আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

পাবনা জেলা

পাবনা জেলা


পাবনা জেলা

পাবনা জেলা

পাবনা জেলা(মোট আয়তন)☞☞২৩৭১.৫০ কিমি২ (৯১৫.৬৪ বর্গমাইল)।

পাবনা জেলা(নামকরণ)☞☞‘পাবনা’ নামকরণ নিয়ে কিংবদন্তির অন্ত নেই। এক কিংবদন্তি মতে গঙ্গার ‘পাবনী’ নামক পূর্বগামিনী ধারা হতে পাবনা নামের উৎপত্তি হয়েছে। অপর একটি সূত্রে জানা যায় ‘পাবন’ বা ‘পাবনা’ নামের একজন দস্যুর আড্ডাস্থলই এক সময় পাবনা নামে পরিচিতি লাভ করে। অপরদিকে কিছু ঐতিহাসিক মনে করেন, ‘পাবনা’ নাম এসেছে ‘পদুম্বা’ থেকে। কালক্রমে পদুম্বাই স্বরসঙ্গতি রক্ষা করতে গিয়ে বা শব্দগত অন্য ব্যুৎপত্তি হয়ে পাবনা হয়েছে। ‘পদুম্বা’ জনপদের প্রথম সাক্ষাৎ মিলে খ্রিষ্টীয় একাদশ শতকে পাল নৃপতি রামপালের শাসনকালে।

পাবনা জেলা(প্রতিষ্ঠা  সাল)☞☞১৭৯০ খ্রিস্টাব্দের দিকে জেলার বেশির ভাগ অংশ রাজশাহী জেলার অন্তর্ভুক্ত ছিল।১৮২৮ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর স্বতন্ত্র জেলা হিসেবে পাবনা স্বীকৃতি লাভ করে।

পাবনা জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে নাটোর ও সিরাজগঞ্জ জেলা, দক্ষিণে পদ্মা নদী, রাজবাড়ী ও কুষ্টিয়া জেলা, পূর্বে মানিকগঞ্জ ও যমুনা নদী, পশ্চিমে পদ্মা নদী, নাটোর ও কুষ্টিয়া জেলা।
                                                      পাবনা জেলা

পাবনা জেলা(মৌজা )☞☞সর্বমোট ১৩২১টি  মৌজা।

পাবনা জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ১০টি পৌরসভা।

পাবনা জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৭৪টি ইউনিয়ন।

পাবনা জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ১,৫৪৯টি গ্রাম।

পাবনা জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৯ টি উপজেলা।

পাবনা জেলা(থানা)☞☞ সর্বমোট ১১টি থানাআটঘরিয়া উপজেলা,,ঈশ্বরদী উপজেলা,চাটমোহর উপজেলা,পাবনা সদর উপজেলা,ফরিদপুর উপজেলা,বেড়া উপজেলা,ভাঙ্গুড়া উপজেলা,সাঁথিয়া উপজেলা,সুজানগর উপজেলা,আমিনপুর থানা,আতাইকুলা থানা।

পাবনা জেলা(রেল যোগাযোগ)☞☞
পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল কাছাকাছি পাবনা রেলওয়ে স্টেশন অবস্থিত। কাছাকাছি রেল স্টেশনগুলি তেবুনিয়া, চাটমোহর উপজেলা ও ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। ঈশ্বরদী উপজেলা উত্তর বাংলার এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে শাখা। এই জেলায় নয়টি রেলওয়ে স্টেশন আছে: ঈশ্বরদী, ঈশ্বরদী বাইপাস, পাকশি, মুলাদুলী, চাটমোহর, ভঙ্গুর, বরল সেতু, শারত নগর, দিলপশার এবং গুয়াকারা।
পাবনা শহরে কোন রেললাইন না থাকলেও কিছু ট্রেন ঈশ্বরদী মূল জংশনে থামে। চাটমোহর এবং ঈশ্বরদী রেল স্টেশন থেকে বাসে চড়ে সহজেই পাবনা শহরসহ পাবনার বিভিন্ন গন্তব্যে যাওয়া সম্ভব। যেসব ট্রেনে চড়ে চাটমোহর কিংবা ঈশ্বরদী যাওয়া যায়:
খুলনাগামী চিত্রা এক্সপ্রেস
খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস
রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস
রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস
রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস
দিনাজপুরগামী একতা এক্সপ্রেস

পাবনা জেলা(আকাশ পথ)☞☞ঈশ্বরদী উপজেলায় একটি বিমানবন্দর রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঈশ্বরদীতে সপ্তাহে দুইবার বিমান পরিচালনা করত। তবে, এই মুহূর্তে কোনও উড়োজাহাজ কোম্পানি ঈশ্বরদীতে কোন বিমান পরিচালনা করছে না।

পাবনা জেলা(নদনদী)☞☞গঙ্গা (পদ্মা), বড়াল, যমুনা, ইছামতি, আত্রাই, হুরাসাগর, চিকনাই নদী  ও চলন বিল উল্লেখযোগ্য।

পাবনা জেলা(কৃতী ব্যক্তিত্ব)☞☞
সাইফুল আজম পৃথিবীর ২২ জন লিভিং ঈগলের একজন, যিনি এখন পর্যন্ত ইজরাইলের সর্বোচ্চ বিমান ধ্বংসের রেকর্ড অর্জন করেন। তিনি একই সাথে চারটি দেশের বিমান বাহীনিতে নেতৃত্ব দিয়েছেন।
বাপ্পা মজুমদার জনপ্রিয় সংগীত শিল্পী।
বন্দে আলী মিয়া একজন বাংলাদেশী কবি, ঔপন্যাসিক, শিশু-সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর।
মাহমুদা সুলতানা সর্ব কনিষ্ঠা "ইনোভেটর আব দ্য ইয়ার-২০১৭" বিজয়ী। তিনি সবচেয়ে কম বয়সে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সর্বোচ্চ পুরষ্কার ইনোভেটর অব দ্য ইয়ার অর্জন করেন।
মহানায়িকা সুচিত্রা সেন বাংলা চলচিত্রের কিংবদন্তী।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু
মাওলানা মতিউর রহমান নিজামী
মোহিতমোহন মৈত্র (? - ২৮ মে ১৯৩৩) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।
রাজেন্দ্র লাহিড়ী (২৩ জুন ১৯০১ - ১৭ ডিসেম্বর ১৯২৭), ব্রিটিশদের ভারত থেকে উৎখাত করার জন্য হিন্দুস্তান রিপাবলিকান এসোসিয়েশনের নানা বৈপ্লবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন।
ব্যবসায়ী স্যামসন এইচ চৌধুরী
অভিনেতা চঞ্চল চৌধুরী
অভিনেতা আখম হাসান
অভিনেতা আজিজুল হাকিম
অভিনেতা শাহনাজ খুশি
চলচ্চিত্র পরিচালক বৃন্দাবন দাস
চলচ্চিত্র পরিচালক রেদওয়ান রনি
এ সময়ের সাহিত্যিক, কবি, গল্পকার কোমেন নাঈম
ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা কমরেড জসীম উদ্দিন

পাবনা জেলা(বিখ্যাত খাবার)☞☞ ঘি। 

পাবনা জেলা(চিত্তাকর্ষক স্থান)☞☞
ঐতিহাসিক তাড়াশ ভবন
লালন শাহ্ সেতু (ঈশ্বরদী),
হার্ডিঞ্জ ব্রীজ (ঈশ্বরদী),
পাবনা মানসিক হাসপাতাল
জোড় বাংলা মন্দির
তাড়াশ ভবন,
পাকশী রিসোর্ট
শাহী মসজিদ, চাটমোহর,
জোড় বাংলা মাজার ভাঙ্গুড়া,
সমাজ শাহী মসজিদ,
আজিম চৌধুরীর জমিদার বাড়ী (দুলাই),
শাহী মসজিদ (ভাড়ারা),
শ্রী শ্রী অনুকৃল চন্দ্র ঠাকুরের আশ্রম (হেমায়েতপুর),
নর্থ বেঙ্গল পেপার মিলস
বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র (ঈশ্বরদী),
পাবনা সুগার মিল্স (ঈশ্বরদী),
সাঁড়া ঘাট
ঈশ্বরদী বিমানবন্দর
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
নগরবাড়ী/নটাখোলা ঘাট (বেড়া),
স্কয়ার ফার্মাসিউটিক্যাল (শহর/বিসিক শিল্প নগরী),
পাকশী
কাঞ্চন পার্ক (সুজানগর),
খয়রান ব্রীজ (সুজানগর),
প্রশান্তি ভুবন বিনোদন পার্ক (জালালপুর),
দুবলিয়া মেলা (দুর্গা পুজার সময়)
বড়াল ব্রীজ
দীঘিরপিঠা (ফরিদপুর্‌),
রাজা রায় বাহাদুরের বাড়ি (ফরিদপুর্‌),
বেরুয়ান জামে মসজিদ (আটঘরিয়া)
বেড়া পাম্প স্টেশন (বেড়া)
বেড়া পোর্ট(বর্ষার সময়)

পাবনা জেলা(বিখ্যাত বস্ত্র)☞☞লুঙ্গি।

1 Response to "পাবনা জেলা "

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel