আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

পঞ্চগড় জেলা

পঞ্চগড় জেলা


পঞ্চগড় জেলা

পঞ্চগড় জেলা


পঞ্চগড় জেলা(মোট আয়তন)☞☞১৪০৪.৬২ কিমি২ (৫৪২.৩৩ বর্গমাইল)।

পঞ্চগড় জেলা(নামকরণ)☞☞"পঞ্চ" (পাঁচ) গড়ের সমাহার "পঞ্চগড়" নামটির অপভ্রমংশ "পঁচাগড়" দীর্ঘকাল এই জনপদে প্রচলিত ছিল। কিন্তু গোড়াতে এই অঞ্চলের নাম যে, 'পঞ্চগড়ই' ছিলো সে ব্যাপারে সন্দেহর কোন অবকাশ নেই। বস্ত্রুত ভারতীয় উপমহাদেশে "পঞ্চ" শব্দটি বিভিন্ন স্থান নামের সঙ্গে যুক্ত হয়েছে। যেমন- পঞ্চনদ, পঞ্চবটী, পঞ্চনগরী, পঞ্চগৌড় ইত্যাদি। "পঞ্চনগরীর" দূরত্ব পঞ্চগড় অঞ্চল থেকে বেশি দূরে নয়। পঞ্চগড় জেলায় বেশ কিছু গড় রয়েছে তাদের মাঝে উল্লেখ করার মত গড় হল ভিতরগড়, মিরগড়, রাজনগড়, হোসেনগড়, দেবনগড়। ‘পঞ্চ’ অর্থ পাঁচ, আর ‘গড়’ অর্থ বন বা জঙ্গল। ‘পঞ্চগড়’ নামটি এভাবেই এসেছে।

পঞ্চগড় জেলা(প্রতিষ্ঠা  সাল)☞☞পঞ্চগড় ছিল ব্রিটিশ শাসনামলে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত একটি থানা। ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগের সময় এটি দিনাজপুর জেলাভুক্ত হয়। ১৯৮০ সালে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, আটোয়ারী ও তেঁতুলিয়া থানা সমন্বয়ে পঞ্চগড় মহকুমা গঠিত হয়। ১৯৮৪ সালে জেলায় রূপান্তরিত হয়।

পঞ্চগড় জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা, পূর্বে নীলফামারী জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।
                                                 পঞ্চগড় জেলা
পঞ্চগড় জেলা(মৌজা )☞☞সর্বমোট ৪৬৩টি  মৌজা।

পঞ্চগড় জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০৩টি পৌরসভা☞পঞ্চগড়, বোদা ও দেবীগঞ্জ। 

পঞ্চগড় জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৪৩টি ইউনিয়ন।

পঞ্চগড় জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ৮৪৩টি গ্রাম।

পঞ্চগড় জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ৫টি উপজেলা☞পঞ্চগড় সদর, বোদা, তেঁতুলিয়া, দেবীগঞ্জ ও আটোয়ারী।

পঞ্চগড় জেলা(রেল যোগাযোগ)☞☞ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে পঞ্চগড় এর উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি এখানে আসা যায়। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন পঞ্চগড় এর উদ্দেশ্যে ছেড়ে যায়।
                          ঢাকা থেকে পঞ্চগড় রেলে যেতে প্রায় ১৩ ঘন্টা লাগে।
☞একতা এক্সপ্রেস, ঢাকা থেকে ছাড়ে সকাল ১০ টায় এবং দিনাজপুর থেকে রাত ৯ টা ২০ মিনিটে।
☞দ্রুতযান, ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট এবং দিনাজপুর থেকে সকাল ৭ টা ৪০ মিনিটে।

পঞ্চগড় জেলা(আকাশ পথ)☞☞পঞ্চগড়ে বিমানবন্দর না-থাকায় এখানে সরাসরি আকাশ পথে আসা যায় না, তবে ঢাকা থেকে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা রয়েছে সৈয়দপুর বিমানবন্দরের সাথে; ঢাকা থেকে সৈয়দপুর এসে সেখান থেকে সড়কপথে পঞ্চগড়ে আসা যায়। বাংলাদেশ বিমান, জেট এয়ার, নোভো এয়ার, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়ার - প্রভৃতি বিমান সংস্থার বিমান পরিষেবা রয়েছে ঢাকা থেকে সৈয়দপুর আসার জন্য।

পঞ্চগড় জেলা(সড়কপথ)☞☞ঢাকার গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, শ্যামলী, কল্যানপুর, কলাবাগান, ফকিরাপুল, আসাদগেট - প্রভৃতি বাস স্টেশন থেকে পঞ্চগড় আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৭.৩০ হতে ১০ ঘন্টা। ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে হানিফ, নাবিল, বাবলু, কেয়া প্রভৃতি পরিবহণ কোম্পানীর বাস আছে প্রতিদিন।

পঞ্চগড় জেলা(নৌপথ )☞☞অপ্রচলিত মাধ্যম হিসাবে নৌপথ ব্যবহৃত হয়ে থাকে; তবে কেবলমাত্র স্থানীয় পর্যায় ছাড়া অন্য কোনো এলাকার সাথে, কিংবা ঢাকা থেকে বা অন্যান্য বড় শহর হতে সরাসরি কোনো নৌযান চলাচল করে না। তবে, চরাঞ্চলে যোগাযোগের একমাত্র বাহন নৌযান।

পঞ্চগড় জেলা(নদনদী)☞☞
জেলায় ছোট-বড় মিলে অনেকগুলো নদী রয়েছে।পঞ্চগড়কে সম্পূর্ণভাবে নদী বেষ্টিত একটি জেলাও বলা যেতে পারে।উল্লেখযোগ্য নদীগুলো হল
পঞ্চগড় সদর
করতোয়া নদী
তালমা নদী
চাওয়াই নদী
পাঙ্গা নদী
কুরুম নদী
পাম নদী
দেবীগঞ্জ
মরা তিস্তা নদী
আতরাই নদী
ভূল্লী নদী
বোদা
ঘোড়ামারা নদী
পাথরাজ নদী
আটোয়ারী
নাগর নদী
সিংগিয়া নদী
বহু নদী
রসেয়া নদী
টাঙ্গন নদী
তেঁতুলিয়া
মহানন্দা নদী
ডাহুক নদী
তীরনই নদী
রনচন্ডি নদী
বেরং নদী
জ়োড়াপানি নদী
সাও নদী

পঞ্চগড় জেলা(দর্শনীয় স্থানসমূহ)☞☞
বার আউলিয়া মাজার - আটোয়ারী উপজেলা;
মির্জাপুর শাহী মসজিদ - আটোয়ারী উপজেলা;
মহারাজার দিঘী - পঞ্চগড় সদর;
ভিতরগড় দুর্গনগরী - পঞ্চগড় সদর;
বাংলাবান্ধা স্থলবন্দর - তেঁতুলিয়া উপজেলা;
গোলকধাম মন্দির - দেবীগঞ্জ উপজেলা;
তেঁতুলিয়া ডাক বাংলো - তেঁতুলিয়া উপজেলা;
বোদেশ্বরী মহাপীঠ মন্দির - বোদা উপজেলা;
মহারাণী বাঁধ;
রকস্ মিউজিয়াম - পঞ্চগড় শহর;
মিরগড় - পঞ্চগড় সদর;
সমতল ভূমির চা-বাগানসমূহ;
তেঁতুলিয়ার পিকনিক কর্ণার - তেঁতুলিয়া উপজেলা;
ডাহুক বনভোজন কেন্দ্র - তেঁতুলিয়া উপজেলা;
রৌশনপুর আনন্দধারা ও চা-বাগান - তেঁতুলিয়া উপজেলা;
ভদ্রেশ্বর মন্দির - তেঁতুলিয়া উপজেলা;
মির্জাপুরের ইমামবাড়া - আটোয়ারী উপজেলা;
চীন বাংলাদেশ মৈত্রী সেতু - দেবীগঞ্জ উপজেলা;
চন্দ্রিমা উদ্যান - দেবীগঞ্জ উপজেলা;
কাজলাদীঘি - পঞ্চগড় সদর;
পঞ্চগড় ফরেস্ট - পঞ্চগড় সদর।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "পঞ্চগড় জেলা "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel