,মির্জারচর,বাশগাড়ী।

নরসিংদী জেলা(গ্রাম)☞☞ সর্বমোট  ১০৫৯ টি গ্রাম।
নরসিংদী জেলা(উপজেলা)☞☞সর্বমোট ৬টি উপজেলা☞নরসিংদী সদর উপজেলা,রায়পুরা উপজেলা,বেলাবো উপজেলা,পলাশ উপজেলা,মনোহরদী উপজেলা,শিবপুর উপজেলা

নরসিংদী জেলা( প্রখ্যাত ব্যক্তিত্ব)☞☞
কবি দ্বিজদাস,
সতীশচন্দ্র পাকড়াশী (১৮৯৩-৩০ ডিসেম্বর, ১৯৭৩) বাঙালী স্বাধীনতা সংগ্রামী ও সশস্ত্র বিপ্লবী।
কবি শামসুর রাহমান,
ড. আলাউদ্দিন আল আজাদ (৬ মে, ১৯৩২ - ৩ জুলাই, ২০০৯) ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
মিঞা মোঃ সুন্দর আলী গান্ধী
সমাজ সংস্কারক অবিভক্ত বাংলার কৃষক-প্রজা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, বিদ্যুৎসাহী ও নরসিংদীর সিংহপুরুষ
আপেল মাহমুদ,
ভাই গিরিশ চন্দ্র সেন অনুবাদক।
স্যার কে,জি,গুপ্ত,
সাবেক সেনাবাহিনী প্রধান মো: নূরউদ্দিন খান।
জনাব সাদত আলী সরকার,,ব্রিটিশ আমলে নরসিংদী জেলার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন।
জনাব কাশেম আলী সরকার (টেলু মিয়া),পাকিস্তান আমলে নরসিংদী জেলার সবচেয়ে ধনী ব্যক্তি,এবং ততকালিন সময় সমগ্র এশিয়ার মধ্যে সর্ব বৃহৎ তালিকা ভুক্ত ধান ও চাউলের ব্যবসায়ীদের মধ্যে এক জন ছিলেন।

 নরসিংদী জেলা(বিখ্যাত খাবার)☞☞ সাগর কলা।
 নরসিংদী জেলা(ভাষা)☞☞  
►নরসিংদী জেলার কিছু আঞ্চলিক ভাষা নিম্নে দেওয়া হল
►এফি= এদিকে
►হেফি= সেদিকে
►খায়াম=খাবো
►যায়াম= যাবো
►কুফি= কোনদিকে
►টুক্কা= ছোট
►টেল্যা= ঠান্ডা
►ততা= গরম
►ওসোরা= বারান্দা
►ওগাইর= মাচা
►যেরে= পরে
►কুফিল= কোনদিকে
►আইরো= আসো
►আয়ুন যে= আসেন যে
►হুরু= ধূর!
►আছত= আছিস
►যাইগগা= চলে যা
►হুন= শুন
►বাইত= বাড়ী
►গুমিলা= গরম লাগা
►জার করে = শীত করে
►জব দে= জবাব দে।
►ক্যাডা= কে
►ডেগ= পাতিল
►বাসন= প্লেট
►পুষ্কুনি= পুকুর
►পাইল্লা= পাতিল
►দুয়ার= দরজা
►তলে= নিচে
►উরফে= উপরে
►মারাম ধইরা= মারবো ধরে
►বাইত= বাড়ী
►হাইঞ্জা= সন্ধ্যা
►ভেইন্নালা= সকাল বেলা
►ভেন রাইত=ভোর রাত
►কাইত্তান= কয়েকদিন যাবত বৃষ্টি
►কইতাম= বলব
►উইট্টা আয়= উঠে আয়
►উচা= উচু
►নেচা= নিচু
►রাইত= রাত্র
►ব= বস
►কাইজ্জা= ঝগড়া
►টাটকি= টয়লেট
►খারা= দাঁড়ানো
►খাওন= খাবার
►আমনেরা= আপনারা
►বেক্তে= সবাই
►ইত্তা= এইসব
►কইন= বলেন
►হুনলে= শোনলে
►কইব= বলব
►কেওর= দরজা

নরসিংদী জেলা(বিখ্যাত স্থান)☞☞ 
►ড্রিমল্যান্ড হলিডে পার্ক
►উয়ারী – বটেশ্বর
►শাহ ইরানি মাজারঃ বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নে অবস্হিত
►ভাই গিরিশ চন্দ্র সেনের বাস্তুভিটাঃ পাঁচদোনা বাজার সংলগ্ল বুড়ারহাট গ্রামে
►নরসিংদীতে ঐতিহ্যবাহী তিন গম্বুজ মসজিদ
►সোনাইমুড়ি টেকঃ ঢাকা–সিলেট মহাসড়কের পাশে জেলার শিবপুর ►উপজেলায় অবস্হিত
►রাজা নরসিংহের নরসিংদী
►বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর
নরসিংদী জেলা(বিখ্যাত বস্ত্র)☞☞ লুঙ্গি।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "নরসিংদী জেলা "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel